/indian-express-bangla/media/media_files/2025/03/19/Ix1XLjoCyNKGjtFFRvCj.jpg)
পাহাডে়র জন্য প্রার্থনা করতেই....
Prosenjit Chatterjee Social Media Post: উত্তরবঙ্গে দুর্যোগের পর দু'দিন পার। বন্যাবিধ্বস্ত পাহাড় কাঁদছে, মৃত্যুপুরী উত্তরবঙ্গ। বৃষ্টি এবং ধসের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে চাইছে দার্জিলিঙ। রাস্তাঘাট-যানবাহন এখনও পুরোপুরি সচল হয়নি। এই ভয়ংকর দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ মিরিক। সোমবার নাগরাকাটায় বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। যদিও প্রকৃতির রুদ্ররূপে উত্তরবঙ্গের ভয়াবহ পরিস্থিতিতেও কলকাতায় পুজো কার্নিভালে টলি ইন্ডাস্ট্রির সঙ্গে উৎসবে মেতেছিলেন মমতা। কার্নিভাল শেষ করে পরদিন অর্থাৎ সোমবার উত্তরবঙ্গে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেই দিন মঞ্চ আলোকিত করেছিলেন খোদ ইন্ডাস্ট্রি অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন 'কার্নিভালে হেব্বি মজা...', মৃত্যুপুরী উত্তরবঙ্গকে উপেক্ষা করে উৎসব পালনে কটাক্ষ ঋত্বিকের
একদিকে যখন উত্তরবঙ্গে মারাত্মক পরিণতি তখন কলকাতায় উৎসবের আমেজ নিয়ে নিন্দায় সরব সাধারণ মানুষ থেকে সেলিব্রিটির একাংশ। পর্দার ভবানী পাঠক অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কী ভাবে এমনদিনে উৎসবে ফিরলেন সেই নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। টলি অভিনেত্রী শ্রীলেখা মিত্র থেকে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, ঋদ্ধি সেন সহ আরও অনেকেই এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ব্যাঙ্গাত্মক সুরে প্রতিবাদ করেছেন। এর মাঝেই টনক নড়ল পর্দার ভবানী পাঠকের। কার্নিভালের একদিন পর সোশ্যাল মিডিয়ায় উত্তরবঙ্গের জন্য প্রার্থনা করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন ধুতি-পঞ্জাবিতে অষ্টমীতে কেক কেটে জন্মদিন উদযাপন, তাপস পালের স্মৃতিতে কেন আবেগপ্রবণ প্রসেনজিৎ?
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছেন, 'কুচবিহার, দার্জিলিং , জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই মুহূর্তে সারা দেশ এবং সমগ্র দেশের নিঃস্বার্থ সহযোগিতা পাক এই আশা রাখি। মানুষ ও প্রকৃতি সামঞ্জস্য হারালে সচেতনতা এবং সদুদ্যোগ একমাত্র উপায় ঘুরে দাঁড়ানোর।' এই পোস্টে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনের একাংশ। ঘটনার দু-তিন পর ঘুম ভাঙল বলেও ধেয়ে এসেছে কটাক্ষ। কেউ আবার হেঁয়ালি করে বলেছেন, তিনি সত্যিই একজন ভাল অভিনেতা। কারও প্রশ্ন, এই ঘটনার পরও মঞ্চে কী ভাবে উপস্থিত ছিলেন?
প্রসঙ্গত, বন্যাবিধ্বস্ত পরিস্থিতিতে যখন উত্তরবঙ্গে বেহাল দশা তখন টলি সেলেবদের এই আচরণে রুষ্ঠ হয়ে ঋত্বিক লিখেছেন, 'তাই তাই তাই কার্নিভালে যাই কার্নিভালে হেব্বি মজা বন্যা ফন্যা নাই।' শ্রীলেখেলা মিত্র প্রশ্ন তুলেছেন, 'যাঁরা কার্নিভালে নাচল তাঁদের পরিবারের সঙ্গে যদি এমন দুর্ঘটনা ঘটত তাঁরা নাচতে পারতেন?'