Susmita Chatterjee-Srijit Mukherji: 'এরপর তো...', সৃজিতের সঙ্গে সেলফি ঘিরে শোরগোল, চর্চার মাঝে মুখ খুললেন সুস্মিতা

Susmita Chatterjee-Srijit Mukherji Selfi: সাগরপাড়ে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে সুস্মিতা চট্টোপাধ্যায়ের একটা সেলফিতে ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। প্রেমচর্চার মাঝে নীরবতা ভাঙলেন অভিনেত্রী।

Susmita Chatterjee-Srijit Mukherji Selfi: সাগরপাড়ে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে সুস্মিতা চট্টোপাধ্যায়ের একটা সেলফিতে ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। প্রেমচর্চার মাঝে নীরবতা ভাঙলেন অভিনেত্রী।

author-image
Kasturi Kundu
New Update
cats

সেলফি বিড়ম্বয়ান সুস্মিতা

Susmita Chatterjee Reacts: একটা সেলফিতে শোরগোল! পুরীর সমুদ্রের ধারে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে একটি সেলফি পোস্ট করেছেন অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। লহ গৌরাঙ্গের নাম রে-এর শুটিংয়ের ফাঁকে একটি সেলফি তুলেছিলেন সুস্মিতা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্টের পরই ঝড়ের গতিতে ভাইরাল। পরিচালক সৃজিতের সঙ্গে নাম জুড়ে দেওয়া হয় সুস্মিতার। শুরু হয় প্রেমচর্চা। একটা সেলফিতে এতটা বিড়ম্বনা সইতে হবে সে কথা স্বপ্নেও ভাবেননি সুস্মিতা। তাঁর মতে তো, শুধু সৃজিত মুখোপাধ্যায় নয়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও একটি সেলফি শেয়ার করেছিলেন। সেটা নিয়ে কেন কোনও প্রশ্ন উঠল না? 

Advertisment

আরও পড়ুন ব্যক্তিগতজীবন হোক বা কর্মজীবন কখনই কোনও কিছুর জন্য কম্প্রোমাইজ করিনি: শ্রুতি দাস

Advertisment

বেশ কয়েকদিন ধরেই সৃজিত-সুস্মিতার সেলফি তরজা একেবারে তুঙ্গে। পেজ ৩ খবরের ক্রিসপি আইটেমে পরিণত হয়েছে সাগরপাড়ের সেলফি! এই প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে সুস্মিতার সঙ্গে যোগাযোগ করা হয়। এই ঘটনায় ভীষণ বিরক্ত অভিনেত্রী। তিনি বলেন, 'আমি সত্যিই ভাবিনি একটা ছবি পোস্ট করলে তার ফল এইরকম হতে পারে। যদি কারও মধ্যে সম্পর্ক থাকে তাহলে লুকোচুরির প্রশ্ন আসে। আমি আর সৃজিতদা বারবার একটাই কথা বলছি, আমরা ভাল বন্ধু। আর বন্ধুত্ব তো লুকানোর কোনও বিষয় নয়।'

আরও পড়ুন সায়কের শুভপরিণয় সুসম্পন্ন! সাত পাকের বন্ধনে অভিনেতা-ইউটিউবার, পাত্রী কে?

সুস্মিতার সংযোজন, 'আমি আসলে সিঙ্গল বলেই হয়ত একটা সেলফি নিয়ে এত শোরগোল। যখন সম্পর্কে ছিলাম তখন ইন্ডাস্ট্রিতে আমার বন্ধু ছিল না। এখন গুটি কয়েক বন্ধু হয়েছে। তাঁদের সঙ্গে সেলফি দিলে যে এই রকম পরিস্থিতি তৈরি হবে সেই আঁচ তো আগে পাইনি। এবার থেকে ছবি পোস্ট করার আগে মনে হচ্ছে অনেক ভাবনাচিন্তা করতে হবে। না হলে তো এবার আমার বিয়েও দিয়ে দেবে!! শুভশ্রীদির সঙ্গেও তো সেলফি দিয়েছি। সেটা নিয়ে তো কেউ কোনও কথা বলছে না। একজন পুরুষের সঙ্গে সেলফি তুললেই সেখানেই সম্পর্কের গন্ধ খুঁজে পাওয়া যায়?'

আরও পড়ুন 'ইমেজ নষ্ট করতে...', সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আপত্তিকর ভিডিও, বিস্ফোরক অভিনেতা ঋত্বিক

Bengali Cinema বিনোদনের খবর