Bengali Celebrities On Srabon Mash: সত্যম শিবম সুন্দরম-শিবই সত্য শিবই সুন্দর'। শ্রাবণ মাস আর মহাদেবের আরাধনা যেন এক সুতোয় গাঁথা। শিবভক্তরা প্রতি বছর শ্রাবণ মাস জুড়ে শিবশক্তির আরাধনা করেন। ভক্তের বিশ্বাস, শ্রাবণ মাসে মর্তে আবির্ভূত হন স্বয়ং মহাদেব। সেই জন্য পুরো শ্রাবণ জুড়ে ভক্তরা নিয়ম নিষ্ঠার সঙ্গে এই দিনটি পালন করেন। দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করতে কেউ নিরামিষ খান তো কেউ আবার অন্ন গ্রহণ করেও শ্রাবণ মাসের সোমবার পলনে বিশ্বাসী। পুরো শ্রাবণ মাস জুড়েও নিরামিষ খাওয়ার রীতি রয়েছে অনেকের বাড়িতে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটির একাংশ কাজের চরম ব্যস্ততার মাঝেও শ্রাবণে শিবের আরাোধনার কোনও ত্রুটি রাখেন না।
আরও পড়ুন যাঁরা এই দুনিয়ায় আছেন তাঁদের গুডবাই বলার প্রয়োজন নেই, কখনও না কখনও তো আবার দেখা হবেই: ইন্দ্রনীল
শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস। পঞ্জিকা মতে, ১৮ জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস আর ২১ জুলাই শ্রাবণের প্রথম সোমবার। এই দিনে টলি সেলেবদের অনেকেই শিবের পুজো করেন। অনেকে আবার নিয়ম মেনে হাতে সবুজ চুড়িও পরেছেন। আজকের দিনে বাংলা ইন্ডাস্ট্রির সেলিব্রিটিরা কী ভাবে শ্রাবণের প্রথম সোমবার পালন করছেন? অপরাজিতা আঢ্য থেকে শ্রীময়ী চট্টোরাজ, মধুমিতা সরকার, শ্রুতি দাস কে কী ভাবে শ্রাবণের ব্রত পালন করছেন, খোঁজ নিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।
আরও পড়ুন ব্যক্তিগতজীবন হোক বা কর্মজীবন কখনই কোনও কিছুর জন্য কম্প্রোমাইজ করিনি: শ্রুতি দাস
মধুমিতা সরকার
মধুমিতা সরকার শিবের ভক্ত। শিবরাত্রিতে উপোস করে চার প্রহরে মহাদেবের মাথায় জল ঢালেন। গত দু'বছর শ্রাবণ মাসের সোমবারও পালন করছেন। অভিনেত্রী জানাচ্ছেন, 'উপোস করে সকালে বাড়ির সামনে মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢেলেছি। সারাদিন ফল খেয়েই থাকব। ভাতের প্রতি আমার বিশেষ কোনও টান নেই। আর আজকের দিনে তো কোনও প্রশ্নই উঠছে না। গত দু'বছর আমি শ্রাবণের সোমবার পালন করছি। এইবার তৃতীয়বর্ষ।'
অপরাজিতা আঢ্য
সারাবছর আমি সোমবার পালন করি। প্রতি সোমবার নিরামিষ খাই আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করি। তাই শ্রাবণ মাসের সোমবার আমার কাছে আলাদা কিছু নয়। প্রতি সোমবার হয় আমি না হয় আমার ননদ পুজো করে। কিন্তু, শ্রাবণ মাসের চারটে সোমবার ননদ পুজো করলেও আমি মহাদেবের মাথায় জল ঢালি। এই দিনগুলোতে নিরামিষ খেলেও আমরা অন্ন খাই। কারণ আমাদের কাছে অন্ন হল অন্নপূর্ণা। প্রতিদিন শিবলিঙ্গে চাল আর হলুদ একসঙ্গে অর্পণ করি। তবে সবুজ চুড়ি বা পোশাক পরার বিষয়টা আমি ঠিক জানি না। আমার ধারণা শ্রাবণ মাসে তো সবকিছু নতুন করে সবুজ হয়ে ওঠে। বৃষ্টিতে স্নাত হয়ে চারিদিক স্নিগ্ধ হয়। জীবনটাও যেন সবুজ হয়, মনটা যাতে সবুজ থাকে সেই জন্যই হয়ত সবুজ চুরি-পোশাক পরার রীতি রয়েছে।
শ্রীময়ী চট্টোরাজ
আমি উপোস করে শিবের মাথায় জল ঢালি। বাড়িতে রোজই ঠাকুরমশাই পুজো করতে আসেন। তখনই জল ঢেলে নিয়েছি। দুপুরে সাবু, ফল খেয়েছি। রাতে লুচি আর নিরামিষ আলুর দম খাব। এই বছর প্রথমবার শ্রাবণের চারটে সোমবার নিরামিষ খাব। গত বছর প্রেগন্যান্সির জন্য শ্রাবণ মাস পালন করতে পারিনি। বিকেলে নকুলশ্বর মন্দিরে যাব। ওখানে গিয়ে শিবের মাথায় জল ঢালব। আমি যেমন শিবরাত্রি পালন করি তেমনই শ্রাবণের চারটে সোমবার পালন করি। সবুজ চুরি পরার যে রেওয়াজটা আছে সেটা আমি পালন করতে পারি না। আর এখন তো মেয়ে খুবই ছোট, কাচের চুড়ি পরাটা বেশ ঝুঁকিপূর্ণ।
আরও পড়ুন 'এরপর তো...', সৃজিতের সঙ্গে সেলফি ঘিরে শোরগোল, চর্চার মাঝে মুখ খুললেন সুস্মিতা
শ্রুতি দাস-অলকানন্দা গুহ
শ্রাবণের প্রথম সোমবার মহদেবের মাথায় জল ঢাললেন 'রাঙা বউ' শ্রুতি দাস। হাতে পরেছেন সবুজ চুড়িও। অন্যদিকে অভিনেত্রী-সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটার অলকানন্দা গুহ-ও শ্রাবণের প্রথম সোমবার পালনের ছবি ও পোস্ট করেছেন।