/indian-express-bangla/media/media_files/2025/08/07/cats-2025-08-07-18-03-12.jpg)
ফিরে দেখা
Victor Banerjee Interview: চলচ্চিত্র জগৎ-এর একজন স্বনামধন্য অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের আপকামিং মুভি রক্তবীজ ২-এ প্রণব মুখোপাধ্যায়ের জুতোয় পা গলিয়েছেন। বয়স তাঁর কাছে নিছক সংখ্যামাত্র। আজও জেন ওয়াইয়ের সঙ্গে পাল্লা দিয়ে শুটিং ফ্লোরে কাজ করেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েক বছর পিছনে ফিরে গেলে মনে পড়ে যায় ১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত সেই কালজয়ী ছবি 'A Passage to India'। এই ছবিতে ডক্টর আজিজ আহমেদ চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক স্তরে খ্যাতি অর্জন করেছিলেন অভিনেতা। 'A Passage to India' পরিচালনা করেছিলেন ডেভিড লিন। ই.এম. Forster-এর লেখা উপন্যাস অবলম্বনে গল্প বুনেছিলেন পরিচালক।
আরও পড়ুন তোপসের জুতোয় পা 'গোয়েন্দা' আবীরের, পুজোয় কলকাতার কোন রহস্য উন্মোচন করবেন অভিনেতা?
ভিক্টর ব্যানার্জি ছাড়াও Peggy Ashcroft, Judy Davis, James Fox, Alec Guinness এবং Nigel Havers-এর মতো প্রতিভাবান শিল্পীরা এই ছবিতে অভিনয় করেছিলেন। এই সিনেমাটি শুধু আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জন করেনি পাশাপাশি ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে পৌঁছে দিয়েছিল খ্যাতির শিখরে। সেরা অভিনেতা বিভাগে অসংখ্য পুরষ্কার জিতেছিলেন বঙ্গসন্তান ভিক্টর বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, সেরা অভিনেতা বিভাগে ইভিনিং স্ট্যান্ডার্ড ব্রিটিশ চলচ্চিত্র পুরষ্কারও এসেছিল তাঁর ঝুলিতে। তিনি ন্যাশনাল বোর্ড অফ রিভিউ পুরষ্কারও জিতেছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন কিঞ্জলকে গালিগালাজ জীতুর, আরজি কর আন্দোলনের মুহূর্ত ভাইরাল হতেই মুখ খুললেন জুনিয়র চিকিৎসক
১৯৮৫-তে লন্ডন রয়্যাল প্রিমিয়ারে 'A Passage to India'-এর প্রদর্শনে মুখোমুখি হলেছিলেন আমেরিকান সঞ্চালক Peter Marshall-এর সঙ্গে। এই ছবিতে কাজের প্রস্তাব পাওয়া থেকে চরিত্র নিয়ে কী বলেছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়? রক্তবীজ ২ মুক্তির আগে আরও একবার বর্ষীয়ান অভিনেতার সেই আবেগঘন মুহূর্তটা ফিরে দেখা যাক। এক ক্লিকে দেখে নিন রয়্যাল ফিল্ম প্রিমিয়ারে ১৯৮৫-তে কী বলেছিলেন প্রবাদপ্রতীম শিল্পী ভিক্টর বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন দেবীপক্ষের প্রাক্কালেই লক্ষ্মীর আগমন, দ্বিতীয়বার বাবা হলেন বাঙালি অভিনেতা-জুনিয়র চিকিৎসক কিঞ্জল
এই ভিডিওটি দেখলে মনে হবে আজও যেন তরুণ তুর্কি ৭৮ বছরে বয়সী ভিক্টর বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ রায়, মৃণাল সেন, শ্যাম বেনেগাল থেকে রোমান পোলানস্কি, জেমস আইভরি, স্যার ডেভিড লিন, জেরি লন্ডন, রোনাল্ড নিম সহ মনতাজুর রহমান আকবর সহ বিভিন্ন পরিচালকের সাথে কাজ করেছেন।