/indian-express-bangla/media/media_files/2025/10/06/cats-2025-10-06-13-59-30.jpg)
ঋত্বিকের কটাক্ষ
Ritwick Chakraborty-North Bengal Flood: ঋত্বিক চক্রবর্তী, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন স্পষ্টবক্তা হিসেবে তাঁর একটা আলাদা পরিচিতি আছে। যে কোনও বিষয়ই কোনওরকম রাখঢাক না রেখে বক্তব্য পেশ করেন ঋত্বিক। তা সে রাজনৈতিক বিষয় হোক বা সিনেমা। সেই জন্য অবশ্য অনেক কটাক্ষও ধেয়ে আসে তাঁর দিকে। কোনও কিছুর তোয়াক্কা না করে আপন ছন্দে নিজের জীবন চালিত করেন ঋত্বিক চক্রবর্তী। বন্যাবিধ্বস্ত পরিস্থিতিতে মৃত্যুপুরী উত্তরবঙ্গে না গিয়ে কলকাতায় পুজো কার্নিভালে রূপোলি দুনিয়ার তারকাদের সঙ্গে আনন্দে মেতেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবার নিজস্ব ছন্দে প্রতিবাদের সুর চড়ালেন টলিপাড়ার আরও এক অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। নিজের মতপ্রকাশের সঙ্গে কোনও সমঝোতা করেন না। এক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটল না। ব্যঙ্গাত্মক সুরে সুকুমার রায়ের কবিতার আদলে ঋত্বিক লিখলেন, 'তাই তাই তাই কার্নিভালে যাই কার্নিভালে হেব্বি মজা বন্যা ফন্যা নাই।' নিজের ছবির প্রচার ছাড়া অন্য ইন্ডাস্ট্রির অন্য কোনও পার্টিতেও দেখা যায় না ঋত্বিককে। কোন দলীয় রাজনীতির রং গায়ে না লাগিয়ে সরকারের অন্যায়ের প্রতিবাদ করেন অভিনেতা। সেই কারণে টার্গেটও হন। যদিও তা ফুৎকারে উড়িয়ে দেন ঋত্বিক।
লেটেস্ট পোস্ট প্রসঙ্গেও ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বললেন, 'আমি যা বলার ফেসবুক পোস্টেই বলেছি। নতুন করে আর কিছু বলার নেই।' সোশ্যাল মিডিয়ায় কোনও মতপ্রকাশের পর পালটা আক্রমণও ধেয়ে আসে...সেই প্রসঙ্গে অভিনেতার সাফ জবাব, 'যাঁরা ট্রোল করার তাঁরা করবেই। তার জন্য তো নিজেকে দমিয়ে রাখব না। যেটা আমার সঠিক মনে হবে সেটাই করব। তাছাড়া কমেন্ট বক্সে কে কী মন্তব্য করল সেসব দেখার সময় নেই।'
প্রসঙ্গত, অক্ষয় তৃতীয়ায় দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনও সোশ্যাল মিডিয়ায় খোঁচা মেরে একটি পোস্ট করেছিলেন, 'বলছি দীঘার ওখানে কি ওড়িয়া বলতে হবে?' পরদিন অর্থাৎ ১ মে আরও একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করেছেন অভিনেতা ঋত্বিক। সেখানে উঠে এসেছিল ট্যাক্স অর্থাৎ আয়কর প্রসঙ্গ।
ক্ষোভ উগরে দিয়ে ঋত্বিক চক্রবর্তীর মন্তব্য, 'আমার ট্যাক্সের টাকায় সর্দারের মূর্তি, বল্লভের মূর্তি, ভাইয়ের মূর্তি, প্যাটেলের মূর্তি,বদগুরুর মূর্তি, চুরি করে চাকরি পাওয়া মূর্তিমানদের মাইনা, মসজিদ, চার্চ, মন্দির, ভগবান কালচারাল সেন্টার, এসবে আপনার আপত্তি নেই কিন্তু আমার আছে। এই আরকি...'।
আরও পড়ুন একসঙ্গে একাধিক সিনেমা মুক্তি পেলে আমার ছবির দর্শক কম হতেই পারে: ঋত্বিক চক্রবর্তী