/indian-express-bangla/media/media_files/2025/10/26/cats-2025-10-26-10-26-24.jpg)
পর্দার বাবার প্রয়াণে শোকস্তব্ধ দুই সন্তান
Satish Shah Tribute: শনিবার দুপুর গড়িয়ে বিকেল হতেই বিনোদুনিয়ায় আছড়ে পড়ল দুঃসংবাদ। কিডনি বিকল হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন 'কমেডি কিং' সতীশ শাহ। দীর্ঘ চার দশকের অভিনয় কেরিয়ারে সতীশ টেলি ইন্ডাস্ট্রির উল্লেখযোগ্য একটি নাম হয়ে উঠেছিলেন। সিরিয়ালের পাশাপাশি সিনেমাতেও তাঁর অবদান অনস্বীকার্য। পর্দায় সতীশের উপস্থিতিতে হাসি ফুটত দর্শকের মুখে। কৌতুক অভিনেতার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ টিনসেলটাউন। ভক্ত ও শুভানুধ্যায়ীরা প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন। সতীশের উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে অত্যন্ত জনপ্রিয় 'সারাভাই ভার্সেস সারাভাই'। কালজয়ী কমেডি সিরিজটি ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত দর্শকের মনোরঞ্জন করেছে। এই সিরিজে সুমীত রাঘবন অভিনয় করেছিলেন ড. সাহিল সারাভাইয়ের চরিত্রে, ইন্দ্রবর্ধন সারাভাইয়ের (সতীশ শাহ) বড় ছেলে হিসেবে।
রিল লাইফ বাবাকে হারিয়ে শোকাচ্ছন্ন সুমীত। শনিবার সন্ধ্যায় সুমীত রাঘবন ইনস্টাগ্রামে একটি আবেগঘন ভিডিও পোস্ট করে প্রয়াত সহ-অভিনেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, আজও দর্শক এই শোয়ের চরিত্রগুলির সঙ্গে নিজেদের মিল খুঁজে পান কিন্তু কেউ বলেন না তাঁদের বাড়িতে এক জন ইন্দ্রবর্ধন সারাভাই আছেন। সুমীত আবেগপ্রবণ কণ্ঠে বলেন, 'ইন্দ্রবর্ধন সারাভাই একজনই আর তিনি হলেন সতীশ কাকা। আজ তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। এই শোয়ের সম্প্রচারের দিন যত বাড়ছিল ততই আমাদের সম্পর্কের বন্ধন মজবুত হচ্ছিল। আমরা যখনই দেখা করতাম ধারাবাহিকের স্টাইলে কথা বলতাম। আজ আমরা হারালাম পরিবারের কর্তা-জ্যেষ্ঠ সদস্যকে। বহুদিন শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করছিলেন। সত্যিই জীবন মাঝে মাঝে খুব নিষ্ঠুর হয়ে যায়।'
আরও পড়ুন তারাদের দেশে মিলিয়ে গেল হাসি, এক নজরে কৌতুক অভিনেতা সতীশের সেরা পাঁচটি কাজ
তিনি আরও বলেন, 'এই পরিবারের জ্যেষ্ঠ পুত্র হিসেবে আমি আপনাদের সকল সমবেদনা গ্রহণ করছি। বিদায়, বাবা! শুভ যাত্রা! পরপারে দেখা হবে।' ক্যাপশনে তিনি লিখেছেন, 'লাভ ইউ সতীশ কাকা… লাভ ইউ ড্যাড… আমরা সবাই তোমাকে ভালোবাসি, মিস করছি ইন্দু… নারদ মুনিইইই।' উল্লেখ করেছেন ধারাবাহিকের মধ্যে সতীশ শাহের চরিত্রকে সকলে মজা করে ‘নারদ মুনি’ বলে ডাকতেন। শুধু সুমীত রাঘবনই নয় সারাভাই পরিবারের ছোট ছেলে রোশেশ সারাভাইয়ের চরিত্রে অভিনয় করা রাজেশ কুমারও ইনস্টাগ্রামে শোকপ্রকাশ করেছেন। সতীশ শাহের মৃত্যুর কয়েক ঘণ্টা পরই তিনি লিখেছিলেন, 'এটা আমার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্ত। এখনও বিশ্বাস করতে পারছি না সতীশজি আর নেই। মনে হচ্ছে যেন নিজের বাবাকে হারিয়েছি।'
আরও পড়ুন মৃত্যুর আগে শাম্মি স্মরণে সতীশ, সোশ্যালে ভাইরাল প্রয়াত অভিনেতার শেষ পোস্ট
তিনি আরও লেখেন, 'হাসি-আনন্দে ভরপুর এক মানুষ। অভিনয়ের জগতে নিজের ছাপ রেখে গেলেন তিনি। এটা আমাদের জন্য এবং ইন্ডাস্ট্রির জন্য এক বিরাট ক্ষতি। ওঁর আত্মার শান্তি কামনা করি।' রাজেশ কুমার সতীশ শাহের পাঠানো একটি সেলফি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, 'এই লুক নিয়ে আমরা কয়েকদিন আগেই কথা বলেছিলাম। বাবা, তুমি মিথ্যে বলেছিলে। বলেছিলে একটু পরে দেখা হবে। ভাবিনি এইভাবে চিরতরে চলে যাবে। তোমাকে খুব মিস করছি। দুঃখিত, আমাদের দেখা হওয়ার সময় পিছিয়ে দিয়েছিলাম। যদি তুমি জানতে…তোমার মতো হাসতে চেষ্টা করব সবসময়।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us