Goutam Ghose Wife Death: 'আমাকে কাঙাল করে দিয়ে...', স্ত্রীর প্রয়াণে গভীর শোকাহত গৌতম ঘোষ, দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতার

Neelanjana Ghose-Mamata Banerjee: ধনতেরসের দিন টলিপাড়ায় শোকের ছায়া। প্রয়াত পরিচালক গৌতম ঘোষের স্ত্রী নীলাঞ্জনা ঘোষ। এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Neelanjana Ghose-Mamata Banerjee: ধনতেরসের দিন টলিপাড়ায় শোকের ছায়া। প্রয়াত পরিচালক গৌতম ঘোষের স্ত্রী নীলাঞ্জনা ঘোষ। এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
Kasturi Kundu
New Update
qwdewq

স্ত্রীর প্রয়াণে গভীরভাবে শোকস্তব্ধ গৌতম

Goutam Ghose Wife Neelanjana Ghose Death: আর মাত্র একটা দিনের অপেক্ষা। চারিদিক একেবারে আলো ঝলমলে। এর মাঝেই ঘোষ পরিবারের অন্দরমহলে নেমে এল অন্ধকারের ঘনঘটা। প্রয়াত পরিচালক গৌতম ঘোষের স্ত্রী নীলাঞ্জনা ঘোষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। শনিবার সকালে খবর ছড়িয়ে পড়তেই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে পরিচালক গৌতম ঘোষের সঙ্গে যোগাযোগ করা হয়। স্ত্রীর প্রয়াণের খবরে সিলমোহর দিতেই কথাগুলো যেন তাঁর গলার কাছে দলা পাকিয়ে গেল। অত্যন্ত অসহায়ের সঙ্গে বললেন, 'আমি ওঁর উপর প্রচণ্ড নির্ভরশীল ছিলাম। আমাকে পুরো কাঙাল করে দিয়ে চলে গেল। জানি না কী ভাবে আগামী দিনগুলো কাটাব। ১৯৭৮ থেকে একসঙ্গে পথচলার জার্নি শুরু হয়েছিল। এতটা পথ চলার পর আচমকা সব শেষ।'

Advertisment

জাতীয় পুরস্কার জয়ী পরিচালক গৌতম ঘোষ জানান, 'শুক্রবার রাতে হঠাৎ করেই এই ঘটনাটা ঘটে গেল। কোনওরকম অসুস্থতাও ছিল না। সকাল থেকে অন্যদিনের মতোই স্বাভাবিক কাজকর্মই করছিল। সারাদিন তো প্রচুর কাজের মধ্যে ব্যস্ত থাকত। কাঁথাশিল্পের কাজ করত, তাই মহিলা কর্মীদের সঙ্গে দুপুরেও কাজ করেছে। বিকেলের পর ওঁর বুকে ব্যথা শুরু হয়, শরীরে ঘাম হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালেও নিয়ে যাই। কিন্তু, ওঁর সমস্যাটা ছিল আভ্যন্তরিন। অ্যানিওরিজম দেখা যায়। এর ফলে শরীরের ভিতরেই রক্তক্ষরণ হতে থাকে।'

আরও পড়ুন 'বছরের পর বছর কেটে গিয়েছিল তবুও...', গর্ভপাতের মারাত্মক মানসিক যন্ত্রণা, হৃদয়বিদারক অভিজ্ঞতা ভাগ কুবরার

Advertisment

পরিচালক জায়া নীলাঞ্জনার আকস্মিক প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে মধুর সম্পর্ক মমতার। সুসময় হোক বা দুঃসময়, টলিপাড়ার পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী। গৌতম ঘোষের স্ত্রীর প্রয়াণের খবরেও শোকস্তব্ধ পরিচালকের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে কী লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আবেগপ্রবণ বার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, 'আমার প্রিয় নীলাঞ্জনা ঘোষের মৃত্যুতে আমি শোকগ্রস্ত বোধ করছি। আমার বৌদি, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের স্ত্রী, তিনি একটি কঠিন অস্ত্রোপচারের পর আজ সকালে প্রয়াত হন।'

আরও পড়ুন জুবিনের মৃত্যুতে স্থগিত অসমের ফিল্ম ফেস্টিভ্যাল, প্রয়াত স্বামীর বুকে মাথা রেখে কী আর্জি স্ত্রীর?

ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে আরও যোগ করেন, 'তাঁর সঙ্গে আমার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং আমি বিচলিত বোধ করছি। তিনি অনেক সামাজিক কাজ করতেন। আমরা জানতাম, তাঁর হাতের কাঁথাশিল্পের কাজ ছিল সুন্দর। সেসব কথা মনে পড়ছে। গৌতমদাকে  সান্ত্বনা জানানোর কোন ভাষা আমার জানা নেই। তবু তাঁকে মন শান্ত রেখে তাঁর কাজ চালিয়ে যেতে অনুরোধ করব। বৌদির কথা মনে রেখেই এই কাজ তাঁকে করতে হবে।'

আরও পড়ুন মাত্র ৪১-এ হৃদরোগ কেড়ে নিল প্রাণ, অকাল প্রয়াণ 'টাইগার ৩' খ্যাত অভিনেতা

CM Mamata banerjee Goutam Ghose