Nandini Kashyap Arrested: বেপরোয়া গতির বলি ২১-এর যুবক, পুলিশের খাতায় একাধিক অভিযোগ! গ্রেফতার হওয়া অভিনেত্রী নন্দিনী কে?

Nandini Kashyap Hit And Run Case: অসমীয়া অভিনেত্রীর গাড়ির বেপরোয়া গতির বলি ২১ এর যুবক। ঘটনায় গ্রেফতার নন্দিনী কাশ্যপ। জেনে নেওয়া যাক কে এই নন্দিনী।

Nandini Kashyap Hit And Run Case: অসমীয়া অভিনেত্রীর গাড়ির বেপরোয়া গতির বলি ২১ এর যুবক। ঘটনায় গ্রেফতার নন্দিনী কাশ্যপ। জেনে নেওয়া যাক কে এই নন্দিনী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

কে এই নন্দিনী

Assamese actress Nandini Kashyap: বলিউড অভিনেতা সলমন খানের পর এবার অসমীয়া অভিনেত্রীর বেপরোয়া গতি প্রাণ কাড়ল ২১-এর তরতাজা যুবকের। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিনেত্রীকে।  সিসিটিভি ফুটেজের তথ্য অনুযায়ী, অভিনেত্রী নন্দিনী কাশ্যপের গাড়ি একটি বাইককে ধাক্কা মারে। যার ফলে ২১ বছরের যুবক সামিউল হক-এর মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরবেলা গুরাহাটীর দাক্ষিণগাঁও এলাকায়। 

Advertisment

পিটিআই সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনার সময় নন্দিনী কাশ্যপ অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি  চালাচ্ছিলেন। ধাক্কা মারার পর গাড়ি থামিয়ে আহত ব্যক্তিকে দেখার প্রয়োজন বোধ করেননি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভিনেত্রী নাকি ঘটনাস্থল থেকে পালিয়ে যান, যদিও সামিউল হকের বন্ধুরা পিছু নিয়ে নন্দিনীকে করে ধরে ফেলেন। বছর ২১-এর সামিউল হক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে মঙ্গলবার নন্দিনীকে আটক করা হয়। বুধবার তাঁকে 'হিট অ্যান্ড রান'-এর ঘটনায় গ্রেফতার করা হয়। পরে তাঁকে আদালতে পেশ করা হয়েছে।

Advertisment

আরও পড়ুন 'যখন সদ্যোজাতর সঙ্গে...', গুরুতর অসুস্থ মা ও প্রথম সন্তান! হাতে চ্যানেলের ছবি শেয়ার করে যন্ত্রণা ভাগ ঈশিতার

পুলিশের দাবি, এর আগেই এমন ঘটনা ঘটিয়েছেন অভিনেত্রী নন্দিনী কাশ্যপ। তাঁর গাড়ির বিরুদ্ধে বিভিন্ন জেলায় গতিসীমা লঙ্ঘন এবং অন্যান্য ট্রাফিক আইন ভাঙার অভিযোগে একাধিক চালান তৈরি করা হয়েছিল। গুরাহাটী পুলিশের ডেপুটি কমিশনার (ট্রাফিক) জয়ন্ত সারথি বরা জানিয়েছেন, 'কাশ্যপের গাড়ির বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিকবার গতি-সীমা লঙ্ঘনের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।' বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন এবং তদন্ত চলমান।

আরও পড়ুন 'জানি না কোন মায়ায় ফেঁদে...', আট বছর পর পিতৃসুখ প্রাপ্তি বাংলা ছবির জনপ্রিয় অভিনেতার! প্রকাশ্যে প্রথম ছবি

নন্দিনী কাশ্যপ কে?

নন্দিনী কাশ্যপের পরিচয় তিনি শুধু একজন অভিনেত্রীই নন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও। পরিচালক রূপক গগৈয়ের সাম্প্রতিক হিট ছবি "রুদ্র"-তে "সুরভি" চরিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করে চর্চায় ছিলেন। গুরাহাটীর ফ্যাকালটি উচ্চবিদ্যালয় থেকে পড়শোনা করেছেন। এরপর ২০২১ সালে মেঘালয়ের ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনলজি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সাল থেকে মডেল, নৃত্যশিল্পী ও সঞ্চালিকা হিসেবেও কাজ করেছেন নন্দিনী। 

আরও পড়ুন 'তনু এখন কাঁদবি না যখন...', তপন সিনহার 'আদালত ও একটি মেয়ে'-র স্মৃতিতে জিয়া নস্ট্যাল তনুজা

২০২২ সালে অভিনয়ে অভিষেক। মায়ের পরিচালনায় অসমীয়া ছবি "জনকনন্দিনী"-র মাধ্যমে লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ার আত্মপ্রকাশ। সেই ছবিতে নন্দিনীর সঙ্গে অভিনয় করেন গুঞ্জন ভরদ্বাজ, জতিন গোস্বামী, অরুণ নাথ, মধুরিমা চৌধুরী সহ আরও অনেকে। "জনকনন্দিনী" প্রযোজনা করেছিলেন নন্দিনীর মা কুঞ্জলতা গগৈ দাস এবং বাবা রিঙ্কু দাস।

চলতি বছরের ২৭ জুন মুক্তি পায় "রুদ্র" । বক্স অফিসের সাফল্য নন্দিনীর ক্যারিয়ারে এনে দেয় নতুন মোড়। সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রবি শর্মা, আদিল হোসেন, জয় কাশ্যপ এবং অর্চিতা আগরওয়াল। এই ঘটনা নন্দিনীর কেরিয়ারে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। 

Entertainment News Entertainment News Today