Bengali Actress: মুসলিম দাদার সঙ্গে 'নারীর টান', কোন উপহারের সঙ্গে রাখিবন্ধন উদযাপন 'কৃষ্ণকলি' তিয়াশার?

Tiyasha Lepcha Rakhi Utsav: কাজের হাজার ব্যস্ততার মাঝেও আরমানদাকে রাখি পরানোর জন্য কেন সময় ঠিক বের করে নেন? নেপথ্য কারণ বাতলে দিলেন কৃষ্ণকলি তিয়াশা।

Tiyasha Lepcha Rakhi Utsav: কাজের হাজার ব্যস্ততার মাঝেও আরমানদাকে রাখি পরানোর জন্য কেন সময় ঠিক বের করে নেন? নেপথ্য কারণ বাতলে দিলেন কৃষ্ণকলি তিয়াশা।

author-image
Kasturi Kundu
New Update
tiyasha lepcha-valentines day

Tiyasha Lepcha Raksha Bandhan: বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ তিয়াশা লেপচা। সফল কেরিয়ারের নেপথ্যে রয়েছে অনেক কঠিন লড়াই। 'কৃষ্ণকলি'-তে অভিনয়ের মাধ্যমে লাইমলাইট কেড়েছেন অভিনেত্রী। শেষ দেখা গিয়েছে রোশনাই ধারাবাহিকে। বাংলা মেগায় সাফল্যের সঙ্গে কাজ করে যাওয়ার পিছনে আশীর্বাদী হাতটা যাঁর তিনি তিয়াশার আরমানদা। স্টুডিওপাড়ায় সকলেই জানেন এই মানুষটি তিয়াশার জীবনে না এলে জীবনটা হয়ত এত সুন্দর হত না। তাই রাখিবন্ধন তিয়াশার জীবনে বিশেষ ভূমিকা পালন করে। আজকের দিনটা উৎসবের মতো। কাজের হাজার ব্যস্ততার মাঝেও আরমানদাকে রাখি পরানোর জন্য সময় ঠিক বের করে নেন। এবারে তিয়াশা তাঁর প্রিয় আরমানদার জন্য রাখিতে কী উপহার কিনলেন?

Advertisment

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে তিয়াশার সঙ্গে যোগাযোগ করা হয়। সেই সময় প্রচণ্ড ব্যস্ততা। কোনও শুটে যাওয়ার জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তার মাঝেই তিয়াশা বলেন, 'যতই কাজ থাক আরমানদাকে রাখি পরানোর জন্য আমি সময় ঠিক বের করে নিই। এবারেও অন্যথা হবে না। সকাল থেকে একটু ব্যস্ত আছি। ভাইকে রাখি পরিয়েছি। আরমানদাকে বিকেলে আসতে বলেছি। তখন ওঁর থেকেও গিফট পাব, সেই সঙ্গে ভাইদের থেকেও অমনেক উপহার পাব (হাসি)। আমি আরমানদার জন্য একটা শার্ট কিনেছি।'

আরও পড়ুন ব্যক্তিগত সমস্যা মিটিয়ে ফের 'বন্ধুত্ব', দিতিপ্রিয়ার উদ্দেশ্যে কী বার্তা শিবভক্ত জীতুর?

তিয়াশা বনগাঁর মেয়ে। ভাগ্যের ফেরে কলকাতা এখন তাঁর ঠিকানা। যদিও সেই তিক্ত অভিজ্ঞতা জীবন থেকে মুছে ফেলতে চান তিয়াশা। কিন্তু, সেই কঠিন সময়টা না এলে আরমানের মতো দাদা পেতেন না। তাই হাজার যন্ত্রণার মাঝেও সেই খারাপ সময়টার কাছে কৃতজ্ঞ তিয়াশা।

কর্মব্যস্ততার জন্য এখন তিয়াশার বাড়িতে আর আগের মতো রাখি উৎসব সেলিব্রেশন হয় না। তবে সময়ের স্রোতে জীবন যে দিকেই বয়ে যাক না কেন, আরমানদার সঙ্গে রাখিবন্ধনের মুহূর্ত কোনওদিন বদলাবে না বলেই জানান তিয়াশা। তাঁর হাত ধরেই তো লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় প্রবেশ। আজ থেকে আট বছর আগে ধারাবাহিকের প্রোমো শুটে সঙ্গে ছিলেন তিয়াশার দাদা আরমান। 

আরও পড়ুন আরজি কর কাণ্ডের বর্ষপূর্তিতে সুস্থ সমাজ গড়ার বার্তা কিঞ্জলের, নবান্ন অভিযান ঘিরে কী বললেন হিরণ?

Bengali News Tiyasha lepcha