Riya Ganguly Bollywood Debut: শাকিব খানের পরই সঙ্গী সানি লিওনি-পদ্মিনী, বলিউডে বিগ ব্রেক পেয়েও কেন মন খারাপ রিয়ার?

Riya Ganguly: ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে বলিউডে অভিষেকের আনন্দ ভাগ করে নিলেন অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়। কিন্তু, আনন্দের মাঝেও রয়েছে খানিক বিরহ। কারণ একসঙ্গে দুটি শুটিংয়ের ব্যস্ততা সামলাতে গিয়ে বলিউডের একটা গুরুত্বপূর্ণ চরিত্র ফসকে গেল। তাই অন্য একটি চরিত্রে দেখা যাবে বাংলা মেগার রিয়াকে।

Riya Ganguly: ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে বলিউডে অভিষেকের আনন্দ ভাগ করে নিলেন অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়। কিন্তু, আনন্দের মাঝেও রয়েছে খানিক বিরহ। কারণ একসঙ্গে দুটি শুটিংয়ের ব্যস্ততা সামলাতে গিয়ে বলিউডের একটা গুরুত্বপূর্ণ চরিত্র ফসকে গেল। তাই অন্য একটি চরিত্রে দেখা যাবে বাংলা মেগার রিয়াকে।

author-image
Kasturi Kundu
New Update
riya

বলিউডে বিগ ব্রেক রিয়ার

Riya Ganguly Bollywood Debut: টলিপাড়ার তারকাদের বলিউড জার্নির গল্পটা নতুন নয়। কিন্তু, টেলি সিরিয়াল থেকে সিরিজ, সিনেমা তারপর সোজা পাড়ি বাংলাদেশে। ওপার বাংলা সুপারস্টার শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ। তারপরই উড়ে গেলেন আরবসাগরের পাড়ে মায়ানগরী মুম্বইয়ে। বঙ্গতনয়া রিয়া গঙ্গোপাধ্যায়ের কেরিয়ার গ্রাফটা ঠিক এইরকমই। যেন মনের মতো করে সাজানো বাগানটায় ধীরে ধীরে পছন্দের ফুলগুলো ফুটছে।

Advertisment

উত্তেজনা মিশ্রিত কণ্ঠে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে বলিউডে অভিষেকের আনন্দ জাহির করলেন। কিন্তু, আনন্দের মাঝেও রয়েছে খানিক বিরহ। কারণ একসঙ্গে দুটি শুটিংয়ের ব্যস্ততা সামলাতে গিয়ে বলিউডের একটা গুরুত্বপূর্ণ চরিত্র ফসকে গেল। তাই অন্য একটি চরিত্রে দেখা যাবে বাংলা মেগার রিয়াকে। চরিত্রটির স্ক্রিন টাইম অল্প হলেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। ধীরজ কুমারের 'বিহান' ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ রিয়ার।

বলিউডে বিগ ব্রেক পেয়ে রিয়া জানালেন,  'বলিউডে কাজের সুযোগ পেয়ে আমি সত্যিই আপ্লুত। কাজের সুযোগ পেয়েছি সেটার জন্য অবশ্যই আনন্দ হচ্ছে কিন্তু, অন্য কাজের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় সেখানের সিডিউলের সঙ্গে মুম্বইয়ের সিডিউলটা অ্যাডজাস্ট হল না। এর ফলে ভাল চরিত্রটা হাতছাড়া হয়ে গেল। আসলে বাংলা তো আমার শিকড় তাই বাংলা ছবির সঙ্গে আগে থেকে হওয়া চুক্তি কোনওভাবেই ভাঙতে পারিনি।'

Advertisment

বলিউডের কাজের ধরন নিয়ে রিয়া বলেন, 'ওখানে একদম অন্যভাবে কাজ হয়। প্রতিটি শিল্পীকে তাঁর প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয়। এটাই তো আমাদের একমাত্র চাহিদা। সেটা পেয়ে আমি ধন্য। বলিউডে হাতেখড়ি হল। আগামীতে আরও ভাল কাজের সন্ধানে থাকব। সিনেমা-সিরিজে আরও শক্তিশালী চরিত্রে কাজ করে নিজেকে প্রমাণ করতে চাই।' 

মুম্বই এসে সিরিয়ালেও কাজের প্রস্তাব পেয়েছেন। কিন্তু, রিয়ার দুই সন্তান তো কলকাতায়। তাদের পড়াশোনা রয়েছে। তাই এই মুহূর্তে সুযোগ থাকলেও উপায় নেই। তবে বলিউডে কাজ করে নিজের হিন্দিটাকে আরও ভাল করে ঘষামাজা করে নিচ্ছেন রিয়া। বলিউডের প্রথম ছবিতে কোন কোন তারকার সান্নিধ্যে আসার সুযোগ পেলেন রিয়া? বিহারের একটি ঘটনার প্রেক্ষাপটে বলিউডি ছবিতে দেখা যাবে রিয়া গঙ্গোপাধ্যায়কে।

এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্ররা হলেন সিনিয়র অভিনেত্রী পদ্মিনী কোলহাপুরী, ভিলেনের ভূমিকায় খাকী ১ খ্যাত অভিমন্যু সিংহ। এছাড়াও খুশালি কুমার, প্রিয়াঙ্কা, টেরেন্স লুইস সহ আরও অনেকে। আইটেম গানে রয়েছেন বেবি ডল সানি লিওনি। সাহসের সঙ্গে বলিউডের এই চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন রিয়া। আগামীতে আরও অনেকটা পথ চলার অপেক্ষা। 

আরও পড়ুন 'সব কিছু পিছনে ফেলে...', ২০২৪- এর শেষ সন্ধ্যায় দুই সন্তানকে নিয়ে নতুন বছরের অপেক্ষায় রিয়া

ঢালিউড-বলিউডের পর আর বাংলা সিনেমায় দেখা যাবে রিয়াকে? দৃঢ় কণ্ঠে বলেন, 'নিশ্চয়ই। আমি প্রতি মুহূর্তে যাঁদের দেখে অনুপ্রাণিত হই স্বস্তিকা দি, পরম দা, রাজেশ দা, শাশ্বত দা কেউ তো টলিউডকে গুডবাই করেননি। ওটা আমারও ঘর। সব জায়গায় কাজ করব। দক্ষিণী ছবির জন্যও কথাবার্তা এগচ্ছে। সব ঠিক থাকলে ওখানেও কাজ করব। আপাতত মুম্বইয়ে কাজের সুযোগটা পেলাম। অনেকেরই স্বপ্ন থাকে এখানে এসে কাজ করার। আমিও স্বপ্ন দেখেছিলাম, পূরণ হল। এটাই বিরাট প্রাপ্তি।'

জিৎ চক্রবর্তীর আগামী ছবি 'লটারি জিন্দাবাদ'-এ লেডি সিংহম-এর চরিত্রে দেখা যাবে রিয়া গঙ্গোপাধ্যায়কে। জবরদস্ত পুলিশ অফিসারের ভূমিকায় বাইক চালানো থেকে অ্যাকশন দৃশ্য সর্বত্রই দেখা যাবে রিয়ার কামাল।  ৮ মে থেকে ১৮ মে পর্যন্ত সিকিমে হবে সেই সিনেমার শুটিং।  খরাজ মুখোপাধ্যায়, দেবলীনা দত্ত, রাজেশ শর্মা -সহ অনেকেই রয়েছেন এই ছবিতে।

আরও পড়ুন ব্যক্তিগত জীবনে ঝড়ের মাঝেই 'বরবাদ'-এ বিগ ব্রেক, শাকিব-ইধিকার সঙ্গে বড় পর্দায় 'মিঠিঝোরা'-র রিয়া

bollywood movie Bengali Cinema Bengali Serial Bengali Actress Bengali Film Bollywood News Bengali Film Industry Riya Ganguly