/indian-express-bangla/media/member_avatars/2024/12/18/2024-12-18t155945930z-whatsapp-image-2024-12-15-at-102343-am.jpeg )
/indian-express-bangla/media/media_files/2025/05/02/a7ntlazJXIU6kIddy4W8.jpg)
বাস্তবে অঙ্ক ভীতি ছিল? মাধ্যমিকে কত পেয়েছিলেন?
Ushasie Chakraborty Mathematics Marks: ২ মে, বৃহস্পতিবার প্রকাশিত হল ২০২৫-এর মাধ্যমিক ফলাফল। ৬৯ দিনের মাথায় হল ফলপ্রকাশ। ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল চলতি বছর মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ২২ ফেব্রুয়ারি। এবারের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন। এর মধ্যে রেগুলার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন। পাশের হার ৮৬.৫৬ শতাংশ। যা গত বছরের তুলনায় অনেকটাই বেশি। প্রথম দশে রয়েছে ৬৬ জন পরীক্ষার্থী। মাধ্যমিক পরীক্ষার সঙ্গে টলিপাড়ার একটা বিশেষ যোগ রয়েছে। কারণ মুক্তির অপেক্ষায় সৌরভ পালৌধি পরিচালিত আপকামিং মুভি 'অঙ্ক কি কঠিন'। এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার জুন আন্টি ওরফে ঊষসী চক্রবর্তী। অঙ্কের প্রতি তাঁর কোনও ভীতি ছিল? মাধ্যমিকে কতই বা পেয়েছিলেন? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর সঙ্গে।
থাইল্যান্ড থেকে ফোনে জানালেন, 'অঙ্কের প্রতি আমার একটা ভীতি বরাবরই ছিল। তবে অঙ্ক পারি না এমনটা নয়। এটা সত্যি যে অঙ্ক কোনওদিনই আমার পছন্দের সাবজেক্ট ছিল না। পড়াশোনার জন্য পড়তে হয়েছিল বলে পড়তাম। অর্থনীতিতে মাস্টার্সের জন্য অঙ্কটা প্রয়োজন ছিল। আর সেই জন্যই বাধ্যতামূলকভাবে পড়েছি। তবে সেই পড়াটার সঙ্গে কোনও ভালবাসা বা ভাললাগা জড়িত ছিল না। মাধ্যমিকের সময়ও ব্যাপারটা সেই রকমই ছিল। অন্য বিষয়গুলো ভালবেসে পড়তাম আর অঙ্কটা বাধ্যতামূলক। মাধ্যমিকে আমি অঙ্কে ৯০ শতাংশ নম্বর পেয়েছিলাম।' প্রসঙ্গত, এই মুহূর্তে থাইল্যান্ডের ক্র্যাবি দ্বীপে ছুটির মুডে ঊষসী। সেখান থেকে 'বিকিনী বেব' অবতারে ছবিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: চলন্ত গাড়িতে কী ভাবে আলুমাখা-টকজল দিয়ে ফুচকা খাবেন? ভিডিও শেয়ার করে টিপস দিলেন ইমন
চোখে রোদচশমা, পরনে রঙিন বিকিনি, মাথায় টুপি। গ্ল্যামারাস লুকে মাত দিয়েছেন অভিনেত্রী। সমুদ্রের পার থেকে একটি নিজস্বী পোস্ট করেছেন। ছবির থেকেও তাঁর ক্যাপশন নিয়ে দর্শকের বেশি আগ্রহ। কারণ তিনি সমালোচকদের জন্য দিয়েছেন একটি বিশেষ কাজ। খোঁচা মেরে কী বার্তা 'জুন আন্টি' ঊষসীর?
সাফ লিখে দিয়েছেন, 'ট্রোলারদের জন্য একটা কাজ দিলাম।' আসলে তিনি যাই করেন তা নিয়েই সমালোচনা হয় বিস্তর। যদিও কোনও সমালোচনাকেই গুরুত্ব দিতে রাজি নন ঊষসী। আপাতত ছুটি উপভোগ করছেন অভিনেত্রী। এই মুহূর্তে রোশনাই ধারাবাহিকে কাজ করছেন ঊষসী চক্রবর্তী।
আরও পড়ুন: দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর পরিবারের সঙ্গে বীচে 'মহানায়ক'! মাঝ সুমদ্রে কেমন হল সেলফি সেশন?