Aged Actor-Actress Comeback In Bengali Movies: কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতিটা যেন ঠিক সেই রকমই। এই মুহূর্তে একাধিক বাংলা ছবির কেন্দ্রীয় চরিত্র ইন্ডাস্ট্রির বর্ষীয়ান তারকারা। শর্মিলা ঠাকুর থেকে মৌসুমী চট্টোপাধ্যায়, রাখি গুলজার থেকে মিঠুন চক্রবর্তীর মতো তাবড় তারকারা লেটেস্ট বাংলা সিনেমার 'প্রাণ'। ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ও প্রযোজিত ছবি 'পুরাতন'-এর কেন্দ্রীয় চরিত্র শর্মিলা ঠাকুর। ২৫ এপ্রিল মুক্তিপ্রাপ্ত আড়ি-র মুখ্য ভূমিকায় আরও এক বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। অন্যদিকে ১ মে মুক্তি পাবে শ্রীমান ভার্সেস শ্রীমতি। সেখানেও প্রধান আকর্ষণ মহাগুরু মিঠুন চক্রবর্তী। লাস্ট বাট নট ইন লিস্ট শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের আপকামিং মুভি আমার বস-র 'বস' বর্ষীয়ান অভিনেত্রী রাখি গুলজার। বাংলা সিনেমায় বর্ষীয়ান তারকারদের প্রত্যাবর্তন ছবির গুণগত মান বৃদ্ধি করে সে কথা বলাইবাহুল্য়। একইসঙ্গে আরও একটি কথা অস্বীকার করার উপায় নেই, বাংলা সিনেমায় যেন নতুন প্রাণ সঞ্চার হচ্ছে।
আরও পড়ুন: 'এখনও বুড়ি হইনি...', যশ-নুসরতের 'আড়ি'-র প্রিমিয়ারে জমজমাট জন্মদিন সেলিব্রেশন মৌসুমীর
আমার বস-এ রাখি গুলজার
অভিনয় থেকে নিজেকে একপ্রকার গুটিয়ে ফেলেছিলেন রাখি। দীর্ঘ ২০ বছর পর উইন্ডোজ প্রযোজনা সংস্থার মাধ্যমে যেন জীবনের নতুন একটা দ্বার উন্মোচন হল। আমার বস-ছবিতে শিবপ্রসাদের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন রাখি গুলজার। বর্তমান পরিস্থিতিতে এই ধরনের ছবি খুবই প্রাসঙ্গিক বলে মনে করেন তিনি। কাজের ব্যস্ততার মাঝে মা-বাবাদের প্রতি দায়িত্ব পালনের বার্তা দেওয়ার সুযোগ রয়েছে এই ছবিতে। সেই জন্যই লম্বা বিরতির পর আমার বস-এ কাজ করতে রাজি হয়েছেন কিংবদন্তী অভিনেত্রী রাখি গুলজার। এই গ্র্যান্ড কামব্যাকে খুশির হাওয়া ভক্তমহলে।
পুরাতনে শর্মিলা ঠাকুর
ঋতুপর্ণা সেনগুপ্ত প্রযোজিত ছবি পুরাতন। এই ছবির হাত ধরে বাংলা সিনেমায় প্রত্যাবর্তন ঘটেছে শর্মিলা ঠাকুরের। আরাধনা ছবিতে এক যুবতীর মায়ের চরিত্রে অভিনয় করে দর্শকের মনে দাগ কেটেছিলেন শর্মিলা। আর পুরাতন-এ বর্ষীয়ান অভিনেত্রীর অনবদ্য অভিনয় যেন ছবিতে যোগ করেছে নতুন মাত্রা। প্রযোজক ঋতুপর্ণা বারবার বলেছেন, ওঁদের মতো বর্ষীয়ান অভিনেত্রীদের সঙ্গে কাজের সুযোগ পাওয়াটা বিরাট প্রাপ্তি। তাঁর মতে, এটি দর্শকের জন্য 'উপহার' ও বটে।
শ্রীমান ভার্সেস শ্রীমতীতে মিঠুন চক্রবর্তী
মুক্তির অপেক্ষায় শ্রীমান ভার্সেস শ্রীমতী। এই ছবিতে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। উল্লেখ্য, ইন্ডাস্ট্রিতে বর্ষীয়ান সেলেবদের অভিনয়ের ট্রেন্ড তো মহাগুরুই শুরু করেছেন। আজকের প্রজন্মের বহু সেলেব রয়েছেন যাঁরা মা-বাবার চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলে মুখ বেঁকিয়ে না বলে দেয়। সম্ভবত, সেই কারণেই আজও বর্ষীয়ান তারকাদের সিনেমায় প্রত্যাবর্তনের সুযোগ রয়েছে। উল্লেখ্য, রাজ চক্রবর্তী পরিচালিত সন্তান ছবিতেও অভিনয় করেছেন মিঠুন। তাঁর মতো কিংবদন্তী শিল্পীর সঙ্গে কাজ করা পরিচালক হিসেবে পরম প্রাপ্তি বলে দাবি করেছিলেন রাজ।
আড়িতে মৌসুমী চট্টোপাধ্যায়
২৬ এপ্রিল মৌসুমী চট্টোপাধ্যায়ের জন্মদিন। তার আগে আড়ি-র প্রিমিয়ারে কেক কেটে বার্থডে সেলিব্রেট করলেন বর্ষীয়ান অভিনেত্রী। যদিও তাঁর মতে, 'আমি এখনও বুড়ি হইনি।' যশ-নুসরতের লেটেস্ট মুভি আড়িতে মায়ের চরিত্রে অভিনয়ের মাধ্যমে অনেকদিন পর শুটিং ফ্লোরে প্রত্যাবর্তন মৌসুমী চট্টোপাধ্যায়ের। এছাড়াও রক্তবীজ ২-এ অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। অঞ্জন দত্ত, পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো তারকারাও এখনও দাপটের সঙ্গে ইন্ডাস্ট্রির মাটি কামড়ে অভিনয় করে চলেছেন।
আরও পড়ুন: বিনা পারিশ্রমিকে কাজ করেছি, যে টোকেন মানি পেতাম সেটা ওয়াকার্সদের মধ্যে বিলিয়ে দিতাম: রাখি গুলজার