Simple Kaul-Rahul Loomba Divorce: 'এতগুলো বছর আমরা...', দাম্পত্যের একযুগ পেরিয়ে বিচ্ছেদ ঘোষণা অভিনেত্রীর

Simple Kaul-Rahul Loomba Separation: দীর্ঘ ১৩-১৪ বছরের দাম্পত্যে ইতি। পথ আলাদা হল অভিনেত্রী সিম্পল কৌল-রাহুল লুম্বার। জেনে নিন বিস্তারিত।

Simple Kaul-Rahul Loomba Separation: দীর্ঘ ১৩-১৪ বছরের দাম্পত্যে ইতি। পথ আলাদা হল অভিনেত্রী সিম্পল কৌল-রাহুল লুম্বার। জেনে নিন বিস্তারিত।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
divorce

দাম্পত্যে ইতি

Simple Kaul-Rahul Loomba: টিনসেল টাউনের অন্দরে যেন শুধুই বিচ্ছেদ আর বিচ্ছেদ! সম্প্রতি বলিউড অভিনেতা গোবিন্দা আর সুনীতা আহুজের বিবাহবিচ্ছেদ নিয়ে চর্চা ছিল একেবারে তুঙ্গে। যদিও সেই জল্পনায় জল ঢেলে গণেশ চতুর্থীতে একফ্রেমে ধরা দিয়েছেন তারকা দম্পতি। সেই পর্ব মিটতেই  ১৭ বছরের সংসার ভাঙল সঙ্গীতশিল্পী রাহুল দেশপান্ডের।  স্ত্রী নেহা নিজেই সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের খবর জানিয়েছেন। তাঁদের একটি কন্যা সন্তান রয়েছে। তাই সিদ্ধান্ত নিতে তাঁদের একটু অসুবিধা হচ্ছিল। ফের বিনোদুনিয়ায় ডিভোর্সের খবর। দীর্ঘ ১৩-১৪ বছরের দাম্পত্যে ইতি টানলেন অভিনেত্রী সিম্পল কৌল। 

Advertisment

বুধবার অভিনেত্রী জানিয়েছেন, ব্যবসায়ী স্বামী রাহুল লুম্বার সঙ্গে ১৩-১৪ বছরের দাম্পত্যের পর আলাদা হচ্ছে দু'জনের পথ। Etimes-কে দেওয়া সাক্ষাৎকারে সিম্পল কৌল বলেন, 'সম্প্রতি এই সিদ্ধান্ত আমরা দুজনে গ্রহণ করেছি। পরিণত মস্তিকের চিন্তাভাবনা দিয়েই সিদ্ধান্ত নিয়েছি। আমরা এখনও একটি পরিবারের মতোই বা তার থেকেও অনেকটা বেশি। সত্যিই আমি এখনও বিশ্বাস করতে পারছি না। কারণ এতগুলো বছর আমরা একসঙ্গে থেকেছি। মানুষটাকে চিনি।'

আরও পড়ুন বিচ্ছেদের পরও সব্যসাচীকে ভুলতে পারছেন না! সিঁথিতে সিঁদুর উঁকি দিতেই কটাক্ষের শিকার সুস্মিতা

Advertisment

২০২১ সালের সিরিজ 'জিদ্দি দিল মানে না'-তে শেষবার দেখা গিয়েছিল সিম্পলকে। তিনি ২০১০ সালে রাহুলকে বিয়ে করেন। বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে বলেন, 'এই মুহূর্তে আমার কী অনুভূতি হচ্ছে তা ভাষায় বোঝাতে পারছি না। আমি আবার ঘুরে দাঁড়াব। সময় লাগবে, কিন্তু সেটা হবেই।' 

আরও পড়ুন শেষ মুহূর্তে ফের সমস্যার বেড়াজালে 'দ্য বেঙ্গল ফাইলস', পিছিয়ে গেল বিবেকের 'বিতর্কিত' ছবি মুক্তির দিন

রাহুল কর্মসূত্রে প্রয়াই শহরের বাইরে থাকেন। তাই বিবাহিত জীবনে অনেকটা দূরত্ব ছিল। অন্য এক সাক্ষাৎকারে 'শরারত' অভিনেত্রী উল্লেখ করেছেন, এই বিবাহবিচ্ছেদ সম্পূর্ণভাবে পারস্পরিক সিদ্ধান্ত। টিভি শো 'শরারত: থোড়া জাদু', 'থোড়ি নজাকত', 'তারক মেহতা কা উল্টা চশমা', 'জিনি অউর জুজু' এবং 'ওয়ে জেসি'-তে দেখা গিয়েছে। 

আরও পড়ুন 'গণেশ চতুর্থীর দিনই...', গোবিন্দা-সুনীতার ৩৮ বছরের দাম্পত্যে ইতি! কী জানালেন অভিনেতার আইনজীবী?

hindi serial Hindi Television