/indian-express-bangla/media/media_files/2025/10/25/qer2e-2025-10-25-16-18-17.jpg)
প্রয়াত সতীশ
Satish Shah Dies: সপ্তাহান্তে চরম দুঃসংবাদ। বিনোদন জগৎ-এ ফের মৃত্যু সংবাদ। প্রয়াত সারাভাই ভার্সেস সারাভাই খ্যাত জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। সারাভাই ভার্সেস সারাভাই-তে অভিনয়ের পর দর্শকমহলে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সর্বাধিক খ্যাতি এনে দিয়েছিল এই মেগাই। অশোক পণ্ডিত ইনস্টাগ্রামে অভিনেতার মৃত্যু সংবাদ নিশ্চিত করে শোকজ্ঞাপন করেছেন। দীর্ঘদিনের সহকর্মীকে হারিয়ে ভেঙে পড়েছেন অশোক।
প্রয়াত বন্ধু-অভিনেতা সতীশের ছবি শেয়ার করে লিখেছেন, 'অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় বন্ধু এবং প্রতিভাবান অভিনেতা সতীশ শাহ কিডনি বিকলের কারণে কয়েক ঘণ্টা আগে প্রয়াত হয়েছেন। তাকে তড়িঘড়ি হিন্দুজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এটি আমাদের ইন্ডাস্ট্রির জন্য এক বিরাট ক্ষতি। ওম শান্তি। তাঁর দেহ ব্যান্দ্রার বাসভবনে আনা হবে। শেষকৃত্যের বিষয়ে পরে জানাব। এটি আমাদের শিল্পজগতের জন্য এক বিশাল ক্ষতি। আমি সতীশের সঙ্গে অনেক কাজ করেছি। তিনি অসাধারণ একজন মানুষ।”
আরও পড়ুন 'আবার ফিরে আসুন...', পীযূষের মর্মান্তিক মৃত্যুর ১০ বছর পর স্মৃতিমেদুর সহ অভিনেত্রী মৈত্রেয়ী
এককালীন জনপ্রিয় ধারাবাহিক সারাভাই ভার্সেস সারাভাই-এ তাঁর হাস্যরসাত্মক চরিত্রের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। এছাড়াও জানে ভি দো ইয়ারো, হাম সাথ সাথ হ্যায়, কাল হো না হো, ম্যায় হুঁ না–র মতো বহু ছবিতেও তাঁর কৌতুকাভিনয় দর্শকদের মন জয় করেছিল। সারাভাই ভার্সেস সারাভাই তাঁকে একেবারে ঘরের ছেলে করে তুলেছিল এবং এই মেগা এক দশকেরও বেশি আগে শেষ হলেও দর্শকের হৃদয়ে আজও গেঁথে রয়েছে।
আরও পড়ুন সাগরমুখী বিলাসবহুল বাড়ির স্বপ্নপূরণ, এক ঝলকে জাহির-সোনাক্ষীর নতুন ঠিকানার অন্দরমহল
সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন (CINTAA) এক্স হ্যান্ডেলে সতীশের মৃত্যুতে শোকবার্তায় লিখেছে, 'CINTAA গভীর শোক প্রকাশ করছে সতীশ শাহজির (সদস্য ১৯৮৫ সাল থেকে) প্রয়াণে।' প্রবীণ কৌতুক অভিনেতা জনি লিভারও স্মৃতিচারণা করে লিখেছেন, 'অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা এক মহান শিল্পী ও আমার ৪০ বছরেরও বেশি সময়ের প্রিয় বন্ধুকে হারিয়েছি। বিশ্বাসই হচ্ছে না যে দুই দিন আগেই ওঁর সঙ্গে কথা বলেছি। সতীশ ভাই, আপনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন। চলচ্চিত্র ও টেলিভিশনের জগতে আপনার অবদান কখনও ভোলা যাবে না।' লাস্ট বাট নট ইন লিস্ট ২০১৭ সালে সারাভাই ভার্সেস সারাভাই-এর পুনরায় নির্মিত সংস্করণে অভিনয় করেছিলেন।
আরও পড়ুন ঝালমুড়ি থেকে স্ন্যাক্স-মেইন কোর্স থেকে রকমারি মিষ্টি-পানীয়, দেশি-বিদেশি পদে জমজমাট মৌনীর রেস্তোরাঁ
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us