/indian-express-bangla/media/media_files/2025/07/01/sexual-assault-2025-07-01-10-09-32.jpg)
বলপূর্বক নবাগতাদের মধুচক্রে সামিলের অভিযোগ
Tv Actress-Prostitution Racket: রূপোলি দুনিয়ার চাকচিক্যের আড়ালে ঘটে যায় কত না অনৈতিক কাজ। সাম্প্রতিক অতীতে দেহ ব্যবসার সঙ্গে নাম জড়িয়েছেন অনেকেরই। বলিউড থেকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির বহু সেলেবের নাম উঠে এসেছে। সেই তালিকায় ছিলেন শার্লিন চোপড়া থেকে ১১ বছরের শ্বেতা প্রসাদ বসু থেকে দক্ষিণী দুনিয়ার ভুবনেশ্বরী, সাইরা বানু, আইস আনসারি-র মতো আরও অনেকেই। এবার এই তালিকার নয়া সংযোজন আরও এক অভিনেত্রী অনুষ্কা মণি মোহন দাস। মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার ৪১ বছরের এই অভিনেত্রী।
নবাগত অভিনেত্রীদের বলপূর্বক এই অবৈধ ব্যবসায় যুক্ত হওয়ার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার এমনটাই জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা। মিডিয়া রিপোর্ট মোতাবেক, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল দু'জন ছদ্মবেশী ক্লায়েন্টকে মোতায়েন করে। যারা অভিযুক্ত অনুষ্কা মনি মোহন দাসের সঙ্গে যোগাযোগ করেন।
আরও পড়ুন'সল্ট অ্যান্ড পেপার' লুকে শাহরুখের সারপ্রাইজ! 'কিং'-এর সেট থেকে লুক ফাঁস, দেখুন ছবি
অভিযোগ অনুযায়ী, তিনি ওই ছদ্মবেশী ক্লায়েন্টদের বুধবার কাশিমিরার মুম্বই-আহমেদাবাদ হাইওয়ের ধারে একটি মলে দেখা করতে বলেন। মীরা-ভায়ান্দারের ভাইরাস-ভিরার পুলিশের সহকারী কমিশনার মদন বল্লাল বলেন, 'অভিযানে নেমে যখন ছদ্মবেশী গ্রাহকদের থেকে অভিযুক্ত টাকা চাইতেন হাতেনাতে ধরে ফেলে। আমরা টিভি ধারাবাহিকে এবং বাংলা সিনেমায় কাজ করা দু'জনকে উদ্ধার করেছি,'।
অনুষ্কার বিরুদ্ধে মানুষ পাচারের দায়ে ভারতীয় দ্বন্ডবিধির ১৪৩ (৩) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকটি অভিযোগ উঠে এসেছে তাঁর বিরুদ্ধে। মহিলাদের উদ্ধারের পর তাঁদের একটি নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। এই ঘটনা তদন্ত সাপেক্ষ। আরও কেউ জড়িত আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশের সহকারী কমিশনার মদন বল্লাল।
আরও পড়ুন 'শাহরুখের সিনেমা তো...', 'দ্য বেঙ্গল ফাইলস' বিতর্কের মাঝে পল্লবীর নিশানায় কেন কিং খান?