Rakesh Roshan Hospitalized: আচমকা অসুস্থ হয়ে তড়িঘড়ি হাসপাতালে হৃত্বিকের বাবা, কেমন আছেন রাকেশ রোশন?

Rakesh Roshan Neck Angioplasty: ১৬ জুলাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় রাকেশ রোশনকে। ঘাড়ে অ্যাঞ্জিওপ্লাস্টির পর এখন কেমন আছেন পরিচালক?

Rakesh Roshan Neck Angioplasty: ১৬ জুলাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় রাকেশ রোশনকে। ঘাড়ে অ্যাঞ্জিওপ্লাস্টির পর এখন কেমন আছেন পরিচালক?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

হাসপতালে রাকেশ রোশন

Rakesh Roshan angioplasty Health Update: বলিউডের অন্দরে একের পর এক খারাপ খবর। 'কিং'-এর সেটে পিঠে চোট পেয়ে বিদেশে চিকিৎসাধীন শাহরুখ। অন্যদিকে হৃত্বিক রোশনের বাবা রাকেশ রোশন ভর্তি রয়েছেন মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে। ঘাড়ে অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য এই মুহূর্তে হাসপাতালে 'কৃষ'-এর পরিচালক। প্রসঙ্গত, ১৬ জুলাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় পরিচালক রাকেশ রোশনকে। মেয়ে সুনয়না রোশন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, রাকেশ রোশন এখন সম্পূর্ণ সুস্থ আছেন। চিন্তার কোনও কারণ নেই। তাঁর বিবৃতি অনুযায়ী, 'হ্যাঁ, বাবার ঘাড়ে অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। তবে তিনি এখন পুরোপুরি সুস্থ। ভয়ের বা চিন্তার কোনো কারণ নেই। চিকিৎসক সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।'

Advertisment

আরও পড়ুন 'কিং'-এর সেটে আহত খোদ কিং খান, কেমন আছেন শাহরুখ? উদ্বিগ্ন ভক্তরা

লেটেস্ট আপডেট, রাকেশ রোশনকে আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে এবং তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। ইন্ডিয়া ফোরামের তথ্য অনুযায়ী, হৃতিক রোশন নিয়মিত হাসপাতালে বাবার সঙ্গে দেখা করছেন। সঙ্গে রয়েছেন তাঁর বান্ধবী সাবা আজাদও। তবে পারিবারিক বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজান খান। তাঁর মতে, 'রোশন পরিবারের ব্যক্তিগত বিষয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না।' 

Advertisment

আরও পড়ুন নামাজি-রক্ষণশীল পরিবারের মেয়ে হয়েও সাহসী দৃশ্যে অভিনয়, আপত্তি জানাতেই কী ঘটেছিল সলমনের নায়িকা জারিনের সঙ্গে?

গত ২৮ মার্চ তিনি ইনস্টাগ্রামে হৃতিক রোশনের সঙ্গে একটি ছবি শেয়ার করে রাকেশ রোশন লিখেছিলেন, ' ডুগ্গু, ২৫ বছর আগে তোমাকে অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম। আজ আবার আদিত্য চোপড়ার সঙ্গে তোমাকে পরিচালক হিসেবে কৃষ ৪ এর মাধ্যমে লঞ্চ করছি। আগামীর জন্য অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ।' এই ঘোষণার পরই পরিচালক হিসেবে হৃত্বিককে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষারত তাঁর অনুরাগীরা। ২০২৬ সালের প্রথমেই হয়ত শুটিং শুরু হবে। 

আরও পড়ুন বিমানে ঋষি কাপুরের সঙ্গে তুমুল বচসা নীতুর, সিক্রেট ফাঁস করলেন কমেডিয়ান বীর দাস

করণ অর্জুন, কাহো না প্যায়ার হ্যায়, কোই মিল গ্যায়া, ক্রিশ, ও ক্রিশ ৩-এর মতো সুপারহিট সিনেমা দর্শককে উপহার দিয়েছেন রাকেশ রোশন। সাত ও আটের দশকে মন মন্দির, খেল খেল মে, ও খান্দান-এর মতো ছবিতে অভিনয়ও করেছিলেন। বর্তমানে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগী, সহকর্মী এবং পরিবার।

আরও পড়ুন শুরুতেই বিরাট ধাক্কা! পাক পতাকা ঘিরে চরম বিতর্ক, নেটপাড়ার রোষানলে রণবীরের 'ধুরন্ধর'

Bollywood News Rakesh Roshan