Rituparna Poila Baisakh: বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, মঙ্গলবার বাংলা বছরের প্রথমদিন অর্থাৎ নববর্ষ। নতুন বছরের আনন্দে মেতেছে আমবাঙালি। কারও দিন শুরু হয়েছে ভগবানের পুজো করে তো কারও আবার লুচি-পরোটা-মিষ্টি দিয়ে ভুরিভোজে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটির একাংশের নববর্ষ উদযাপনের চিত্রটা অনেকটা এইরকমই। কিন্তু, অনেকে আবার স্রোতের বিপরীতেও হাঁটতে ভালবাসেন। আর সেই তালিকায় রয়েছেন টলিউড ক্যুইন ঋতুপর্ণা সেনগুপ্ত। 'পুরাতন'-এর গন্ধ গায়ে মেখেই এবারের নববর্ষ উদযাপনে মেতেছেন অভিনেত্রী। ১১ এপ্রিল মুক্তি পেয়েছে মা-মেয়ের চিরন্তন সম্পর্কের গল্প 'পুরাতন'। ১৩ থেকে ৮৩-এর মনে দাগ কেটেছে এই ছবি। সিনেমার সাফল্যের মাঝেও নববর্ষে ঋতুপর্ণার মনে বিষাদের সুর। কারণ প্রথমবার মাকে ছাড়া নতুন বছর! তবুও রুপোলি পর্দার মেয়ে-মেয়ের গল্প আজ তাঁর মনের ক্ষততে কিছুটা প্রলেপ লাগিয়েছে।
সুখ-দুঃখ মিলিয়ে এবারের নববর্ষ কেমন কাটাচ্ছেন সুপারস্টার ঋতুপর্ণা সেনগুপ্ত? খোঁজ নিল ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইন। মায়ের কথা বলতে গিয়ে যেন গলার কাছে শব্দগুলো দলা পাকিয়ে যাচ্ছিল। ঋতুপর্ণা বলেন, 'মাকে ছাড়া এটা আমার প্রথম নববর্ষ। এর থেকে দুঃখের আর কিছু নেই। তবুও পুরাতন মা-মেয়ের ছবি, মায়ের গন্ধ, মায়ের ছোঁয়া অনুভব করা এইসব কিছু নিয়েই আজকের দিনটা আমি অন্যভাবে কাটাব।'
পুরাতন তো মুক্তির পরই তো অনেক হলে হাউজফুল বোর্ড ঝুলেছে। এই প্রসঙ্গে অভিনেত্রীর মত, 'পুরাতন আমার জীবনের সবচেয়ে সেনসেটিভ একটি ফিল্ম। অনেকদিনের ইচ্ছে ছিল একটা ভাল সিনেমা বানাব। আসলে ভাল সিনেমা বানানোর সাহস আর অন্তরের ইচ্ছেটাই আসল। দর্শকের ভালবাসা পাচ্ছি। এটাই নববর্ষের সেরা পাওনা। মাকে ছাড়া আমি নববর্ষ কাটাচ্ছি কিন্তু, বাকি সন্তানরা তাঁদের মাকে সঙ্গে নিয়ে এই সিনেমাটা দেখুক সেটার জন্যই পুরাতন বানিয়েছি। বাড়ির বড়দের যদি ছোটরা একটু উদ্যোগ নিয়ে হলে নিয়ে যায় এর চেয়ে ভাল উপহার আর কী হতে পারে? পুরাতন টান আজও সনাতন...!! এবারে আমার নববর্ষ সেলিব্রেশন শুধুই পুরাতন পুরাতন আর পুরাতন।'
আরও পড়ুন: অতীতের মায়াজালে জড়ানো এক জীবনের গল্প, মা-মেয়ের চিরন্তন সম্পর্কের দলিল পুরাতন
ঋতুপর্ণা আরও বলেন, 'বাঞ্ছারাম থেকে আজ পুরাতনের মিষ্টি লঞ্চ হচ্ছে। এটাও আমাদের কাছে বিরাট প্রাপ্তি। আমূল থেকেও পুরাতনের একটা সুন্দর ঘিবলি বানানো হয়েছে। সবমিলিয়ে নববর্ষটা আমার কাছে যতটা আনন্দের ঠিক ততটাই নিরানন্দের।' কলকাতা-সিঙ্গাপুর মিলিয়ে মিশিয়েই থাকেন ঋতুপর্ণা। প্রবাসে নববর্ষ কেমন পালিত হয়? অভিনেত্রীর সংযোজন, 'সিঙ্গাপুরে তো অনেক বাঙালি আছে। খুব সুন্দরভাবে বাঙালিয়ানার ছোঁয়ায় ওখানে নববর্ষ পালিত হয়।' সবশেষে মজা করে বলেন, 'নববর্ষে আজ রান্নাবান্না থেকে ছুটি। বন্ধুর বাড়ি নিমন্ত্রণ।'
আরও পড়ুন: মহানায়িকার সঙ্গে ঐতিহাসিক সাক্ষাৎ, লিফটের ভিতর সুচিত্রা সেনের সঙ্গে কী কথা হয়েছিল মনীশার?