/indian-express-bangla/media/media_files/2025/10/26/cats-2025-10-26-12-39-47.jpg)
শেষযাত্রায় সতীশ
Satish Shah Death: প্রবীণ অভিনেতা সতীশ শাহ, যিনি সারাভাই ভার্সেস সারাভাই ধারাবাহিকে ইন্দ্রবর্ধন সারাভাই চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক খ্যাতি অর্জন করেছিলেন। শনিবার মুম্বইয়ে ৭৪ বছর বয়সে কিডনি বিকল হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চলতি বছরেই তাঁর কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়। কমেডি কিং সতীশ শাহের আকস্মিক মৃত্যুতে টিনসেলটাউনে আছড়ে পড়েছে শোক। তাঁর প্রয়াণে একটি যুগের অবসান ঘটল, সে কথা বলাইবাহুল্য। ইন্ডাস্ট্রির প্রবীণ অভিনেতার অকাল মৃত্যুতে চোখে জল সতীর্থরা। সোশ্যাল মিডিয়া মারফৎ শোকজ্ঞাপন করেছেন কাছের মানুষ-বন্ধুরা।
ফুল দিয়ে সুসজ্জিত অ্যাম্বুলেন্সে শায়িত সতীশ শাহের নিথর দেহ। শীঘ্রই শুরু হবে সতীশ শাহর শেষযাত্রা। প্রয়াত অভিনেতার ছবি দিয়ে তৈরি ব্যানারে ফুলের মালা, গাড়ি এগচ্ছে বাসভবনের দিকে। ইতিমধ্যেই সতীশকে শ্রদ্ধা জানাতে পৌঁছে গিয়েছেন ইন্ডাস্ট্রির স্বনামধন্য ব্যক্তিত্বরা। শেষকৃত্য সম্পন্ন হবে মুম্বইয়ের ভিলে পারলের পবন হংস শ্মশানে।
আরও পড়ুন অসুস্থ স্ত্রীর সেবার জন্য বাঁচার ইচ্ছে, করিয়েছেন কিডনি ট্রান্সপ্লান্টও, সতীশের সিক্রেট ফাঁস সচিনের
অভিনেত্রী রূপালি গাঙ্গুলীর চোখে জল। সহ-অভিনেতা ও সারাভাই ভার্সেস সারাভাই সহশিল্পী সতীশ শাহকে শেষ শ্রদ্ধা জানাতে এসে স্পষ্টতই আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি প্রয়াত অভিনেতার বাসভবনের বাইরে সাংবাদিকদের উদ্দেশে করজোড়ে নমস্কার করেন। অভিনেতা দিলীপ জোশিকেও দেখা যায় সতীশ শাহের বাসভবনে পৌঁছাতে। পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা-প্রযোজক জামনাদাস মজেঠিয়া সতীশের প্রয়াণে গভীর শোকজ্ঞাপন করেন।
অত্যন্ত আপশোসের সঙ্গে বলেন, 'আমি এই খবর শুনে হতবাক। সকাল সাড়ে ১১টার দিকে সতীশজি আতিশের সঙ্গে কথা বলেছিলেন। তারপরই খবর এল যে উনি আর নেই। দুই দিন আগে আমাদের দেখা হওয়ার কথা ছিল। আমি তাঁর বাড়ির নিচেই ছিলাম কিন্তু উনি বললেন ক্লান্ত পরে দেখা হবে। ভাবিনি, আর দেখা হবে না।' এছাড়াও ইতিমধ্যে সতীশকে শ্রদ্ধা নিবেদন করতে পৌঁছেছেন জ্যাকি শ্রফ, সুমিত রাঘবন, রাজেশ কুমার ও পারেশ গনাত্রা, নাসিরুদ্দিন শাহ, ডেভিড ধাওয়ান সহ আরও অনেক।
আরও পড়ুন মনে হচ্ছে নিজের বাবাকে হারালাম-লাভ ইউ ড্যাড! সতীশের প্রয়াণে শোকজ্ঞাপন পর্দার দুই সন্তানের
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us