/indian-express-bangla/media/media_files/2025/07/21/riddhi-2025-07-21-19-22-52.png)
যা শোনালেন ঋদ্ধি...
সম্প্রতি আবারও বিতর্কে জড়িয়েছেন মমতা শঙ্কর। শেষ কিছু সময় অত্যধিক বেফাঁস মন্তব্যের কারণেই তিনি বেজায় আলোচনায়। অত্যন্ত প্রাচীন মতামত পোষণ করেন অভিনেত্রী? তাঁর শাড়ির আঁচল কিংবা স্যানিটারি ন্যাপকিন বিতর্কের পর থেকে এমনটাই বলতে শোনা যাচ্ছে বেশিরভাগকে। কেউ কেউ তাঁর মন্তব্যকে একহাত নিচ্ছেন। সমাজ মাধ্যমে এই বিষয়ে ভীষণ শোরগোল। এখানেই শেষ না, তারকারাও নানা ধরনের মন্তব্য করছেন।
ঋতুচক্র এবং স্যানিটারি ন্যাপকিন বিষয়টা অত্যন্ত স্বাভাবিক, এই নিয়েই হইহই কান্ড। কেউ কেউ তো পদ্মশ্রী প্রাপ্ত বর্ষীয়ান অভিনেত্রীকে নানা বিশেষণে বেঁধেছেন। মমতা শঙ্কর বলেছিলেন, "আমি আমার স্বামী কিংবা ছেলেকে স্যানিটারি ন্যাপকিন কিনতে পাঠাব, এটা অসম্ভব। আজও টিভিতে এই ধরনের বিজ্ঞাপন চললে, কেউ এসে পড়লে আমি লজ্জা পেয়ে যাই। তারপর থেকেই নেটিজেনরা রেগে আগুন। শুধু তাই নয়, তাঁরা যে ধরনের মন্তব্য করেছেন তাতে চমকে উঠেছেন অনেকে। গতকাল এই মন্তব্যের নিরিখে প্রতিবাদ জানান আরেক জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী।
আর এবার, মুখ খুলেছেন ঋদ্ধি সেন। ঋদ্ধি যেকোনও বিষয়েই মন্তব্য রাখতে ভালবাসেন। শুধু তাই নয়, নানা প্রসঙ্গে তিনি যেমন খবর রাখেন ঠিক তেমন, অন্যায়ের প্রতিবাদ করতেও দেখা যায় তাঁকে। আর এবার মমতা শঙ্করের মন্তব্য নিয়েই তিনি এমন কিছু উদাহরণের সঙ্গে সঙ্গে পার্থক্য দেখালেন, যা বেশ কিছু প্রশ্ন তুলে দেয়। অভিনেতা সমাজ মাধ্যমে এই বিষয়ে পোস্ট করেছেন। এবং, তিনি মমতা শঙ্করকে নিয়ে লিখছেন...
Hansika Motwani: ৩ বছরেই দাম্পত্যে অনীহা? ভাঙছে নায়িকার সংসার?
"‘রায়’ হওয়া মানেই সত্যজিৎ রায় আর মুকুল রায় এক নয়। ‘ডোনাল্ড’ হাঁসও হয়ে আবার প্রেসিডেন্টও। তাই স্রেফ শঙ্কর পদবী বা পরিবারের সাথে যুক্ত হলেই সবার সব বক্তব্যের প্রতি মমতাশীল হওয়া সম্ভব নয় l শেক্সপীয়ার তো সেই কবে বলে গিয়েছিলেন, “what’s in a name"? আর এদিকে অভিনেতার এই পোস্ট দেখে বেশিরভাগ মানুষ মজার ছলে নানা মন্তব্য করেছেন। কেউ কেউ তো অভিনেত্রীকে আরও একবার কটূক্তি করলেন।