Advertisment
Presenting Partner
Desktop GIF

দিনের সেরা বাংলা বিনোদন: 'রেনবো জেলি' বিতর্ক, শুটিং ফ্লোরে করোনা হলে দায়িত্ব সরকারের, এবং অন্যান্য

এতদিন পর 'রেনবো জেলি' নিয়ে বিতর্ক কেন? ওদিকে প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর শুরু হচ্ছে বাংলা ছবির শুটিং, এবং পরলোকে উত্তমকুমারের প্রিয় চিত্রগ্রাহক

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রায় বছর দুই আগে মুক্তি পায় সৌকর্য ঘোষালের ছবি 'রেনবো জেলি'। কিন্তু এতদিন পরে সেই ছবি নিয়ে বিতর্ক কেন? কারণ, অভিনেতা শ্রীলেখা মিত্রের একটি পোস্ট। দু'দিন আগে সোশাল মিডিয়ায় শ্রীলেখা লেখেন, "রেনবো জেলি আমায় পরি পিসির মতো একটা চরিত্র দিয়েছে। যা পরবর্তীতে আমার নামই হয়ে গিয়েছে প্রায়। ছবিটার জন্য কী করেছি কী না করেছি তাঁর মধ্যে না গিয়ে, একটা কথা পরিষ্কার করে বলি - আমার নাম শ্রীলেখা মিত্র, কিন্তু অ্যাপে ছবির তালিকায় আমার নাম নেই।"

Advertisment

সোশাল মিডিয়াতেই সৌকর্য জানান, মোবাইল থেকে ছবির প্রথম তিনটি চরিত্রের নাম দেখালেও অন্য কোনও ডিভাইসে সবটাই দেখা যায়। কিন্তু তাতেও গোল মেটেনি। এমনকি পারিশ্রমিক দেওয়া না দেওয়া পর্যন্তও এগিয়েছে তরজা। পরবর্তীতে যদিও একজন অভিনেতার নাম সরিয়ে সেখানে শ্রীলেখার নাম এনে বিষয়টিতে ইতি টেনেছেন পরিচালক। বিস্তারিত পড়ুন এখানে

১০ জুন থেকে শুরু হচ্ছে ধারাবাহিকের শুটিং

প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর শুরু হচ্ছে বাংলা ছবির শুটিং। তবে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। এখনই ফ্লোরে শুটিং করতে আসতে পারবে না শিশুরা। ৬৫ বছরের বেশি বয়সী যে সমস্ত প্রবীণ অভিনেতারা রয়েছেন, তাঁরা চাইলে মুচলেকা দিয়ে শুটিং করতে পারবেন। ফ্লোরে কেউ করোনা আক্রান্ত হয়ে পড়লে তাঁর দায়িত্ব নেবে সরকার। ২৫ লক্ষ টাকার জীবনবিমার তহবিলও গড়া হয়েছে। যার মধ্যে ৫০ শতাংশ চ্যানেল, ৪০ শতাংশ প্রযোজক এবং ১০ শতাংশ আর্টিস্ট ফোরাম দেবে। বিস্তারিত পড়ুন, কাটল মেঘ! শুরু হচ্ছে ধারাবাহিকের শুটিং

প্রয়াত উত্তমকুমারের চিত্রগ্রাহক বৈদ্যনাথ বসাক

উত্তমকুমারের চিত্রগ্রাহক ছিলেন, তাঁকেই শেষ বয়সে দু-মুঠো ভাতের সন্ধানে হেঁটে আসতে হতো দু-মাইল পথ। অবশেষে সেই অভাবকে সঙ্গী করেই চলে গেলেন বৈদ্যনাথ বসাক। বৃহস্পতিবার রাত তিনটে নাগাদ নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ চিত্রগ্রাহক। রাজ কাপুর থেকে উত্তমকুমার, জনপ্রিয় নামেদের সঙ্গে কাজ করছেন একসময়। কিন্তু তাঁর চলে যাওয়াটা সকলের অগোচরেই থেকে গেল। বিস্তারিত পড়ুন, অভাবকে সঙ্গী করেই চলে গেলেন উত্তমকুমারের প্রিয় চিত্রগ্রাহক

শুরু শুটিং, তালিকায় কোন কোন ধারাবাহিক?

লকডাউন শুরু হওয়ার আগে বেশ কয়েকটি নতুন বাংলা ধারাবাহিকের ঘোষণা হয়েছিল। সেগুলির কাজ অবিলম্বে শুরু হবে বলেই জানা গিয়েছে। এর মধ্যে রয়েছে জি বাংলা-র ‘ক্ষীরের পুতুল’ ও ‘কাদম্বিনী’। কিছুদিন আগেই জি বাংলা-র পক্ষ থেকে একটি প্রেস বিবৃতিতে জানানো হয় যে শুটিং শুরু করার অনুমতি পেলেই শুরু হয়ে যাবে এই দুটি ধারাবাহিকের কাজ। আরও পড়ুন, কল টাইম আসার অপেক্ষা! পাইপলাইনে কোন কোন ধারাবাহিক

নেপালে আটক পরিযায়ীদের ঘাটালে ফেরালেন দেব

লকডাউনের পঞ্চম দফা চলছে। কিন্তু ঘাটাল সংসদীয় কেন্দ্রের বেশ কিছু শ্রমিক আটকে পড়েন নেপালে। এদিন সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের ফেরালেন দেব। জানা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রদফতরের থেকে অনুমতি নিয়ে বাসে করে তাঁদের ঘাটালে পৌঁছনোর ব্যবস্থা করেন সাংসদ-অভিনেতা দেব। যদিও এদের প্রত্যেকেরই করোনা পরীক্ষা করা হবে এবং কোয়ারেন্টাইনে থাকতে হবে সকলকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Bengali Serial Bengali Television
Advertisment