Uorfi Javed: ছিপছিপে গড়ন পেতে মারাত্মক সিদ্ধান্ত! খাওয়াদাওয়া বন্ধ করতেই কঠিন রোগে আক্রান্ত উরফি

Uorfi Javed skinny Body: কয়েক বছর আগে তিনি বডি ডিসমর্ফিয়াতে আক্রান্ত হয়েছিলেন। ছিপছিপে গড়ন পেতে কী করেছিলেন উরফি? জানলে চমকে যাবেন।

Uorfi Javed skinny Body: কয়েক বছর আগে তিনি বডি ডিসমর্ফিয়াতে আক্রান্ত হয়েছিলেন। ছিপছিপে গড়ন পেতে কী করেছিলেন উরফি? জানলে চমকে যাবেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

কোন রোগে আক্রান্ত হয়েছিলেন উরফি

Uorfi Javed Body Dysmorphia: বোল্ড ফ্যাশন স্টেটমেন্টের জন্য বরাবরই চর্চায় থাকেন কন্ট্রোভার্সি ক্যুইন উরফি জাভেদ। হটকে স্টাইল স্টেটমেন্টের জন্য বারবার তাঁর দিকে ধেয়ে আসে কটাক্ষ। সম্প্রতি লিপ ফিলার সরিয়ে পুরনো ছন্দে ফিরতেই নতুন করে লাইমলাইট কেড়ে নিয়েছেন অভিনেত্রী উরফি জাভেদ। সাহসী পোশাক স্পষ্টবাদিতার জন্য পরিচিত উরফি জাভেদ সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের অজানা কিছু ঘটনা শেয়ার করেছেন।

Advertisment

কয়েক বছর আগে তিনি বডি ডিসমর্ফিয়াতে আক্রান্ত হয়েছিলেন।  সেই সময়ে ছিপছিপে গড়ন পেতে মরিয়া হয়ে উঠেছিলেন উরফি। আর জিরো ফিগারের লোভে খাওয়াদাওয়া বন্ধ করে দেন। অনেক কষ্টে না খেয়ে থাকার অভ্যাস রপ্ত করেন উরফি। সোশ্যাল মিডিয়া সেনসেশন ও অভিনেত্রী উরফি এই কথাগুলি বলেছেন অনশুলা কাপুরের ইউটিউব শো ‘Bunkk with Uorfi’-তে।

আরও পড়ুন লিপ ফিলারের পর চোখ-মুখ ফুলে ঢোল! কটাক্ষের মাঝে নতুন ছবি পোস্ট করে কী বার্তা উরফির?

Advertisment

তিনি বলেন, 'আমি ৩-৪ বছর আগে বডি ডিসমর্ফিয়াতে আক্রান্ত হই। খাওয়াদাওয়া পুরোপুরি বন্ধ করে দিই। একেবারে ছিপছিপে হয়ে যেতে চেয়েছিলাম। তাই আমি খাওয়াদাওয়া একদম বন্ধ করে দিই। দিনে ৩-৪ টুকরো চিকেন খেতাম আর ব্যায়ামও করতাম না। শুধু দৌড়াতাম।' 

আরও পড়ুন ঠোঁটে একের পর এক ইনজেকশন! বদলে গিয়েছে মুখের মানচিত্র, ভিডিও পোস্ট করে কী বার্তা উরফির?

অনশুলা উরফিকে জিজ্ঞেস করেন, এত কম খেয়ে তিনি কীভাবে কাজ করতেন বা শক্তি পেতেন? তখন উরফি বলেন, 'মানসিকভাবে আমি একেবারে ভেঙে পড়েছিলাম। সবসময় মেজাজ গরম থাকত, যে কোনও কথায় বিরক্তি প্রকাশ করতাম। কেউ কথা বললেই বলতাম আমার সঙ্গে কথা বলছো কেন?'

তবে উরফি জানান, এখন তিনি সেই কঠিন সময় পেরিয়ে এসেছেন। রোগা হওয়ার সাধ মিটে গিয়েছে। তিনি বলেন, 'এখন আমি জিমে যাই, ওজন তুলি, ভালো খাওয়াদাওয়া করি। এখন আর চিকন হওয়ার কোনও তাগিদও আমার মধ্যে নেই।' এই শোয়ে 'The Traitors'-এর অভিজ্ঞতা নিয়েও আলোচনা করেন উরফি।

আরও পড়ুন চোখ-মুখ ফুলে সাঙ্ঘাতিক অবস্থা! উরফির চেহারার ভয়ংকর পরিণতি দেখলে আঁতকে উঠবেন

তিনি বলেন, 'আমি তখন স্ট্রেস ইটিং করছিলাম। প্রথম কয়েক দিন আমি শুধু মিষ্টির গন্ধ শুঁকতাম কিন্তু তৃতীয় দিন থেকে বলতে শুরু করলাম আমি শুধু মিষ্টিই খেতে চাই।' অনশুলা মজা করে বলেন, 'প্রথম দিকে উরফি শুধু গন্ধ নিত, কিন্তু পরে প্রতিদিনই সে মিষ্টি খাচ্ছিল।'

Bollywood News Urfi Javed