BRINDABAN BILASHINI: বাংলা সিরিয়ালের আনাগোনা তো লেগেই আছে। অনেক মেগা শুরুতেই শেষ কোনওটার আবার সম্প্রচারের কয়েক মাসের মধ্যেই ঝাপ পড়ে যায়। তবুও তৈরি হচ্ছে নতুন ধারাবাহিক। সেই তালিকার নয়া সংযোজন 'বৃন্দাবন বিলাসিনী'। এই মেগার হাত ধরে ছোট পর্দায় জুটি বাঁধলেন 'ফেরারী মন' খ্যাত সুদীপ্তা রায় ও 'গীতা এলএলবি'-র রাহুল গঙ্গোপাধ্যায়। বিনুর ভূমিকায় অভিনয় করছেন সুদীপ্তা আর কৃষের চরিত্রে রাহুল। গ্রামের দরিদ্র মেয়ে বিনু যাঁর প্রাণ ভরে ওঠে কৃষ্ণের কীর্তনে। দু'চোখে একটাই স্বপ্ন, আধুনিক সংগীতের যুগে দাঁড়িয়েও বিশ্বের সামনে মেলে ধরবেন কৃষ্ণভজনের শক্তি ও সৌন্দর্য।
আরও পড়ুন বলিউডের বউ বদলের গল্প এবার বাংলা ধারাবাহিকে, 'লাপাতা লেডিজ'-র টেলি সংস্করণে অভিষেক কন্যা
অন্যদিকে একেবারে বিপরীত মেরুর মানুষ কৃষ। সে আবার আধুনিক মনস্ক বিজ্ঞানী। যাঁর বিশ্বাস বিজ্ঞানে, ঈশ্বরে নয়। নতুন ওষুধ আবিষ্কারেই সে সদাব্যস্ত। তবে নিয়তির পরিহাসে জীবনে একটা বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি হয় বিনু। কৃষের সঙ্গে বিয়ে হয় তার। কিন্তু, সেই পরিবারে কৃষ্ণভক্তি নিষিদ্ধ। শুরু হয় এক অন্য লড়াই। কীর্তনে বাধা, কৃষ্ণের আরাধনায় নিষেধাজ্ঞা।
আরও পড়ুন বাংলার প্রথম মহিলা ব্যাঙ্কারের গল্প! সৌরভ-শুভস্মিতার যুগলবন্দিতে আসছে 'লক্ষ্মী ঝাঁপি', জানুন দিনক্ষণ
এই সাংস্কৃতিক ও ধর্মীয় দ্বন্দ্বের মাঝে কী ভাবে টিকে থাকবে বিনু? সে কী পারবে নিজের গান আর বিশ্বাসকে ধরে রাখতে? দাম্পত্য জীবনের টানাপোড়েনের মাঝে জিতবে ভালবাসা? কৃষ ও বিনুর মধ্যে গড়ে উঠবে কি হৃদয়ের বন্ধন? এইসব প্রশ্নের উত্তর নিয়ে খুব শীঘ্রই আসছে 'বৃন্দাবন বিলাসিনী'। ধর্মীয় দ্বন্দ্ব, সংগীতের সাধনা আর এক সাহসিনী নারীর জীবনসংগ্রামের এক অনন্য উপস্থাপনা হতে চলেছে এই ধারাবাহিকে।
আরও পড়ুন মনের মানুষ বিবাহিত জেনেই সম্পর্কে দূরত্ব, প্রিয়তমাকে এক ঝলক দেখতে কী পদক্ষেপ নায়কের?
নতুন ধারাবাহিক নিয়ে রাহুল বললেন, 'দর্শক কবে আমাদের পর্দায় দেখবেন সেই অপেক্ষা করছি । খুব যত্ন করে চরিত্রগুলো লেখা। কৃষ এক আধুনিক যুবক। এমবিএ করতে গিয়ে ভিন্ন মেরুর এক মানুষের সান্নিধ্যে আসা। এরপর গল্প কোন দিকে মোড় নেবে সেই অপেক্ষাতেই রয়েছি।' সুদীপ্তার সংযোজন, 'বিনু কৃষ্ণভক্ত। এদিকে কৃষের বাড়িতে হয় মা কালীর আরাধনা। অর্থনৈতিক বিভাজনও রয়েছে।। দু'জনের দেখা হলে ঠিক কী হবে সেই প্রেক্ষিতে এগবে গল্প। নতুন চরিত্র পেয়ে খুবই উত্তেজিত। দর্শকের কেমন লাগবে সেটাই এখন ভাবছি।'