TV actress-Digital Arrest: একটানা ৭ ঘণ্টা ডিজিটাল অ্যারেস্ট! সাইবার প্রতারণার ফাঁদে লক্ষ লক্ষ টাকা গায়েব ২৬ বছরের অভিনেত্রীর

TV actress-cyber fraud: সাইবার প্রতারণার শিকার মুম্বই নিবাসী এক টেলি অভিনেত্রী। প্রতারকদের ফাঁদে পড়ে ৬.৫ লাখ টাকা খুইয়েছেন। তারপর...? জেনে নিন বিস্তারিত।

TV actress-cyber fraud: সাইবার প্রতারণার শিকার মুম্বই নিবাসী এক টেলি অভিনেত্রী। প্রতারকদের ফাঁদে পড়ে ৬.৫ লাখ টাকা খুইয়েছেন। তারপর...? জেনে নিন বিস্তারিত।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

প্রতারণার ফাঁদে অভিনেত্রী

TV actress-Mumbai: রূপোলি দুনিয়ার সেলেবদের অহরহ সাইবার প্রতারণার খবর উঠে আসে পেজ ৩-এর খবরে। এবার সেই তালিকার নয়া সংযোজন ২৬ বছর বয়সী এক টেলি অভিনেত্রী। পুলিশ সূত্রে খবর, সাইবার প্রতারকদের ফাঁদে পড়ে ৬.৫ লাখ টাকা খুঁইয়েছেন। প্রতারকরা তাঁকে সাত ঘণ্টা তথাকথিত 'ডিজিটাল অ্যারেস্ট'-এর মধ্যে রেখেছিল। মুম্বই পুলিশের তথ্য অনুযায়ী, অভিনেত্রী একাধিক ফোনকলের পর প্রতারণার জালে জড়িয়ে পড়েন। 

Advertisment

গত সোমবার দিল্লি পুলিশের এক কর্মকর্তার পরিচয়ে এক ব্যক্তির তরফে ভিডিও কল আসে অভিনেত্রীর কাছে। যিনি দাবি করেন যে তাঁর নাম একাধিক ব্যাঙ্ক প্রতারণার মামলায় জড়িত। অভিনেত্রী ওশিওয়ারা থানায় দায়ের করা অভিযোগে জানান, পুলিশ ইউনিফর্ম পরা ওই ব্যক্তি তাঁকে আইনি পদক্ষেপ ও পাসপোর্ট আটকে দেওয়ার হুমকি দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রী বেশ কয়েকটি বাংলা টেলিভিশন ধারাবাহিকে কাজ করেছেন এবং কিছু হিন্দি সিরিয়ালেও অভিনয় করেছেন। কয়েক মাস আগে তিনি বলিউডে সুযোগের সন্ধানে মুম্বইয়ে আসেন এবং বর্তমানে যোগেশ্বরী (পশ্চিম) এলাকায় থাকছেন।

আরও পড়ুন '১৬ মাসের অন্তঃসত্ত্বা তো মানব ইতিহাসে...', প্রেগন্যান্সি গুঞ্জনের মাঝে 'দুষ্টুমি' সোনাক্ষীর

Advertisment

ভুক্তভোগী জানান, প্রথমে তিনি এক ব্যক্তির কাছ থেকে ফোন পান যিনি নিজেকে মোবাইল সার্ভিস প্রোভাইডারের এক্সিকিউটিভ হিসেবে পরিচয় দেন। ওই ব্যক্তি জানান, তাঁর ফোন নম্বর অবৈধ ব্যাঙ্কিং কার্যকলাপে যুক্ত থাকায় বন্ধ করে দেওয়া হবে। এর কিছুক্ষণের মধ্যেই অভিনেত্রী একটি হোয়াটসঅ্যাপ ভিডিও কল পান দিল্লি পুলিশের ইউনিফর্ম পরা ওই ব্যক্তির কাছ থেকে। তিনি অভিনেত্রীকে একা বসে ভিডিও কলে অংশ নিতে বলেন। ভেরিফিকেশন প্রক্রিয়ার অংশ হিসেবে আধার কার্ড সঙ্গে রাখতে বলেন।

ওই ব্যক্তি আধার কার্ড ক্যামেরায় দেখাতে বলেন এবং সুপ্রিম কোর্টের ভুয়া নোটিস পাঠিয়ে দাবি করেন যে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়েছে। তাই সরকারের নির্দেশে তাঁর পাসপোর্ট আটকে রাখা হবে এবং তিনি বাড়ির বাইরে যেতে পারবেন না। এরপর প্রতারক ব্যক্তি অভিনেত্রীকে ৬.৫ লাখ টাকা একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে বলেন এবং আশ্বাস দেন যে ভেরিফিকেশন শেষ হলে টাকা ফেরত দেওয়া হবে। 

আরও পড়ুন বোতল বিক্রেতা থেকে জীতায় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা! পরিচালনাতেও সমান পারদর্শী, কে তিনি?

অভিনেত্রী তার কথায় বিশ্বাস করে টাকা জমা দেন। পরে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তা নথিভুক্ত করেছে। লাস্ট বাট নট ইন লিস্ট, যখন ট্রুকলার অ্যাপ-এ নম্বরটি স্ক্যাম হিসেবে দেখা যায় বলে জানান এক পুলিশ আধিকারিক।

আরও পড়ুন মনোবীণা প্রসঙ্গ লাবণীর সঙ্গে দাম্পত্যে কোনও প্রভাব ফেলছে না বরং দুজনেই মানসিক শান্তি পেয়েছি: কৌশিক

TV Actress cyber crime