New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/31/cats-2025-07-31-15-18-51.jpg)
গ্রেফতার পঞ্জাবি গায়ক
Gill Manuke Viral Video: বচসার জেরে মেজাজ হারিয়ে জিম ট্রেনারের মাথায় বন্দুক তাক করলেন বিশিষ্ট পঞ্জাবি গায়ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। গ্রেফতার গায়ক।
গ্রেফতার পঞ্জাবি গায়ক
Punjabi singer Gill Manuke Arrested: জনপ্রিয় পঞ্জাবি গায়কের কার্তিতে তাজ্জব বনে গেল মোহালি! বচসার জেরে জিম প্রশিক্ষকের মাথায় বন্দুক তাক করে হুমকি! নামজাদা পাঞ্জাবি গায়ক গিল মানুক জিম প্রশিক্ষকের সঙ্গে বচসায় জড়াতেই ঘটিয়ে ফেললেন এই মারাত্মক ঘটনা। তাঁর এই হটকারী মুহূর্তের ভিডিও ভাইরা সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনায় আইনি জটিলতায় জড়িয়েছেন পঞ্জাবি গায়ক গিল মানুক। জিম প্রশিক্ষকের সঙ্গে বচসার সময় সঙ্গে ছিলেন গায়কের ভাই-ও। বন্দুক ঠেকিয়ে হুমকি দেওয়ার কারণে দুজনকেই গ্রেফতার করেছে স্থানীয় থানার পুলিশ। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, জিম প্রশিক্ষকের সঙ্গে বচসার পর গিল মানুকে পিস্তল দেখিয়ে তাঁকে হুমকি দেন।
আরও পড়ুনচুরির অভিযোগে দুবাই বিমানবন্দর থেকে গ্রেফতার আবদু রোজিক! 'ছোটা ভাইজান'-র টিমের তরফে কী জানানো হল?
মিডিয়া রিপোর্ট মোতাবেক, ব্যায়াম নিয়ে মতানৈক্য থেকেই বাকবিতণ্ডার সূত্রপাত। প্রশিক্ষক যখন গিলকে জিম ছাড়তে বলেন তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, গিল মানুকে তখন পিস্তল বের করে প্রশিক্ষককে ভয় দেখান। জিমের সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনা ধরা পড়ে এবং সেই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মোহালি ডিএসপি হরসিমরত সিং বল জানিয়েছেন, ঘটনাস্থল থেকেই গিল এবং তার ভাইকে গ্রেফতার করা হয়েছে। গায়কের কাছ থেকে একটি 32 বোরের পিস্তল উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন বেপরোয়া গতির বলি ২১-এর যুবক, পুলিশের খাতায় একাধিক অভিযোগ! গ্রেফতার হওয়া অভিনেত্রী নন্দিনী কে?
जिम में मशीन चलाने को लेकर हुई कहासुनी के बाद #पंजाबी सिंगर ने लहराई पिस्तौल..
— News Art (न्यूज़ आर्ट) (@tyagivinit7) July 30, 2025
पंजाबी सिंगर गिल मनुके पर #मोहाली पुलिस ने पिस्तौल दिखाकर धमकाने के आरोप में केस दर्ज कर लिया है..घटना का CCTV सामने आने के बाद सिंगर और उसके भाई को गिरफ्तार किया गया... pic.twitter.com/fWy5o2G6Am
পঞ্জাবি গায়ক গিলের দাবি, পিস্তলটি লাইসেন্সপ্রাপ্ত। তবে ঘটনার তদন্ত চলছে। ডিএসপি বল জানান, 'পিস্তল প্রদর্শন করা একটি গুরুতর অপরাধ। এ বিষয়ে আর্মস অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।' গায়ক হিসেবে গিলের খ্যাতি থাকলেও আিন সকলের জন্য সমান সেই বিষয়টি প্রশাসনের তরফে স্পষ্ট করা হয়েছে। ডিএসপি বলেন, 'কেউ জনপ্রিয় বা বিখ্যাত হলেই তাকে ছাড় দেওয়া হবে এমনটা কখনই নয়। আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।'
এখনও পর্যন্ত গিল মানুকে বা তাঁর দলের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তদন্ত চলছে এবং দু’জনেই পুলিশি হেফাজতে রয়েছেন। উল্লেখ্য, এর আগেও পঞ্জাবি গায়ক গিল মানুক মানুকে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেছেন। ঘটনার কয়েকদিন আগেই ইনস্টাগ্রামে একটি রিল প্রকাশ করে তিনি পিস্তল দেখিয়েছিলেন যা ঘিরে কমেন্ট বক্সে সমালোচনার ঝড়।