/indian-express-bangla/media/media_files/2025/08/18/cats-2025-08-18-13-46-54.jpg)
কী হল অভিনেত্রীর?
Samridhii Shukla Health Update: হিন্দি টেলিভিশনের অন্যতম পপুলার মেগা ইয়ে রিশতা কেয়া কহলাতা হ্যায়। এই ধারাবাহিকে অভিরার চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতে নিচ্ছেন। রোহিত পুরোহিতের সঙ্গে অন-স্ক্রিন রসায়ন ভক্তদের মন জয় করেছে। এর মাঝেই ব্যক্তিগত সমস্যার কথা প্রকাশ্যে জানান সমৃদ্ধি। ইনস্টা স্টোরিতে সমৃদ্ধির সমস্যার কথা শুনেই চিন্তিত ভক্তরা। ঠোঁট ফুলে ঢোল। ভিন্ন আঙ্গিকে ভিডিও শেয়ার করে সমৃদ্ধি জানান, হঠাৎ করেই তিনি ঠোঁটে অ্যালার্জির সমস্যায় ভুগছেন। একটি ক্লোজ-আপ ছবি শেয়ার করে তিনি লিখেছেন—'র্যান্ডম অ্যালার্জি, এবার ঠোঁটে।'
একটি ভিডিওতে সমৃদ্ধিকে দেখা যাচ্ছে নো-মেকআপ লুকে। পরনে স্ট্রাইপড টি-শার্ট। মাথার খুলির ইমোজি ব্যবহার করে হালকা মেজাজে ছোট্ট একটি ভিডিও পোস্ট করেছেন। ঠোঁটে হাত দিয়ে দেখিয়েছেন অ্যালার্জিতে কতটা ফুলে গিয়েছে। সমস্যার মাঝেও সমৃদ্ধির মিষ্টি হাসিতে মজেছেন ভক্তরা।
আরও পড়ুন লিপ ফিলারের পর চোখ-মুখ ফুলে ঢোল! কটাক্ষের মাঝে নতুন ছবি পোস্ট করে কী বার্তা উরফির?
অপর একটি ভিডিওতে খোলা চুলে সেলফি ক্যামেরায় ভিডিওতে ঠোঁটের চেহারা সকলকে দেখিয়েছেন। সেখানেও কিন্তু, হাসতে ভোলেননি সমৃদ্ধি। ইনস্টা স্টোরিতে আরও একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানেও হাসি মুখে অ্যালার্জিতে ঠোঁটের দুরাবস্থা দেখাচ্ছেন সমৃদ্ধি শুক্লা।
আরও পড়ুন ঠোঁটে একের পর এক ইনজেকশন! বদলে গিয়েছে মুখের মানচিত্র, ভিডিও পোস্ট করে কী বার্তা উরফির?
প্রসঙ্গত, দিন কয়েক আগে অ্যালার্জিতে মুখের মানচিত্রটাই বদলে গিয়েছিল উরফির। ইনস্টা স্টোরিতে ছবি পোস্ট করে নিজেই সমস্যার কথা জানিয়েছিলেন উরফি। বিষয়টি উল্লেখ করে তিনি লিখেছিলেন, 'এই পৃথিবীতে এমন কোনও চিকিৎসক আছেন যিনি আমাকে এই অ্যালার্জি থেকে মুক্তি দিতে পারবেন? প্রতিদিন সকালে আমার মুখ এভাবে ফুলে যায়। মানুষ এই ফোলাভাব দেকে ভাবে ফিলার, বোটক্স বা কোনও সার্জারি।'
আরও পড়ুন চোখ-মুখ ফুলে সাঙ্ঘাতিক অবস্থা! উরফির চেহারার ভয়ংকর পরিণতি দেখলে আঁতকে উঠবেন
হিন্দি ধারাবাহিকে অসাধারণ অভিনয়ের মাধ্যমে সমৃদ্ধি ইতিমধ্যেই ঘরের মেয়ে হয়ে উঠেছেন। বর্তমানে তিনি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ। সাম্প্রতিক অতীতে এক সাক্ষাৎকারে সমৃদ্ধি জানিয়েছিলেন, অভিরার চরিত্রে তিনি উপযুক্ত কি না তা নিয়ে সন্দেহ ছিল। তবে প্রথম এপিসোড দেখেই আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। এই ধারাবাহিকে চূড়ান্ত হওয়ার পর নিজের চরিত্র নিয়ে যে প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন সে কথাও অকপটে বলেছিলেন সমৃদ্ধি শুক্লা।