SRK King Teaser: জন্মদিনে শাহরুখের মারকাটারি লুক! রক্তাক্ত মুখ-সোনালি চুল-তীক্ষ্ন দৃষ্টি, দেখুন 'কিং' মুভির আগুন ঝরানো টিজার

Shah Rukh Khan-King: শাহরুখের জন্মদিনে ভক্তদের অনেকেই আশা করেছিলেন কিং-এর ফার্স্ট লুক প্রকাশ্যে আসতে পারে। অবশেষে সেই ইচ্ছেপূরণ। শাহরুখের ৬০ তম জন্মদিনে মুক্তি পেল বহুপ্রতিক্ষীত কিং-এর টিজার।

Shah Rukh Khan-King: শাহরুখের জন্মদিনে ভক্তদের অনেকেই আশা করেছিলেন কিং-এর ফার্স্ট লুক প্রকাশ্যে আসতে পারে। অবশেষে সেই ইচ্ছেপূরণ। শাহরুখের ৬০ তম জন্মদিনে মুক্তি পেল বহুপ্রতিক্ষীত কিং-এর টিজার।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
wde32e32

কিং-এর ঝলক

King Teaser: ২০২৪ থেকে ২০২৫, এই একটা বছরে বিরাট কোনও ধামাকা নিয়ে হাজির হননি শাহরুখ। তবে আগামীতে যে তুফান তোলার প্রস্তুতি নিচ্ছেন সেই ইঙ্গিত দিয়েছিলেন বলিউডের বাদশা। সৌজন্যে সিদ্ধার্থ আনন্দের আপকামিং মুভি কিং। ২০১৮-তে জিরো বক্স অফিসে মুখ থুবরে পড়তেই লম্বা বিরতি নিয়েছিলেন শাহরুখ। ২০২৩-এ সিদ্ধার্থ আনন্দের 'পাঠান'-এ গ্র্যান্ড কামব্যাকের পর অ্যাটলির 'জওয়ান'-এ ঝড় তোলেন শাহরুখ। জওয়ানের জন্য ৩৩ বছরের কেরিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কারও পেয়েছেন। দুবছরের ব্যবধানে ফের পরিচালক-অভিনেতা জুটির আরও এক ধামাকার অপেক্ষা। ইতিমধ্যেই প্রকাশ্যে তার প্রথম ঝলক। শাহরুখের ৬০তম জন্মদিনে আনুষ্ঠানিকভাবে হয়ে গেল পরবর্তী ছবির নাম ‘কিং’-এর ঘোষণা। ছবির নামের সঙ্গে তাঁর উপাধি ‘কিং খান’-এর সঙ্গে সঙ্গতিপূর্ণ।

Advertisment

একেবারে নতুন লুকে ছক্কা হাঁকালেন শাহরুখ। কয়েক সেকেণ্ডের টিজারে ছোট, সোনালি চুলে শাহরুখকে দেখে ফ্ল্যাট ভক্তরা। জাহাজের ক্যাসিনোতে একের পর এক শত্রুনিধন! রক্তাক্ত মুখ, দাঁতের ফাঁকে ধরে আছেন 'কিং' নামাঙ্কিত কার্ড। যার মাধ্যমেই ছবির নামে পড়ল সিলমোহর। পরিচালক সিদ্ধার্থ আনন্দ প্রতিশ্রুতি দিয়েছেন এই ছবিতে দর্শক দেখবেন 'এক নতুন শাহরুখ খান'-কে।

আরও পড়ুনআমির-সলমন মুখ ফেরাতেই ভরসা শাহরুখ, প্রথম সাক্ষাতে বলিউডের কিং-কে 'কুৎসিত' তকমা হেমার

Advertisment

শাহরুখ নিজেও তাঁর সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'Sau deshon mein badnaam, duniya ne diya sirf ek hi naam #KING #KingTitleReveal It’s Showtime!In Cinemas 2026.' যার বাংলা তর্জমা করলে হয়, ছবিটি আগামী বছর মুক্তি পেতে চলেছে। সিদ্ধার্থ আনন্দও তাঁর এক্স হ্যান্ডলে ভিডিওটি শেয়ার করে শুধু একটি শব্দ লিখেছেন 'King।' প্রসঙ্গত, তিনি বহুবার ছবির নাম নিয়ে ইঙ্গিত দিচ্ছিলেন। টানা এক সপ্তাহ ধরে প্রতিদিন একটি শব্দে একটি বাক্য গঠন করেছিলেন, 'Remember there is only one King.'

আরও পড়ুন শাহরুখ-কাজলের অন স্ক্রিন রোম্যান্স নিয়ে সেটে ফিসফাঁস, DDLJ-এর শুটিংয়ের সিক্রেট ফাঁস 'ছুটকি' পূজার

‘কিং’ প্রযোজনা করছে শাহরুখ ও গৌরী খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, সঙ্গে রয়েছে জিও স্টুডিওস। সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোন, অভয় ভার্মা, অরশাদ ওয়ারসি, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত এবং রাঘব জুয়েলকে। প্রথমবার শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন মেয়ে সুহানা খান। ইন্ডাস্ট্রির কানাঘুষো, রানি মুখোপাধ্যায়, অনিল কাপূর, জ্যাকি শ্রফ, সৌরভ শুক্লা, অক্ষয় ওবেরয় ও করনভীর মালহোত্রাও থাকবেন।

আরও পড়ুন 'খাওয়ার কথা ছিল চিকেন কিন্তু খেয়ে ফেললেন...', শাহরুখের সিক্রেট ফাঁস করলেন 'রঈস' পরিচালক রাহুল

SRK Birthday Shah Rukh khan