Parikshit Sahni Death Threat: কাশ্মীরে কেলেঙ্কারি! শুটিংয়ের মাঝে প্রাণনাশের হুমকি, ভয়ংকর অভিজ্ঞতা ভাগ পরিক্ষীতের

Parikshit Sahni Bomb Threat: কাশ্মীরে Gul Gulshan Gulfam-এর শুটিংয়ের সময় ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। প্রাণনাশের হুমকির জেরে শুটিং পর্যন্ত বাতিল করতে হয়। অতীত হাতড়ে আর কী বললেন পরিক্ষীত সাহানি?

Parikshit Sahni Bomb Threat: কাশ্মীরে Gul Gulshan Gulfam-এর শুটিংয়ের সময় ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। প্রাণনাশের হুমকির জেরে শুটিং পর্যন্ত বাতিল করতে হয়। অতীত হাতড়ে আর কী বললেন পরিক্ষীত সাহানি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

ভয়ংকর অভিজ্ঞতা ভাগ

Parikshit Sahni-Gul Gulshan Gulfams:বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ পরিক্ষীত সাহানি। থ্রি ইডিয়টস, পিকে, সুলতান, লাগে রাহো মুন্না ভাই-এর মতো ছবিতে তাঁর অভিনয় বারবার মুগ্ধ করেছে দর্শককে। সিনেমার পাশাপাশি বহু হিন্দি মেগাতেও কাজ করেন পরিক্ষীত। সম্প্রতি ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাম্প্রতিক অতীতের এক হাড়হিম করা  ঘটনার কথা স্মরণ করেন অভিনেতা। কাশ্মীরে Gul Gulshan Gulfam-এর শুটিংয়ের সময় ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন পরিক্ষীত সাহানি। প্রাণনাশের হুমকির জেরে শুটিং পর্যন্ত বাতিল করতে হয়। পরিক্ষীত সাহনী ANI-কে সেই ঘটনারই পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন। 

Advertisment

স্মৃতিচারণ করে অভিনেতা বলেন, 'আমার মনে আছে সেই সময়ে একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল যার নাম JKNF। আমরা শুটিং করছিলাম ঠিক সেই সময় রাস্তার উপর বোমা বিস্ফোরণ। তারপর আমাদের বলা হয় এখুনি প্যাকআপ করে এখান থেকে চলে যাও। যদি কথার অন্যথা হয় তাহলে তোমাদের প্রাণে মেরে ফেলা হবে। ওই পরিস্থিতিতে আমাদের শ্রীনগর ছেড়ে যেতে হয়েছিল। তারপর আমরা ফিল্ম সিটিতে একটি সেট বানিয়েছিলাম।' 

আরও পড়ুন জুবিনের মৃত্যুতে স্থগিত অসমের ফিল্ম ফেস্টিভ্যাল, প্রয়াত স্বামীর বুকে মাথা রেখে কী আর্জি স্ত্রীর?

Advertisment

সাহনী আরও যোগ করেন, 'বাকি শুটিং ওখানেই হয়েছে। তবে এত সুন্দরভাবে শুট করা হয়েছিল যে দর্শক কোনও পার্থক্য বুঝতেই পারেননি।' কাশ্মীরের সঙ্গে পরিক্ষীত সাহনীর গভীর সংযোগ। তাঁর কথায়, 'আমি কাশ্মীরে অনেকটা সময় কাটিয়েছি। আমি এই হাজিদের (Hajis) খুব ভাল জানতাম। আমি শ্রীনগর এবং লেকে কত ঘুরেছি। কাশ্মীরের সঙ্গে মনের টান এতটাই গভীর যে চরিত্রকে ফুটিয়ে তুলতে আলাদা করে আর অভিনয়ের প্রয়োজন হয়নি। সংলাপও উর্দুতে ছিল, যা আমি ভালভাবে বলতে পারি।'

আরও পড়ুন একটানা ৭ ঘণ্টা ডিজিটাল অ্যারেস্ট! সাইবার প্রতারণার ফাঁদে লক্ষ লক্ষ টাকা গায়েব ২৬ বছরের অভিনেত্রীর

ভারতীয় সিনেমায় পরিক্ষীত সাহনীর অনবদ্য অবদান আজ আর নতুন করে বলার অবকাশই রাখে না। দীর্ঘ এবং গৌরবময় কেরিয়ারের অধিকারী। অমিতাভ বচ্চন থেকে ঋষি কাপুর, শক্তি সিং সহ বহু লেজেন্ডের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। রাজকুমার হিরানি পরিচালিত হিট মুভিতে আমির খান এবং সঞ্জয় দত্তের সঙ্গে কাজ করেছেন। 

আরও পড়ুন '১৬ মাসের অন্তঃসত্ত্বা তো মানব ইতিহাসে...', প্রেগন্যান্সি গুঞ্জনের মাঝে 'দুষ্টুমি' সোনাক্ষীর

Parikshit Sahni