Radhika Apte News: বিটাউনের সফল অভিনেত্রীদের মধ্যে একজন রাধিকা আপ্তে। সিনেমা-সিরিজে তাঁর অবদান উল্লেখযোগ্য। ঝুলিতে রয়েছে বেশ কিছু পুরস্কারও। সই বিয়ের আগে বিদশি প্রেমিকের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন রাধিকা আপ্তে। ২০১৩-এ কাছের বন্ধুবান্ধব ও আত্মীরস্বজন নিয়ে আইনি বিয়ে সারেন অভিনেত্রী। প্রেগন্যান্সিতেও খুব একটা ছবি বা ভিডিও শেয়ার করেননি অভিনেত্রী। তবে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ছবি পোস্ট করলেন রাধিকা আপ্তে। কালো রঙের হাইনেক সোয়েটার পরে ল্যাপটপের সামনে বসে অভিনেত্রী। আর কোলে ছোট্ট সোনা। এভাবেই অভিনব কায়দায় মা হওয়ার সুখবর শেয়ার করেছিলেন অভিনেত্রী। কিন্তু, অন্তঃসত্ত্বা অবস্থায় অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন।
গর্ভাবস্থার তিক্ত অভিজ্ঞতা এবং ওজন বৃদ্ধির সময় নিজের সঙ্গে সংগ্রামের কথা শেয়ার করলেন রাধিকা। তিনি জানান, এই ব্যক্তিগত লড়াই চলাকালীন সিনেদুনিয়াতেও অনেক অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাধিকা শেয়ার করেছেন, কী ভাবে একজন ভারতীয় প্রযোজক এবং একজন আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতার মধ্যে সহানুভূতির বিশাল পার্থক্য তিনি অনুভব করেছিলেন। প্রেগন্যান্সির খবর শুনেও সহানুভূতি তো দেখাননি বরং বিদেশি ছবি নির্মাতাদের আন্তরিক সমর্থন ও সহমর্মিতায় আপ্লুত রাধিকা।
আরও পড়ুন মিটিংয়ের মাঝেই লক্ষ্মীছানাকে স্তন্যপান, ছবি পোস্ট করে সুখবর শেয়ার রাধিকার
নেহা ধুপিয়ার ‘ফ্রিডম টু ফিড’ লাইভ সেশনে রাধিকা বলেন, 'আমি যাঁর সঙ্গে ভারতীয় একটি প্রজেক্টে কাজ করছিলাম তিনি খবরটি শুনে খুশি হননি। এমনকি আমার অস্বস্তি ও স্ফীতোদর দেখেও টাইট জামা পরতে বলেন।' আরও জানান, গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিকে খাওয়ার পরিমান বেড়ে গিয়েছিল। ভাত-পাস্তা যাই হোক প্রচুর খাচ্ছিলেন। যার ফলে আমূল শারীরিক পরিবর্তন দেখা দিয়েছিল। কিন্তু, সহমর্মিতা পাওয়ার বদলে জুটেছিল অসংবেদনশীল আচরণ। রাধিকা বলেন, 'শুটিং সেটে আমি ব্যথা ও অস্বস্তি অনুভব করলেও আমাকে ডাক্তার দেখানোর অনুমতি দেওয়া হয়নি। এই ঘটনায় আমি চরম হতাশ হয়েছিলাম।'
আরও পড়ুন এক হাতে মাতৃদুগ্ধ পাম্প করছেন অন্য হাতে মদের গ্লাস, শৌচাগার থেকে ছবি ভাগ করে কী বার্তা রাধিকার?
অন্যদিকে, হলিউডের নির্মাতার প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন। 'সেক্রেড গেমস' খ্যাত অভিনেত্রীর সংযোজন, 'আমি যখন বললাম, বেশি খাওয়ার কারণে ছবির শেষে আমার চেহারায় পরিবর্তন আসতে পারে তখন তিনি হেসে বলেছিলেন, চিন্তা করো না ছবির শেষে তুমি যদি আরেকজন মানুষও হয়ে যাও তাতেও অসুবিধা নেই। কারণ তুমি গর্ভবতী।' রাধিকার বক্তব্য, পেশাগত দায়িত্বকে তিনি সম্মান করেন কিন্তু একটু সহানুভূতি দেখানো যাবে না এটা মেনে নিতে পারেন না। তাঁর কথায়, 'আমি বিশেষ সুবিধা চাইনি শুধু সৌজন্য আর মানবিকতা চেয়েছিলাম।'
আরও পড়ুন খোলামেলা পোশাকে 'বোল্ড' মেটারনিটি ফটোশ্যুট, প্রেগন্যান্সির জার্নি নিয়ে কী লিখলেন রাধিকা?