/indian-express-bangla/media/media_files/2025/09/18/kangna-2025-09-18-15-50-00.jpg)
কঙ্গনাকে খোঁচা
Fahad Ahmad-Kangana Ranaut: কঙ্গনা রানাওয়াত এবং স্বরা ভাস্করের রাজনৈতিক মতাদর্শ একেবারেই ভিন্ন। আর ঠিক এই কারণেই বহুবার সোশ্যাল মিডিয়ায় তর্কে জড়িয়েছেন দুই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বরা ভাস্করের স্বামী ফাহাদ আহমদ স্বরাকে চমকে দিয়ে অভিনেত্রী-রাজনীতিবিদ কঙ্গনাকে প্রকাশ্যে খারাপ রাজনীতিবিদ বলে কটাক্ষ করেন। ফিল্মিজ্ঞান-এর সঙ্গে এক আলাপচারিতায় দম্পতিকে সেলিব্রিটিদের জন্য হ্যাশট্যাগ দিতে বলা হয়। কঙ্গনার নাম উঠতেই এনসিপি(এসপি)-র সদস্য ফাহাদ বলেন, 'আমি ওঁর বিষয়ে মন্তব্য করতে পারব না কারণ উনি একজন খারাপ রাজনীতিবিদ। তবে আমি বলব #BadPolitician।'
স্বামীর কথা শুনে স্তম্ভিত হয়ে যান স্বরা ভাস্কর। ফাহাদ তাঁর কথার ব্যখা দিয়ে বলেন, 'মাণ্ডি অঞ্চল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু সাংসদ হওয়া সত্ত্বেও তিনি বলেন, 'আমি কী করতে পারি? আমি প্রধানমন্ত্রী বা কোনও মন্ত্রী নই। একজন প্রতিনিধির কাজ হচ্ছে সরকারের সঙ্গে কথা বলা। ওঁর উচিত ছিল বিশেষ তহবিলের জন্য লড়াই করা এবং ভোটের রাজনীতির বাইরে গিয়ে কাজ করা।'রাজনীতিবিদ হিসেবে খারাপ সার্টিফিকেট দিলেও অভিনেত্রী কঙ্গনার প্রশংসা করেন ফাহাদ।
তাঁর কথায়, 'তিনি সত্যিই একজন দুর্দান্ত অভিনেত্রী এবং আমি ওনাকে অভিনেত্রী হিসেবে খুবই পছন্দ করি। কিন্তু রাজনীতিবিদ হিসেবে তিনি অত্যন্ত খারাপ।' অন্যদিকে স্বরা তাঁর ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করে বলেন, 'আমি বলব #Destiny’s Child। ওঁর মধ্যে কিছু বিষয় আছে যা খুবই প্রশংসনীয়। জীবনযাত্রা খুবই অনুপ্রেরণাদায়ক। আর #NeverGiveUp, আমার মনে হয় উনি জীবনে কখনও হাল ছাড়েন না।' ফাহাদ তখন মনে করিয়ে দেন, স্বরার সঙ্গে মনোমালিন্য থাকলেও কঙ্গনা বিয়েতে শুভেচ্ছা জানিয়েছিলেন। তবে নিজের অবস্থানে অটল থেকে আবারও বলেন, 'তবুও বলব বাজে রাজনীতিবিদ।' স্বরা তখন খানিক বিরক্তি প্রকাশ করে বলেন, 'পঞ্চাশ বার বলো না'।
আরও পড়ুনপায়ের সামনে ৮০ বছরের বৃদ্ধ! বয়স্ক মানুষের সঙ্গে দুর্ব্যবহার, কঙ্গনার কীর্তিতে ছিছিক্কার নেটপাড়ায়
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us