/indian-express-bangla/media/media_files/2025/10/30/cats-2025-10-30-12-54-37.jpg)
কাউন্টডাউন শুরু
Smriti Mandhana Palash Muchhal: প্রেমের টানে আরও একবার ভালবাসার বন্ধনে বাঁধা পড়তে চলেছে বিনোদন আর খেলার দুনিয়া। পরস্পরকে ভালবেসে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সংগীত পরিচালক পলাশ মুছল ও ভারতীয় ক্রিকেটার স্মৃতি মন্ধনা। টাইমস এন্টারটেইনমেন্ট-এর রিপোর্ট অনুযায়ী, আগামী নভেম্বরেই গাঁটছড়া বাঁধছেন প্রেমিক যুগল। চলতি বছরের চর্চিত বিষয়গুলোর মধ্যে পলাশ-স্মৃতির বিয়ের জল্পনা এখন হট কেক। মিডিয়া রিপোর্ট মোতাবেক, ২০ নভেম্বর স্মৃতির জন্মভূমি মহারাষ্ট্রের সাংলিতে শুরু হচ্ছে প্রাক বিবাহ অনুষ্ঠান। ২০১৯ সালে শুরু হয় পলাশ-স্মৃতির প্রেমের জার্নি। ভালবাসার পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় সম্পর্কে সিলমোহর দিয়েছেন সেলেহ কাপল।
বিয়ের জল্পনা উসকে সম্প্রতি মজার ছলে পলাশ বলেছেন, শীঘ্রই ইন্দোরের বউ হতে চলেছেন স্মৃতি। ভক্তদের মধ্যে এই বিয়ে ঘিরে প্রবল উচ্ছ্বাস। তাঁরা বিয়ের বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী তবে পালাশ এখনই কিছু প্রকাশ্যে আনতে নারাজ। স্মৃতির নিজের শহরেই শুরু হবে উদযাপন। যদিও জন্মেছিলেন মুম্বইয়ে, তবে বড় হয়েছেন সাংলিতে। মাত্র দুই বছর বয়সে পরিবারের সঙ্গে সাংলিতে আসেন স্মৃতি। সেখানের মাধবনগর এলাকায়ই তাঁর পড়াশোনা। জানা যাচ্ছে, পলাশ ও স্মৃতির পরিবার দুতরফেই জমকালো বিয়ের আয়োজনের প্রস্তুতি শুরু করবে। যেখানে সংগীত ও ক্রিকেটের জগত হবে মিলেমিশে একাকার।
আরও পড়ুন 'এবার আইনি ব্যবস্থা নেব', জয়ের সঙ্গে বিচ্ছেদচর্চার মাঝে হুঁশিয়ারি মাহির
ভারতের অন্যতম সেরা মহিলা ক্রিকেটারের সঙ্গে এক প্রতিভাবান সুরকারের মিলন দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষারত জুটির অনুগামীরা। পলাশের বোন পলক মুছলও বিয়ের ইঙ্গিত দিয়েছেন। যদিও তিনি কোনও সুনির্দিষ্ট তথ্য প্রকাশ্যে আনেননি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে স্মৃতির প্রশংসায় পঞ্চমুখ পলক। তিনি বলেন, 'যে সম্পর্কগুলোর সঙ্গে সবচেয়ে বেশি আবেগে জড়িয়ে তার মধ্যে একটি হল স্মৃতির সঙ্গে আমার সম্পর্ক। ও খুব ভাল মানুষ। আমরা দু'জন খুব ঘনিষ্ঠ। ওঁর জন্য আমি গর্বিত, একজন মানুষ একজন নারী এবং একজন শিল্পী হিসেবে। খুব অল্প সময়ে অনেক কিছু অর্জন করেছে। পরিবারকে ভালবাসে আর সম্পর্ককে খুব গুরুত্ব দেয়।' পলক আরও জানান, 'স্মৃতি সংগীতপ্রেমীও ও গান ভীষণ ভালোবাসে। ও প্রায়ই আমার কাছে গান শোনার অনুরোধ করে'।
আরও পড়ুন ঢাকে কাঠি পড়তেই বাজল বিয়ের সানাই, নতুন পথ চলা শুরু সেলেনা গোমেজ-বেনি ব্ল্যাঙ্কোর
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us