Shah Rukh Khan Health Condition: 'কিং'-এর শুটিং সেটে সত্যিই গুরুতর আহত কিং খান? বিদেশে চিকিৎসাধীন শাহরুখ? সুপারস্টারের আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে শাহরুখের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। শুটিং সেটে শাহরুখ খান আঘাত পাওয়ার দরুণ বিদেশে চিকিৎসাধীন। স্থগিত রাখা হয়েছে কিং-এর শুটিং। শনিবার এই খবর ছড়িয়ে পড়তেই কপালে চিন্তার ভাঁজ ভক্তদের। শাহরুখের দ্রুত সুস্থতা কামনা করেছেন অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া খবর অনুযায়ী, চোটের কারণে মুম্বইয়ের শুটিং ছেড়ে চিকিৎসার জন্য আমেরিকায় উড়ে গিয়েছেন কিং খান। পরে সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান শাহরুখ। সেখানেই নাকি বিশ্রামে থাকবেন বাদশা।
আরও পড়ুন 'আমি খুব চিন্তিত...', শুটিং সেটে আহত শাহরুখ, কিং খানের দ্রুত আরোগ্য কামনা মুখ্যমন্ত্রীর
কিন্তু, ঘটনার ২৪ ঘণ্টা পেরনোর আগেই প্রকাশ্যে এল সত্যি ঘটনা। কোনওরকম চোটই পাননি কিং খান। NDTV-এর রিপোর্ট অনুযায়ী, অতীতে বেশ কয়েকবার শুটিং সেটে গুরুতর আঘাত পেয়েছেন শাহরুখ খান। অস্ত্রোপচারও করতে হয়েছে। পুরনো ব্যথার দরুণ নতুন করে যাতে কোনও বেগ পেতে না হয় সেই জন্য নিয়মিত চিকিৎসার মধ্যেই থাকেন শাহরুখ। রুটিন চেকআপের জন্য কিং খান যেমন আমেরিকা যান এবারেও গিয়েছেন। শাহরুখের এক ঘনিষ্ঠ NDTV-কে জানিয়েছেন, 'কিং-এর সেটে শাহরুখের পিঠে আঘাত লাগার খবর একেবারে ভিত্তিহীন।'
আরও পড়ুন 'কিং'-এর সেটে আহত খোদ কিং খান, কেমন আছেন শাহরুখ? উদ্বিগ্ন ভক্তরা
প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, একটানা বেশ কয়েক বছর স্ট্যান্ট করতে গিয়ে অনেক আঘাত পেয়েছেন। সেই পুরনো চোটের জন্যই এখন নানা রকমের সমস্যা দেখা দিচ্ছে। যার জন্য নিয়মিত চিকিৎসার মধ্যে থাকতে হচ্ছে শাহরুখকে। মিডিয়া রিপোর্ট মোতাবেক, জুলাইয়ের গত সপ্তাহেই আমেরিকার উদ্দেশে রওনা দিয়েছেন। চলতি মাসের শেষে দেশে ফিরবেন শাহরুখ।
আরও পড়ুন আচমকা অসুস্থ হয়ে তড়িঘড়ি হাসপাতালে হৃত্বিকের বাবা, কেমন আছেন রাকেশ রোশন?
তবে কয়েকদিন আগেই পায়ে গুরুতর চোট পেয়েছেন শাহরুখের সহ অভিনেতা রাঘব জুয়েল। তবে একজন পেশাদার অভিনেতার মতো চোটকে সঙ্গী করেই শট দিয়েছেন। বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী, শুটিং সেটে পৌঁছেছিল মেডিক্যাল টিম। কড়া ডোজের ওষুধ খেয়ে শুটিং করেছিলেন রাঘব। শুটিংয়ে যাতে কোনওমস্যা না হয় সেই জন্য যন্ত্রণা সত্ত্বেও শট দিয়েছিলেন অভিনেতা।
আরও পড়ুন রাজুর মৃত্যুর পর বিরাট পদক্ষেপ, স্ট্যান্ট ম্যানদের জন্য বড় ঘোষণা 'খিলাড়ি' অক্ষয়ের