Madhampatty Rangaraj Second Wife: সিনে দুনিয়ায় প্রতিনিয়ত কিছু না কিছু ঘটেই চলেছে। দক্ষিণী অভিনেতা শেফ মধমপট্টি রঙ্গরাজের জীবনেও ঘটেছে এমনই একটি ঘটনা। বিয়ের ঘোষণার কয়েক মুহূর্তের আরও এক চমক। প্রথম সন্তানের আগমনের অপেক্ষা, স্ত্রী স্টাইলিস্ট জয় ক্রিজিল্ডার ছ'মাসের অন্তঃসত্ত্বা! তামিল অভিনেতা শেফ মধমপট্টি রঙ্গরাজের এই পোস্ট এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
আরও পড়ুন 'একটু ভাল কাজ করলেই...', ভাইরাল ভিডিও প্রসঙ্গে সাহেবের সাফাইয়ের পরই মুখ খুললেন সুস্মিতা
২৭ জুলাই, রবিবার সকালে মন্দিরে তাঁদের বিয়ের ছবি শেয়ার করে দাম্পত্যে সিলমোহর দিলেন অভিনেতা। তার কিছুক্ষণের মধ্যেই আরও একটি পোস্টে জানান, তাঁরা নতুন সদস্যের অপেক্ষায় দিন গুনছেন। এই খবর শেয়ার করতেই শুভেচ্ছায় ভাসছেন দম্পতি। একইসঙ্গে শুরু হয়েছে নতুন বিতর্কও। রঙ্গরাজের প্রথম স্ত্রী শ্রুতি রঙ্গরাজের দাবি এখনও তাঁদের আইনি বিচ্ছেদ হয়নি।
আরও পড়ুন সায়কের শুভপরিণয় সুসম্পন্ন! সাত পাকের বন্ধনে অভিনেতা-ইউটিউবার, পাত্রী কে?
প্রসঙ্গত, স্বামী-স্ত্রীর ছবি পোস্ট করে মধমপট্টি রঙ্গরাজের নববধূ জয় ক্রিজিল্ডার লিখেছেন, মিস্টার অ্যান্ড মিসেস রঙ্গরাজ। অপর একটি পোস্টে মিসেস রঙ্গরাজ লেখেন, '২০২৫-এ আমাদের সন্তান আসছে। আমরা অন্তঃসত্ত্বা, ছ'মাসের প্রেগন্যান্ট।' বিয়ে ঘোষণার কয়েক মিনিট পরই প্রেগন্যান্সির খবর দিতেই ভক্তদের মাঝে তুমুল উত্তেজনা একইসঙ্গে হয়ে উঠেছে আলোচনার বিষয়। অনেকেই জানতে চাইছেন প্রথম স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদ না করেই কি নতুন বিয়ে সম্ভব?
আরও পড়ুন চুপিসারে সিঙ্গল টু মিঙ্গল, গোপনে কেন বিয়ের সিদ্ধান্ত জনপ্রিয় টেলি অভিনেত্রী রূপালির?
এই বিষয়ে অবশ্য এখনও কোনও প্রতিক্রিয়া দেননি নবদম্পতি। রঙ্গরাজের প্রথম স্ত্রী শ্রুতি রঙ্গরাজ পেশায় একজন আইনজীবী। শ্রুতির দাবি, এখনও তাদের বিবাহবিচ্ছেদ আইনি ভাবে চূড়ান্ত হয়নি। তাঁরা এখনও আইনের দৃষ্টিতে স্বামী-স্ত্রী। শ্রুতির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখনও রঙ্গরাজের সঙ্গে তাঁর ছবি ও বায়োতে লেখা 'মধমপট্টি রঙ্গরাজের স্ত্রী'। দুই সন্তান ও স্বামীর সঙ্গে নিয়মিত ছবি শেয়ার করতেন।
আরও পড়ুন ভরা বর্ষায় বাজল বিয়ের সানাই! সিঁদুরে রাঙা সিঁথি, ছাদনাতলায় স্বামীকে সোহাগ জনপ্রিয় বাঙালি অভিনেত্রীর