/indian-express-bangla/media/media_files/2025/06/26/salman-khan-ispl-2025-06-26-17-26-05.jpg)
আহত ভাইজান
Salman Khan-Battle Of Galwan: রূপোলি দুনিয়ার তারকাদের চাকচিক্য জীবনে আমজনতার চোখে ঝিলমিল লেগে যায়। কিন্তু, দর্শককে বিনোদন দিতে ক্যামেরার পিছনে তাঁদের কঠোর পরিশ্রম অনেক সময়ই থেকে যায় অন্তরালে। কখনও অ্যাকশন দৃশ্যের শুটিং বা স্টান্ট করতে গিয়ে মারাত্মক বিপদের সম্মুখীন হয়, কখনও আবার কাঠফাটা রোদ বা কনকনে ঠাণ্ডা উপেক্ষা করেই করতে হয় শুটিং। সম্প্রতি লাদাখে কঠিন পরিস্থিতিতে শুটিং করতে গিয়ে চোট পেয়েছেন সলমন খান। আগামী ছবি 'ব্যাটল অফ গালওয়ান'-এর শুটিং-র মাঝেই আহত হয়ে মুম্বই ফিরেছেন ভাইজান।
পিঙ্কভিলাকে প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, লাদাখে শুটিং পুরো টিমের ধৈর্যের সীমা পরীক্ষা করার মতো। সূত্রের খবর, সালমন খান এবং পুরো দলকে মাইনাস ১০ ডিগ্রির কম তাপমাত্রায় শুট করতে হয়েছে। অক্সিজেন স্তর কমে যাওয়া এবং শারীরিক আঘাতের মধ্যেও সলমন কঠিন পরিস্থিতির মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে গিয়েছেন। ৪৫ দিন ধরে চলা এই শুটিংয়ে অ্যাকশন এবং ড্রামাটিক দৃশ্যের শুট হয়েছে। সালমন উপস্থিত ছিলেন ১৫ দিন।
আরও পড়ুন 'মাঝরাতে মদ্যপ অবস্থায় সলমন-সেলিমের...', নেশার ঘোরে কী করেছিলেন কিরণ? মুখ খুললেন অভিনেতা
শুটিং চলাকালীন কিছু ছোটখাটো আঘাত পাওয়ার কারণে অভিনেতা আপাতত অল্প কিছুদিন বিশ্রাম নিচ্ছেন। তারপরই তিনি মুম্বইয়ে পরবর্তী পর্বের শুটিং শুরু করবেন। লাদাখের হাড় কাঁপানো ঠাণ্ডায় টানা শুটিং শেষ করার পর মুম্বইয়ে সলমন খান শুরু করবেন তাঁর বহু প্রতীক্ষিত অ্যাকশন ড্রামা 'ব্যাটল অফ গালওয়ান'-এর শুটিং।
আগামী সপ্তাহে মুম্বইয়ে শুরু হবে ছবির দ্বিতীয় ভাগের কাজ। মিডিয়া রিপোর্ট মোতাবেক, এটি হবে ছবির অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব, যেখানে শুধু টানটান অ্যাকশন দৃশ্যই নয় থাকবে আবেগঘন মুহূর্তও। পরিচালক অপূর্ব লাখিয়া মুম্বইয়ে সম্ভবত ছবির সবচেয়ে হৃদয়গ্রাহী দৃশ্যগুলো শুট করবেন। যদিও ছবি মুক্তির দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন 'বাড়ি ঢুকে সলমনকে খুন করে বোমা মেরে গাড়ি উড়িয়ে দেব', পুলিশের জালে আটক অভিযুক্ত কে?
প্রসঙ্গত, গত জুলাইয়ে আপকামিং মুভি কিং-এর সেটে চোট পেয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই অ্যাকশন থ্রিলারের শুটিংসেটেই ঘটে মারাত্মক দুর্ঘটনা। আরোগ্য কামনা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু, ঘটনার ২৪ ঘণ্টা পেরনোর আগেই প্রকাশ্যে এল সত্যি ঘটনা। কোনওরকম চোটই পাননি কিং খান।
NDTV-এর রিপোর্ট অনুযায়ী, অতীতে বেশ কয়েকবার শুটিং সেটে গুরুতর আঘাত পেয়েছেন শাহরুখ খান। অস্ত্রোপচারও করতে হয়েছে। পুরনো ব্যথার দরুণ নতুন করে যাতে কোনও বেগ পেতে না হয় সেই জন্য নিয়মিত চিকিৎসার মধ্যেই থাকেন শাহরুখ। রুটিন চেকআপের জন্য কিং খান যেমন আমেরিকা যান এবারেও গিয়েছেন। শাহরুখের এক ঘনিষ্ঠ NDTV-কে জানিয়েছেন, 'কিং-এর সেটে শাহরুখের পিঠে আঘাত লাগার খবর একেবারে ভিত্তিহীন।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us