/indian-express-bangla/media/media_files/2025/08/30/cats-2025-08-30-15-00-45.jpg)
বিবেকের পা ছুঁয়ে প্রণাম সৌরভের
The Bengal Files Controversy: পরিচালক বিবেক অগ্নিহোত্রীর আপকামিং মুভি 'দ্য বেঙ্গল ফাইলস'। ছবি ঘিরে তৈরি হওয়া একাধিক বিতর্ক, বাঙালি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়-সৌরভ দাস সেই বিতর্ক এড়াতেই পালটা জবাব দিয়েছেন বিবেক পত্নী ও অভিনেত্রী-সহ প্রযোজক পল্লবী যোশী। এর মাঝেই সিনেমার প্রচার সারছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বাংলা ইন্ডাস্ট্রির ঋত্বিক চক্রবর্তী, ঋদ্ধি সেন, রানা সরকার সহ অনেকেই যখন বিবেক বিরোধী কথা বলছেন তখন পরিচালকের পা স্পর্শ করে প্রণাম করলেন এই ছবির অন্যতম বাঙালি অভিনেতা সৌরভ দাস। দ্য বেঙ্গল ফাইলস-এর প্রচারে যখন বিবেক হাউজ ট্যুর করলেন সেখানেই ধরা পড়েছে সেই বিশেষ মুহূর্ত।
আরও পড়ুন 'ওঁরা ভয় পেয়েই ...', 'দ্য বেঙ্গল ফাইলস' বিতর্কের মাঝে মমতার সরকারকে তোপ বিবেক পত্নী পল্লবীর
সম্প্রতি পিঙ্কভিলার সঙ্গে এক বিশেষ আলাপচারিতায় বিবেক সাংবাদিক ও চিত্র সাংবাদিকের জন্য নিজের বাড়ির দরজা খুলে দিয়েছিলেন। অন্দরমহল পরিদর্শন করান পরিচালক। স্ত্রী অভিনেত্রী পল্লবী যোশীর সঙ্গে যৌথভাবে তৈরি ও সংগ্রহ করা নানান আসবাব এবং শিল্পকর্মের নিদর্শন দর্শকের সামনে তুলে ধরেন। প্রথমেই দেখান ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের একটি স্কেচ। যা ক্রিকেটার বলবিন্দর সান্ধুর কাছ থেকে পাওয়া অন্যতম সেরা উপহার। যেখানে দলের প্রতিটি সদস্যের স্বাক্ষর রয়েছে। তিনি বলেন, 'এটি আমার জীবনের অন্যতম সেরা সম্পদ তাই প্রবেশদ্বারেই রেখেছি।'
পুরনো বাড়ির গল্প শোনাতে গিয়ে পরিচালক জানান, 'এখন এটি-ই আমার দ্বিতীয় বাড়ি। ২০০০ থেকে ২০২৪ সাল পর্যন্ত আমি আর আমার স্ত্রী এখানে থেকেছি। সন্তানদের জন্মও এই ঘরেই। যদিও এখন আমরা অন্য বাড়িতে থাকি। তবুও এই ঘরটিকে আমি আগের মতোই রেখেছি এবং এখনও সব মিটিং এখানেই করি।' সেখানে রয়েছে তাঁর আঁকা একটি অয়েল পেন্টিং যেটি তাঁর স্ত্রী ও সন্তানদের খুবই পছন্দের। পাশাপাশি একটি টেবিল দেখিয়ে বলেন, সেখানেই তিনি সব গুরুত্বপূর্ণ বৈঠক করেন।
আরও পড়ুন 'গল্পটা যখন বাংলাকে নিয়েই', 'দ্য বেঙ্গল ফাইলস'-এর নাম পরিবর্তনের কারণ বাতলে দিলেন পল্লবী
এরপর তিনি একটি বিশেষ তিরঙ্গা দেখান। ১৯৪৭ সালের স্বাধীন ভারতের প্রথম পতাকার খাদি কাপড় দিয়ে সেটি তৈরি। বিবেক অগ্নিহোত্রী জানান, এই বিশেষ পতাকা তিনি নিজে ডিজাইন করেছেন এবং যখনই কোনও ছোট বাচ্চা তাঁর বাড়িতে আসে উপহার হিসেবে দেন। নিরামিষভিত্তিক খাদ্যাভ্যাসের কথা শেয়ার করেন এবং পৌঁছে যান প্রধান মিটিং রুমে।
যেখানে অভিনেতা সৌরভ দাস আগে থেকেই বসেছিলেন। সৌরভ তাঁকে প্রণাম করলে বিবেক বলেন, 'একে চিনে নিন, ইনি বাংলার সুপারস্টার। বাংলায় যখনই যাই ওঁর মহিলা ভক্তরা আমাকে জিজ্ঞেস করেন উনি কি আমার ছবিতে আছেন।' একটি ঘরে রয়েছে বিভিন্ন লেখকের বই এবং তাঁর নিজের পড়ার অসংখ্য বই। পাশাপাশি স্ত্রীর সঙ্গে স্কুল ও কলেজ জীবনের কিছু পুরনো ছবিও দেখান তিনি।
আরও পড়ুন 'ওঁরা কেন খারাপ...', 'দ্য বেঙ্গল ফাইলস' বিতর্কের মাঝে হাসপাতালে অসুস্থ বাবার প্রশ্নে চিন্তিত সৌরভ