New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/20/cats-2025-07-20-17-02-59.jpg)
সাপের সঙ্গে সোনু সুদ
Sonu Sood Video: রবিবাসরীয় ছুটির দিনে এক মারাত্মক কণ্ড ঘটালেন অভিনেতা। মুম্বইয়ে নিজের বাড়ির সামনে থেকে সাপ নিজের হাতে ধরেছেন সোনু সুদ। ভিডিও দেখলে অবাক হয়ে যাবেন।
সাপের সঙ্গে সোনু সুদ
Sonu Sood Viral Video: হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ সোনু সুদ। অভিনয়ের পাশাপাশি সামাজিক সেবাতেও নিজেকে নিয়োজিত করেছেন। করোনাকালে অস্থায়ী শ্রমিকদের দেশে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এছাড়াও অন্য অনেক সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সোনু। তিনি শুধু এখন রিলে নন, রিয়েল লাইফের 'হিরো'। রবিবাসরীয় ছুটির দিনে এক মারাত্মক কণ্ড ঘটালেন অভিনেতা। সেই ভিডিও আবার নিজেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন। যা মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। একইসঙ্গে সোনু সুদের কীর্তিতে তাজ্জব বনে গিয়েছে নেটপাড়া। জ্যান্ত সাপ হাতে নিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেতা।
মুম্বইয়ে নিজের বাড়ির সামনে থেকে সাপ উদ্ধার করেছেন সোনু সুদ। ভিডিওতে দেখা যাচ্ছে, বিষহীন ব়্যাট স্নেক (সাপ) মাটিতে ঘুরে বেরাচ্ছে। সেটিকে খুব সন্তপর্ণে ধরেছেন। এরপর একটি বস্তার মধ্যে সাপটিকে ভরে ফেলেন। একইসঙ্গে একটি বিশেষ বার্তাও দিয়েছেন। এইরকম পরিস্থিতিতে সবসময় একজন ট্রেনিংপ্রাপ্ত পেশাদার ব্যক্তিকে খবর দেওয়া উচিত। শনিবার ভিডিও পোস্ট করে লিখেছেন, 'এটা আমাদের সোসাইটির ভিতর চলে এসেছিল। এটা ব়্যাট স্নেক। বিষাক্ত নয়, তবে খুব সাবধান। অনেকবার আমাদের এলাকায় ঢুকে পড়েছে। পেশাদার ব্যক্তিকেই খবর দেওয়া উচিত। আমি সাপ ধরতে পারি, তাই ধরেছি। নিজেরা কখনও চেষ্টা করবেন না।'
আরও পড়ুন শেফালির মা হওয়ার ইচ্ছের বিরোধীতা, ছুটির দিনে মন খারাপ একাকী পরাগের! দেখুন ভিডিও
সোনু সুদের এই ভিডিও দেখে কমেন্ট বক্সে মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের। কারও মতে, এটি স্ক্রিপ্টেড কেউ আবার সোনুর প্রশংসায় পঞ্চমুখ। সম্প্রতি সোনু সুদের একটি বিশেষ পদক্ষেপ সকলের প্রশংসা কুড়িয়েছে। কয়েকদিন আগে মহারাষ্ট্রের লাতুর জেলার হাদোলতি গ্রামের ৭৬ বছর বয়সী এক কৃষক আম্বাদাস পাওয়ারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সোনু সুদ।
আরও পড়ুন ঠোঁটে একের পর এক ইনজেকশন! বদলে গিয়েছে মুখের মানচিত্র, ভিডিও পোস্ট করে কী বার্তা উরফির?
একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ষাঁড় কেনার টাকার অভাবে নিজেই জমিতে চাষ করছিলেন। অভিনেতা এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, 'আপনি আমাকে নম্বর পাঠান। আমি বিলের টাকা পাঠাচ্ছি।' জমি চাষের জন্য ওই বৃদ্ধ চাষীকে দুটি ষাঁড় কিনে দিয়েছেন অভিনেতা। সোনু সুদের এই মানবিক দিককে প্রত্যেকে স্যলুট করেছিল।
আরও পড়ুন 'অপমান শুনেও কিছু না বলে...', অমিতাভের সঙ্গে প্রথম সাক্ষাৎয়ের অভিজ্ঞতা ভাগ বর্ষীয়ান অভিনেত্রীর