/indian-express-bangla/media/media_files/2025/11/02/weer-2025-11-02-11-22-42.jpg)
শাহরুখের সিক্রেট ফাঁস
Shah Rukh Khan: ২ নভেম্বর পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে ৬০ তম জন্মদিন উদযাপনে ব্যস্ত বলিউডের কিং শাহরুখ খান। তাঁর জন্মদিন উপলক্ষ্যে SCREEN-কে দেওয়া এক সাক্ষাৎকারে 'রঈস'-এর পরিচালক রাহুল ঢোলাকিয়া বাদশার অভিনয়শৈলি ও কাজের নীতি খোলামেলা কথা বলেন। সেই সঙ্গে একটি মজার ঘটনাও শেয়ার করেন। এই সিনেমার শুটিংয়ে টিম চেয়েছিল তিনি একটি দৃশ্যে 'ফ্যান্সি চিকেন' খাবেন, কিন্তু তিনি অত্যন্ত সন্তর্পণে বেছে নিয়েছিলেন একেবারে দেশি হোমমেড মটন!
রাহুল যখন রঈস-এ শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলছিলেন, তিনি বলেন, 'ওঁর সঙ্গে কাজ করার দারুণ একটা অভিজ্ঞতা ছিল, ভীষণ মজা হয়েছিল, খুব মনোযোগী ও তীক্ষ্ণ, একজন অভিনেতা হিসেবে প্রচুর পরিশ্রম করে। যে কোনও পরিস্থিতির জন্য সব সময় প্রস্তুত থাকে। এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে, সম্পূর্ণভাবে চরিত্রের জন্য নিজেকে সঁপে দেয়।'
আরও পড়ুন ৬০-তম জন্মদিনে জমজমাট সেলিব্রেশন, এক ঝলকে শাহরুখের বার্থ-ডের পার্টির রঙিন মুহূর্ত
পরিচালক আরও যোগ করেন, 'ওঁর সঙ্গে কাজ করা ছিল একেবারে যৌথ অভিজ্ঞতা যা আমি কোনওদিন ভুলব না। সব বিষয়ে ওয়াকিবহাল, বিশেষ করে মদ সম্পর্কিত আইন, প্রহিবিশন ইত্যাদি বিষয়ে। পুরনো সিনেমার রেফারেন্সগুলো ওর মাথায় থাকে। প্রচুর পড়াশোনা করে তাই কাজ করা ওঁর জন্য অনেক সহজ হয়।' প্রথম স্ক্রিপ্ট ন্যারেশনের কথাও শেয়ার করেন রাহুল যা হয়েছিল শাহরুখের মন্নতে।
/indian-express-bangla/media/post_attachments/1143078f-185.jpg)
তিনি বলেন, 'আমি মন্নতে গিয়ে ওকে গল্প শোনাচ্ছিলাম। ইন্টারভ্যাল পয়েন্টে ও হঠাৎ অনেক প্রশ্ন করতে শুরু করল। আমি ভাবছিলাম, এত প্রশ্ন কেন করছে! তখনই ও আমার মনের কথা বলে ফেলল, 'আমি তো এই ছবি করতে রাজি তাহলে এখনই সব প্রশ্ন করে নিই।' তখন বললাম, একটা সংলাপ আছে যা একেবারে ওঁর ব্যক্তিত্বের সঙ্গে যায়-Baniye ka dimaag, Miya Bhai ki daring'।
আরও পড়ুন শাহরুখ-কাজলের অন স্ক্রিন রোম্যান্স নিয়ে সেটে ফিসফাঁস, DDLJ-এর শুটিংয়ের সিক্রেট ফাঁস 'ছুটকি' পূজার
রাহুল আরও বলেন, ' মিটিংয়ের শুরু থেকে শেষ, ও একবারও মনোযোগ হারায়নি না ফোনে না মেসেজে। ও যেভাবে অন্যকে সময় দেয় সেটা সত্যেই অসাধারণ। খুব সম্মান করে, সময়ের কদর করতে জানে। স্ক্রিপ্ট আলোচনা চলাকালীন নোট নেয় ঠিক একজন ছাত্রের মতো। আর এটাও সত্যি ছবি করতে রাজি হোক বা না হোক নিজে গেট পর্যন্ত এগিয়ে দেয়।' পরিচালক জানান, শাহরুখের সিডিউল পেতে অপেক্ষা করতে হয়েছিল পাক্কা দুই বছর।
সেই প্রসঙ্গে বলেন, 'ও তখন চেন্নাই এক্সপ্রেস আর হ্যাপি নিউ ইয়ারের কাজ শেষ করছিল। আমি ২০১৩-তে ওঁর সঙ্গে দেখা করেছিলাম কিন্তু শুটিং শুরু হয় ২০১৫-তে। প্রথম সিডিউলের পরেও সাত মাসের বিরতি ছিল। কিন্তু প্রতিটি মিনিটের অপেক্ষা সার্থক হয়েছে। প্রতিটি দৃশ্যে চমকে দিয়েছে। একটা দৃশ্য ছিল ও আর জীশান আয়ুব একটা ধাবায় বসে খাওয়াদাওয়া করছে। ওখানে ওকে মটন খেতে হতো। কিন্তু, আমাদের বলা হয়েছিল ও মটন খাবে না। ওঁর জন্য ওবেরয় থেকে চিকেন আসবে। আমি দুটোই নিয়ে এলাম, ওবেরয়ের ফ্যান্সি চিকেন আর আমার বাড়ির মটন হাড়সমেত। কিন্তু দৃশ্যটা তখনই পারফেক্ট হল যতক্ষণ না ও মটনটা খেলো যেভাবে ওই চরিত্রের খাওয়ার কথা।'
/indian-express-bangla/media/post_attachments/ce6672c9-86b.jpg)
রাহুলের কথায়, 'ও মাটনটা এমনভাবে খেলো, হাড় চুষছিল একেবারে মিঞা ভাইয়ের মতোই। দৃশ্যটা যেন হঠাৎই জীবন্ত হয়ে গেল। ওটাই ছিল আসল মুহূর্ত, যা দৃশ্যটাকে বাস্তব করে তুলেছিল। একটা ছোট্ট খাবারের সিদ্ধান্তও শাহরুখের পেশাদারিত্ব আর চরিত্রের প্রতি দায়বদ্ধতা কতটা গভীর তারই প্রমাণ।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us