/indian-express-bangla/media/media_files/2025/10/04/cats-2025-10-04-18-50-28.jpg)
ধুনুচি নাচের নস্ট্যালজিয়ায় প্রসেনজিৎ
Prosenjit Chatterjee-Mithun Chakraborty: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বাংলা ইন্ডাস্ট্রির 'শিরদাঁড়া' বললে খুব একটা বুল বলা হয় না। একটা সময় যখন স্টুডিওপাড়ায় থমথমে পরিবেশ তৈরি হয়েছিল, বাংলা সিনেদুনিয়ায় ধস নেমেছিল তখন সেই বিধ্বস্ত ইন্ডাস্ট্রিতে প্রাণ ফিরিয়ে এনেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার তাগিদে অক্লান্ত পরিশ্রম করেছিলেন। শিল্পের প্রতি তাঁর এই সাধনার ফলস্বরুপ আজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে 'ইন্ডাস্ট্রি' সম্বোধন করে ভক্ত থেকে বিশিষ্ট জনেরা। কখনও তিনি টলিউডের জ্যেষ্ঠ পুত্র তো কখনও আবার ভবানী পাঠক। বড় পর্দায় প্রতিনিয়ত বহুমুখী প্রতিভার বিচ্ছুরণ ঘটান। বাস্তব জীবনেও তাঁর প্রতিভা প্রশংসনীয়। টেলিভিশনের একটি অনুষ্ঠানে ধুনুচি নাচের পারদর্শীতা নিয়ে নিজেই নিজের পিঠ চাপড়ান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
শোয়ের সঞ্চালক অভিনেতার কাছে জানতে চান তিনি ধুনুচি নাচ করেন? এক মুহূর্ত না থেমেই মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জবাব, 'খুব ভাল'। দুর্গাপুজোয় ধুনুচি নাচ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের খুব প্রিয়। তাই সবকিছুর আগে ছেলে তৃষাণজিৎ-কেও ধুনুচি নাচের প্রশিক্ষণ নিতে বলেছেন। ধুনুচি নাচের নস্ট্যালজিয়ায় ভেসে শৈশবের স্মৃতিচারণ করেন।
প্রসেনজিৎ বলেন, 'ছোটবেলার শোনা কথা, যদিও দেখিনি। কিন্তু পরবর্তীকালে যখন তাঁদের দেখি অর্থাৎ যাঁরা আমার আগে সিনেমা করেছেন তাঁদের কাজ দেখি। মিঠুনদা তো ধুনুচি নাচ আর ট্রাবোলটাকে এক করে সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল। মিঠুনদার যে স্টাইল এখন সবাই কপি করে ওটা তো ধুনুচি নাচের বেসিক।'
আরও পড়ুন 'খানিকটা বাধ্য হয়েই বলেছিলাম...', বাংলা ভাষাকে অপমানের অভিযোগ! মুখ খুললেন প্রসেনজিৎ
ডান্স মাস্টার মিঠুন চক্রবর্তীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে প্রসেনজিৎ বলেন, 'পুজোয় নাকি মিঠুনদাকে নাকি ভাড়া করে নিয়ে যাওয়া হত। ভাসানের সময় সামনে নাচতে বলা হত। তখন মিঠুনদা কলকাতায়।' প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত শেষ ছবি দেবী চৌধুরানী।
আরও পড়ুন শারদীয়ার সাজে বাঙালিয়ানার ছোঁয়া, কাজল-রানির দুর্গাপুজোয় আলিয়া, আর কী হল মুখুজ্জে বাড়িতে?
মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবির জন্য শুভেচ্ছা জানান বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। ভবানি পাঠকের চরিত্রে ছক্কা হাঁকিয়েছেন অভিনেতা। ভিন্নস্বাদের চরিত্রে প্রসেনজিৎ-এর জুড়ি মেলা ভার। ৩০ সেপ্টেম্বর ছিল 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জীবনের ৬২ টি বসন্ত পার করে পা রেখেছেন ৬৩-তে। প্রথমবার ভক্তদের সঙ্গে বিনোদিনী থিয়েটারে জন্মদিন পালন করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন ধুতি-পঞ্জাবিতে অষ্টমীতে কেক কেটে জন্মদিন উদযাপন, তাপস পালের স্মৃতিতে কেন আবেগপ্রবণ প্রসেনজিৎ?