Sandy Saha: ২ মে, বৃহস্পতিবার প্রকাশিত হল ২০২৫-এর মাধ্যমিক ফলাফল। ৬৯ দিনের মাথায় হল ফলপ্রকাশ। ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল চলতি বছর মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ২২ ফেব্রুয়ারি। এবারের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন। এর মধ্যে রেগুলার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন। পাশের হার ৮৬.৫৬ শতাংশ। যা গত বছরের তুলনায় অনেকটাই বেশি। মেধাতালিকার প্রথম দশে রয়েছে ৬৬ জন পরীক্ষার্থী। মাধ্যমিকের রেজাল্ট বেরনোর পর অনেকের অনেক ভাবনার অবসান ঘটে। কারণ অনেকের চিন্তা থাকে অঙ্কে তো ভাল নম্বর পেয়ে পাশ করে যাব, কিন্তু, ইতিহাস-ভূগোলে কী হবে? ঠিক এইরকম ভাবনাই এসেছিল জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহার মনেও।
মাধ্যমিক নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে স্যান্ডি বলেন, 'আমার বরাবরই আর্টস (Arts) নিয়ে পড়ার ইচ্ছে ছিল। মাধ্যমিকে অঙ্কে বেশ ভালই নম্বর পেয়েছিলাম। ৯০ শতাংশের বেশি নম্বর পেয়ে পাশ করেছিলাম। ইতিহাসে প্রচণ্ড ভয় পেতাম। মাধ্যমিকে তো ৫৪ না ৫৫ মতো পেয়েছিলাম। অঙ্ক, ফিজিক্স কেমেস্ট্রি পরীক্ষার দিন হালকা গার্ড পড়েছিল। আর ইতিহাসের দিন মারাত্মক কড়া গার্ড। ঘাড় ঘোরাতে পারিনি। না হলে নম্বরটা আরও একটু ভাল হত। অঙ্কে ভাল নম্বর পেয়েছিলাম বলে উচ্চমাধ্যমিকে পিওর সায়েন্স নিলাম। সেটা অবশ্য সম্পূর্ণ বাড়ির লোকের চাপে। নাহলে আমার তো বাংলা খুব পছন্দের বিষয়। বাংলা সাহিত্য পড়তে ভালবাসি।'
আরও পড়ুন: অঙ্কে ভীতি ছিল? মাধ্যমিকে কত পেয়েছিলেন? 'অঙ্ক কি কঠিন' মুক্তির আগে জানালেন ঊষসী
'ভিডিও বৌমা' ধারাবাহিকে শেষ দেখা গিয়েছে স্যান্ডি সাহাকে। সিরিয়ালের সাফল্য সেলিব্রেট করতে গিয়ে একপ্রকার বিনা দোষে শাস্তি পেয়েছেন এই জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা। এই সিরিয়ালের প্রাক্তন পরিচালক ভিক্টো দাস মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এক নিরীহ মানুষের প্রাণ কেড়েছেন। জল গড়িয়েছে আদালত পর্যন্ত। আর সেই ঘটনার জেরে ধারাবাহিক থেকে বাদ পড়েছেন স্যান্ডি ও ঋ। তাঁরা ঘটনায় ওতোপ্রতভাবে জড়িত না থাকলেও সেলিব্রেশনের অংশ ছিল বলেই কোপ পড়েছে দুজনের উপর। স্যান্ডি সাহাকে চরিত্রটাই পুরোপুরি বাদ দেওয়া হয়েছে ধারাবাহিক থেকে। ঋ-র চরিত্র বাদ দেওয়া হয়নি, তাঁর চরিত্রে অভিনয় করছেন রিমঝিম।
আরও পড়ুন: কার ভরসায় মাধ্যমিক উতরেছিলেন সায়ক? গোপন কথা ফাঁস করলেন জনপ্রিয় ইউটিউবার-অভিনেতা