/indian-express-bangla/media/media_files/2025/10/14/cats-2025-10-14-10-53-34.jpg)
সাফল্যের নেপথ্যে...
Kantara Chapter 1 Climax Shooting: দুর্গা দশমী অর্থাৎ ২ অক্টোবর সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে রিষভ শেট্টি পরিচালিত বহুপ্রতিক্ষীত মুভি 'কান্তারা চ্যাপ্টার ওয়ান'। কন্নড়, হিন্দি, তামিল, তেলুগু ও মালায়ালি ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। প্রথমদিনেই বিশ্বব্যাপী আয়ের বিচারে ছক্কা হাঁকিয়েছে রিষভ শেট্টির নতুন ছবি। ১২ দিনে ভারতে আয়ের নিরিখে 'কান্তারা চ্যাপ্টার ওয়ান'-র ৪৫০ কোটির গণ্ডি অতিক্রম করে বক্স অফিসে তেহেলকা তৈরি করেছে। সিনেমার সাফল্যের নেপথ্যে রয়েছে টিমের প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম। বক্স অফিসে যখন কান্তারা ঝড় তখন পরিচালক ঋষভ শেট্টি শেয়ার করেছেন ক্যামেরার পিছনের এক বিশেষ মুহূর্ত। যা দেখে বোঝা যাচ্ছে ছবিটি তৈরি করতে ঠিক কতটা কঠিন পথ পেরতে হয়েছে।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঋষভ বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে পা ফুলে ঢোল-শরীরে ক্লান্তির ছাপ। তবুও শুটিংয়ের তার কোনও প্রভাব পড়তে দেননি পরিচালক। হাই-অকটেন ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং সম্পন্ন করেন। পোস্টের মাধ্যমে সকলের সঙ্গে শেয়ার করেছেন শারীরিক যন্ত্রণাকে তোয়াক্কা না করে কী ভাবে শুটিং চালিয়ে গিয়েছেন। ওই পোস্টে আরও লিখেছেন, 'আজ কোটি কোটি মানুষ যে দৃশ্যটি ভালোবাসছেন তা সম্ভব হয়েছে শুধুমাত্র নিষ্ঠা আর আত্মবিশ্বাসের জন্য। সর্বোপরি আমাদের মনের ঈশ্বরভক্তির জন্য। এ যেন ঐশ্বরিক শক্তির প্রতিফলন।'
আরও পড়ুন মাত্র ৩ দিনে রেকর্ড ব্যবসা, কত কোটির গণ্ডি পেরিয়ে নজিরবিহীন সাফল্য কান্তারা চ্যাপ্টার ১-এর?
পায়ের ভয়ানক পরিণতির ছবি শেয়ার করে ঋষভ লিখেছেন, 'ক্লাইম্যাক্স শুটিংয়ের সময় পা ফুলে গিয়েছিল। শরীর প্রচণ্ড ক্লান্ত ছিল। আজ কোটি কোটি মানুষ সেই দৃশ্য দেখেছেন ও পছন্দ করেছেন। এটা সম্ভব হয়েছে আমাদের বিশ্বাসের শক্তির আশীর্বাদে। সবাইকে ধন্যবাদ, যারা সিনেমাটি দেখেছেন এবং ইতিবাচক মতামত জানাচ্ছেন ও প্রশংসা করছেন। এটা শুধুমাত্র সেই দিব্য শক্তির আশীর্বাদেই সম্ভব হয়েছে যাঁদের আমরা অন্তর থেকে বিশ্বাস করি। যারা আমাদের সমর্থন করেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ।'
আরও পড়ুন সিনেমাহলে গুলিবর্ষণ-অগ্নিসংযোগের মতো ঘটনায় ভারতীয় সিনেমায় কোপ, বন্ধ হল কোন দুটি ছবির প্রদর্শন?
কান্তারা চ্যাপ্টার ওয়ানে অভিনয় করেছেন রুক্মিণী বাসন্ত, গুলশন দেবাইয়া ও জয়রাম। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর মধ্যে রয়েছেন রাকেশ পূজারি, হরিপ্রশান্ত এমজি, দীপক রাই পানাজে, শানিল গৌতম এবং নবীন বন্ডেল। এক রাজপরিবারের সঙ্গে উপজাতিদের সংঘাতকে ঘিরে গল্পটি আবর্তিত হয়েছে যারা দৈব শক্তির আশ্রয়ে নিজেদের জমি ও সংস্কৃতি রক্ষা করে।
আরও পড়ুন মাদকাশক্ত সঞ্জয়কে ছুঁলেই মাটিতে লুটিয়ে যান! ভয়ংকর শারীরিক পরিস্থিতি নিয়ে অকপট তনুজা