Urfi Javed: 'আমি তোমার...', সোশ্যাল মিডিয়ায় হুমকি উরফিকে, মহিলামহলকে সাবধান করে বললেন...

Urfi Javed Morphed Images: অশ্লীল AI ইমেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি পাচ্ছেন উরফি জাভেদ। একটি পোস্ট শেয়ার করে সাবধানী বার্তায় কী বললেন কন্ট্রোভার্সি ক্যুইন?

Urfi Javed Morphed Images: অশ্লীল AI ইমেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি পাচ্ছেন উরফি জাভেদ। একটি পোস্ট শেয়ার করে সাবধানী বার্তায় কী বললেন কন্ট্রোভার্সি ক্যুইন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
uorfi javed talks about Dhanashree and Yuzvendra Chahal's divorce

উরফিকে হুমকি

Urfi Javed received Threats: বিগত বেশ কয়েকদিন পেজ ৩-এর খবরে চর্চায় ছিলেন উরফি জাভেদ। লিপ ফিলার সরানোর ভিডিও পোস্ট থেকে স্বাভাবিক মুখের ছবি শেয়ার, প্রেমিকের সঙ্গে সম্পর্কে সিলমোহর দেওয়া, ধুম জ্বরের ঋতুস্রাবের কম্বিনেশনের কথা শেয়ার করে লাইমলাইটে ছিলেন কন্ট্রোভার্সি ক্যুইন। ফের চর্চায় উরফি, তবে এবার সম্পূর্ণ ভিন্ন কারণে। সোশ্যাল মিডিয়া মারফৎ জানালেন, এই মুহূর্তে তাঁর জীবনে ঘটে যাওয়া সবচেয়ে বড় ঘটনা। হুমকি পাচ্ছেন উরফি জাভেদ। হ্যাঁ, একদমই তাই। AI দ্বারা তৈরি বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে উরফিকে বদনাম করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। একটি পোস্ট শেয়ার করে রাগে ফুঁসে উঠলেন। সেই সঙ্গে মহিলামহলকে সাবধানীবার্তায় কী বললেন উরফি?

Advertisment

আরও পড়ুন চোখ-মুখ ফুলে সাঙ্ঘাতিক অবস্থা! উরফির চেহারার ভয়ংকর পরিণতি দেখলে আঁতকে উঠবেন

Advertisment

একটি পোস্ট শেয়ার করে ক্ষোভ উগরে দিয়ে উরফি লিখলেন, 'এই ব্যক্তি আমার বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার হুমকি দিচ্ছেন। ইতিমধ্যেই বেশ কিছু ছবি ছেড়েও দিয়েছেন। আমাকে আবার সেগুলো পাঠিয়েছেন। আমি সত্যিই বুঝতে পারি না উন্নত প্রযুক্তিকে কী ভাবে ওঁরা অপব্যবহার করছে। আমি পুলিশের দ্বারস্থ হয়ে অভিযোগ জানাব। মহিলাদের উদ্দেশে বলছি, এই ধরনের ঘটনায় একদম ভয় পাবেন না। বরং সাহসীকতার সঙ্গে মোকাবিলা করুন। কারণ সমস্যাটা আপনার নয়, যাঁরা এই ধরনের অন্যায় করছে এটা তাঁদের লজ্জা।'

আরও পড়ুন ঠোঁটে একের পর এক ইনজেকশন! বদলে গিয়েছে মুখের মানচিত্র, ভিডিও পোস্ট করে কী বার্তা উরফির?

উরফির ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে বারবারই তৈরি হয় বিতর্ক। অদ্ভুত পোশাকে অবলীলায় ক্যামেরায় পোজ দেন উরফি। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যায় উরফির স্টাইল স্টেটমেন্টের নিত্য-নতুন নজির। এবার লাইটিং পোশাকে নজর কাড়লেন উরফি। হটকে টাউপের ফ্যাশন সেন্সের জন্যই বারবার বিতর্কে জড়ান। যদিও বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে আপন ছন্দেই চলতে ভালবাসেন উরফি জাভেদ। লেটেস্ট পোশাক তৈরির ভিডিও শেয়ার করে প্রত্যেকের মতামত জানতে চেয়েছেন অভিনেত্রী। 

আরও পড়ুন লিপ ফিলার সরিয়ে স্বাভাবিক হতেই..., অসুস্থতার খবর জানিয়ে কেন দুঃপ্রকাশ উরফির?

Urfi Javed