Mamata Shankar-Sreenanda Shankar: স্য়ানিটারি ন্যাপকিন নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী 'পদ্মশ্রী' মমতা শঙ্কর। তাঁর মন্তব্য ঘিরে দ্বিধাবিভক্ত নাগরিক সমাজ। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি প্রত্যেকেই কম-বেশি মমতা শঙ্করের মন্তব্যে প্রতিক্রিয়া দিয়েছেন। সিংহভাগই অভিনেত্রীর মন্তব্যের বিপক্ষে মতপোষণ করেছেন। জেন জি-র মতে, তিনি সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন না। তাই বর্তমান সমাজের গতিপ্রকৃতির সঙ্গে তিনি অভ্যস্ত নন। মমতা শঙ্করের স্যানটারি ন্যাপকিন বিতর্কে এবার সেই সুরে সুর মেলালেন খোদ ভাইঝি?
সোশ্যাল মিডিয়ায় শ্রীনন্দা শঙ্করের একটি পোস্ট ঘিরে শোরগোল। কারও নাম উল্লেখ না করলেও লেখার স্টাইল দেখে বুঝতে অসুবিধা হচ্ছে না পিসিকেই চাঁচাছোলা আক্রমণ করেছেন শ্রীনন্দা। এ যেন সম্মুখ সমরে পিসি-ভাইঝি! ফেসবুক পোস্টে কী লিখেছেন মমতার ভাইঝি? নৃত্যশিল্পী শ্রীনন্দা শঙ্কর লিখেছেন, 'বংশগৌরব আর প্রতিভা একজন মানুষকে চেনায় না। তাঁর চিন্তা আর বিশ্বাসই আসল। এখন আর সেই দিন নেই যখন মানুষ একজন অভিনেতাকে তাঁর চরিত্র ভেবে নিত।'
আরও পড়ুন বলিউডের বউ বদলের গল্প এবার বাংলা ধারাবাহিকে, 'লাপাতা লেডিজ'-র টেলি সংস্করণে অভিষেক কন্যা
আরও বলেন, 'তারকাদের রাগ-অভিমান এখন পুরনো হয়ে গেছে। আজকের দিনে মানুষ হিসেবে আপনি কেমন, সেটাই আসল। কিন্তু সমস্যা হল, অনেক তারকাই সময়ের সঙ্গে চলতে শেখেনি। তাই তাঁরা বিরক্ত আর তিক্ত হয়ে পড়ে।' শ্রীনন্দার লেখা প্রতিটি ছত্রে মমতা শঙ্করের স্যানিটারি ন্যাপকিন বিতর্কে মতপ্রকাশ করার ইঙ্গিত রয়েছে বলে মনে করছে নেটনাগরিকরা। শাড়ির আঁচল থেকে প্রকাশ্যে প্রেমিকযুগলের চুমু খাওয়ার মতো ইস্যুতে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন মমতা শঙ্কর।
আরও পড়ুন 'বাড়ির গুরুজনদের এভাবে...'? ঋতুস্রাব মন্তব্যে মমতার সমর্থনে নতুন প্রজন্মকে বিঁধলেন সুদীপা
পারিবারিক শিক্ষা, সংস্কৃতি, রুচিবোধ, সম্ভ্রম বিষয়ে সবসময় যথেষ্ট সচেতম পদ্মশ্রী মমতা শঙ্কর। বর্তমান সমাজের বদলে সংস্কৃতিটা মোটেই পছন্দ নয় তাঁর। তা সে হালফ্যাশনের শাড়ি পরার স্টাইল হোক বা খোলা আকাশের নীচে প্রেমিকার ঠোঁটে ঠোঁট ঠেকিয়ে প্রেম উদযাপন। জেন ওয়াইয়ের কাছে আজ যেন মমতা শঙ্কর পরিণত হয়েছে নীতিপুলিশে। শুধু নেটভুবন বা সাধারণ মানুষ কিংবা পরিচিত মহলই নয়, তাঁর মানসিকাতার বিরোধিতা করলে ময়দানে নামলেন পরিবারের সদস্যই!
আরও পড়ুন 'ঠাকুমা যখন ছিলেন...', ছোটবেলার রবিবাসরীয় ছুটির দিনের স্মৃতিচারণায় জিয়া নস্ট্যাল শুভাশিষ