Entertainment News Highlights: চলে গেলেন কাপুর পরিবারের মূল্যবান সদস্য...

Entertainment News Highlights: আজ মাধ্যমিকের রেজাল্ট। নায়ক-নায়িকাদের নম্বর জেনে নিন তাঁরা কত নম্বর পেয়েছিলেন। আজকের সারাদিনের সব খবর জেনে নিন এক নিমেষেই।

Entertainment News Highlights: আজ মাধ্যমিকের রেজাল্ট। নায়ক-নায়িকাদের নম্বর জেনে নিন তাঁরা কত নম্বর পেয়েছিলেন। আজকের সারাদিনের সব খবর জেনে নিন এক নিমেষেই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
famjam

চলে গেলেন কাছের মানুষ...

Entertainment Latest News Highlights: সন্ধ্যে গড়াতেই ফের একবার খারাপ খবর। মাতৃহারা হলেন বলিউডের অভিনেতা থেকে নামজাদা প্রযোজক। এএনআই সূত্রে খবর, মাতৃশোকে ব্যাকুল বলিউডের কাপুর পরিবার। শুধু তাই নয়, ঠাকুমাকে হারিয়ে রীতিমতো চিন্তায় পড়ে গেছেন নায়িকা নাতনিরা। মা চলে যাওয়ার পর তাঁদের ঠাকুমা ছিলেন, অন্যতম কাছের মানুষ।

Advertisment

আজ মাধ্যমিকের রেজাল্ট। নায়ক-নায়িকাদের নম্বর জেনে নিন তাঁরা কত নম্বর পেয়েছিলেন। আজকের সারাদিনের সব খবর জেনে নিন এক নিমেষেই। 

  • May 02, 2025 21:57 IST

    Entertainment Latest live News Updates: শাহরুখের মিষ্টি রূপ, আগে এই ছবিগুলো দেখেছেন?

     ২০০১ সালে 'কাভি খুশি কাভি গাম'-এ শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করা অভিনেতা অমর তলওয়ার সম্প্রতি ভক্তদের মন জয় করেছেন। তারকা হওয়ার আগে কেমন ছিলেন শাহরুখ? বেশ কিছু অদেখা ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। ছবিগুলি এখন ভাইরাল হয়েছে, সবাইকে নস্টালজিক করে তুলেছে। 



  • May 02, 2025 21:11 IST

    Entertainment Latest live News Updates: প্রয়াত কাপুর পরিবারের মুল্যবান সদস্য

    প্রসঙ্গে অনিল কাপুর এবং প্রযোজক বনি কাপুরের মা নির্মল কাপুর। সূত্রের খবর, আজ না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি। মুম্বাইতে ৯০ বছর বয়সী প্রয়াত তিনি। বেশ কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হচ্ছে সমাজ মাধ্যমে। যেখানে পরিবারের সকলকে বেশ চিন্তিত এবং উদ্বিগ্ন অবস্থায় দেখা গিয়েছে। পরিবারের মানুষ সত্য সেখানে রয়েছেনই। কিন্তু, তাঁর সঙ্গে সঙ্গে নাতনীদের কাছের মানুষরাও সেখানে রয়েছেন।

    Actor's Mother Passed Away: না ফেরার দেশে কাছের মানুষ, কাপুর খানদা…



  • Advertisment
  • May 02, 2025 20:40 IST

    Entertainment Latest News Live Today: চূড়ান্ত হিট একটা বাংলা ছবি, যা বলেছিলেন সত্যজিৎ রায়...

    সত্যজিৎ রায় যেমন, বাংলা ছবির কিংবদন্তি ছিলেন, ঠিক তেমনই তিনি চারিদিকে নজর রাখতেন। বিশেষ করে, যখন কোনও বাংলা ছবি অসাধারণ সাফল্য পেত, তখন তিনি খোঁজ নিতেন যে সেই বাংলা ছবির মধ্যে কি এমন আছে, যে বাংলার মানুষের সেই ছবি এত পছন্দ করছে। অন্তত হারাধন বন্দ্যোপাধ্যায়ের ছেলে কৌশিক বন্দ্যোপাধ্যায়ের কাছে, এমনই প্রশ্ন রেখেছিলেন কিংবদন্তি। যখন বাংলা ছবিতে বেদের মেয়ে জোসনা দারুন ব্যবসা করছে। শুধু ব্যবসা করলে ভুল হবে তখন প্রত্যেকটা দিন হাউসফুল যাচ্ছে সেই সিনেমা। কৌশিক বন্দ্যোপাধ্যায়ের সেই কথাই দাদাগিরির মঞ্চে এসে শেয়ার করেছিলেন।



  • May 02, 2025 19:50 IST

    Entertainment Latest News Live Today: মাধ্যমিকে কত পেয়েছিলেন শ্রুতি?

    শ্রুতির কাছে ফোন যেতেই তিনি হাসতে হাসতে বললেন, আমার মাধ্যমিকের নম্বর কত হয়েছিল? অদ্ভুত একটা রেজাল্ট করেছিলাম আমি। মানে, অঙ্ক ছিল আমার যম। আমার রেজাল্ট দেখলে লোকে অবাক হয়ে যাবে। অঙ্ক বাদ দিয়ে সবে ভাল নম্বর পেয়েছিলাম। রেজাল্টে ইংরেজিতে পেয়েছিলাম ৯৪। এদিকে, অংকে পেয়েছি ৩৪... বলেই হাসতে শুরু করলেন তিনি। কিন্তু, অঙ্ক অরুচি যেহেতু, তাই এর থেকে ছুটি হতেই উচ্চমাধ্যমিকে দারুণ নম্বর করেছিলেন তিনি। 



  • May 02, 2025 18:28 IST

    Entertainment Live News Update: ভারতে নিষিদ্ধ হল আরও দুই পাক তারকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, কোপ পড়ল কাদের উপর?

    Entertainment Live News Update: হানিয়া আমির ও মাহিরা খানের উপর কোপ তো আগেই পড়ছিল। এ বার সেই তালিকায় নাম জুড়ল আরও দুই পাক তারকার। ভারতে নিষিদ্ধ হলেন ফওয়াদ খান ও আতিফ আসলাম। এই দুই তারকারও ভারতে রয়েছেন অসংখ্য অনুরাগী আছে। তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ভারতে বাতিল করে দেওয়া হল।



  • May 02, 2025 16:54 IST

    Entertainment latest live news Update: অসুস্থ হয়ে হাসপাতালে মানসীর একমাসের ছেলে, কী হয়েছে ছোট্ট সোনার?

     

    Entertainment latest live news Update: মানসী সেনগুপ্তের এক মাসের ছেলে খুবই অসুস্থ। হাসপাতালে ভর্তি রয়েছে। সঙ্গে রয়েছে সদ্যোজাতর মা-ও। মানসী সেনগুপ্তের বোন অর্থাৎ রাইমা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানিয়েছেন, 'এক সপ্তাহ ধরে প্রচণ্ড সর্দি-কাশি ছিল। বাচ্চাদের যেমন হঠাৎ করে ঠান্ডা লেগে যায় সেইরকমই। সর্দিটা বুকে বসে গিয়েছিল বলে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওর মা সঙ্গে আছে। নেবুলাইজার চলছে। আগামীকাল বাড়ি ফিরবে। তিন্তার কোনও কারণ নেই। ভয়েরও কোনও বিষয় নেই বলে আশ্বস্ত করেছেন চিকিৎসকরা।'



  • May 02, 2025 16:14 IST

    Entertainment latest Live News Update প্রিয় বিষয় অঙ্ক-ইতিহাসে মারাত্মক ভয়, মাধ্যমিকের রেজাল্টের দিন বললেন....

    Entertainment latest Live News Update মাধ্যমিকের রেজাল্ট বেরনোর পর সিংহভাগ পড়ুয়ার মুখেই শোনা যায় অঙ্কে ভীতির কথা। কেউ আবার ইতিহাস-ভূগোলে কোনওক্রমে গোল দিয়েই সুখী। খুব কমজনই আছেন যাঁরা বুক চিতিয়ে বলেন অঙ্ক আমার প্রিয় সাবজেক্ট। আর সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে দেবচন্দ্রিমা আনন্দের সঙ্গে বলেন, 'অঙ্ক আমার প্রিয় সাবজেক্ট। মাধ্যমিকে আমি অঙ্কে ৯২ পেয়েছিলাম। এরপর পিওর সায়েন্স নিয়ে পড়েছি। তবে যে সাবজেক্টে ভীতি ছিল সেটা হল ইতিহাস। মাত্র ৬৭ পেয়েছিলাম। ভূগোলও আমার মোটামুটি ভালই লাগত। কিন্তু, ইতিহাসের ওই মুখস্থ বিদ্যাটা আমার কাছে আতঙ্ক ছিল।' 



  • May 02, 2025 15:33 IST

    Entertainment Latest News Updates: মাধ্যমিকে কত পেয়েছিলেন শোলাঙ্কি? তারপর যা অদ্ভুত কান্ড ঘটিয়েছিলেন..

    তিনি ইন্টারন্যাশনাল রিলেশনস এর ছাত্রী। কিন্তু মাধ্যমিকে কত পেয়েছিলেন পর্দার কাদম্বরী শোলাঙ্কি রায়? তিনি পিওর সাইন্স নিয়েছিলেন উচ্চ মাধ্যমিকে। অভিনেত্রী বলেন, ৯০০ এ পরীক্ষা হত, আমি পেয়েছিলেন ৬৪৬। ভয় ছিল, ইতিহাসে। আমায় ইতিহাস পড়তে হবে বলে, আমি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলাম। কিন্তু, কী অদ্ভুত! আমার গ্র্যাজুয়েশন থেকে মাস্টার্স সবটাই আমায় ইতিহাস পড়তে হল। 

    Solanki roy



  • May 02, 2025 15:08 IST

    Entertainment latest Live News Update- 'মা এসে বলল যদি ফেল করিস', মাধ্যমিকের আতঙ্কের কথা প্রকাশ্যে বললেন মানসী সিনহা

    প্রত্যেক ছাত্রের জীবনে একটি বিভীষিকা সৃষ্টি করার মতো সাবজেক্ট থাকে। সেই পরীক্ষার দিন যেমন ভয় কাজ করে, তেমনই সেই পরীক্ষা হয়ে গেলেও কিন্তু চাপ কমে যায়। মানসীর সঙ্গেও সেই ঘটনাই ঘটে। অভিনেত্রীর কাছে ফোন যেতেই তিনি বলেন আমার দুটো লেটার ছিল। বাংলায় ছিল আর ওয়ার্ক এডুকেশনে ছিল। আর একটা যদি কিছুতে থাকত তাহলে আমার, স্টার মার্কস হয়ে যেত। এখানেই থামলেন না তিনি। তাঁর সঙ্গে সঙ্গে এমনও বললেন, কী করেছিলেন সেই বিভীষিকাময় পরীক্ষার পর। 

    Manasi Sinha on WBBSE Madhyamik Result: 'দু-হাত তুলে নাচছি, মা এসে…



  • May 02, 2025 14:24 IST

    Entertainment latest Live News Update মাধ্যমিকে অঙ্কে দারুণ নম্বর, উচ্চমাধ্যমিকে বেজায় সমস্যায় পড়েছিলেন স্যান্ডি সাহা

    Entertainment latest Live News Update মাধ্যমিকের রেজাল্ট বেরনোর পর অনেকের অনেক ভাবনার অবসান ঘটে। কারণ অনেকের চিন্তা থাকে অঙ্কে তো ভাল নম্বর পেয়ে পাশ করে যাব, কিন্তু, ইতিহাস-ভূগোলে কী হবে? ঠিক এইরকম ভাবনাই এসেছিল জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহার মনেও। মাধ্যমিক নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে স্যান্ডি বলেন, 'অঙ্কে তো ৯০-এর উপর নম্বর পেয়েছিলাম। কিন্তু, ইতিহাসে মারাত্মক বাজে। মাত্র ৫৪-৫৫ পেয়েছিলাম। মাধ্যমিকে অঙ্কে ভাল নম্বর পেয়েছিলাম বলে বাড়ির সকলের চাপে উচ্চমাধ্যমে সায়েন্স নিয়ে ডুবে গিয়েছিলাম। বাংলা আমার প্রিয় ছিল। কিন্তু, বাড়ির ইচ্ছেপূরণ করতে গিয়েই সমস্যা হয়ে গিয়েছিল।'



  • May 02, 2025 13:56 IST

    Entertainment Latest News Live Update: মাধ্যমিকের রেজাল্ট বেরনো সে এক ইতিহাস, যা বললেন ফুডি বাঙালি...

    মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর ঘটনা সকলের কাছে একটি অন্যরকম অনুভূতি। ফুডি বাঙ্গালীর কাছেও কিছু কম নয়। তিনি পিওর সাইন্সের ছাত্রী। উচ্চমাধ্যমিকে পিওর সাইন্স নিয়ে পড়াশোনা করেছেন। কিন্তু মাধ্যমিক স্তরে সমস্ত সাবজেক্টে পড়তে হয় একজন ছাত্রকে। তিনি বললেন.. "আমার যেটা পড়তে ভাল লাগত না, আমার কোনকালেই সেটা ভাল লাগতো। সাইন্স টা ভাল্লাগতো এবং যেহেতু বিজ্ঞান নিয়ে পরবর্তীতে পড়াশোনা করেছে সাইন্সে ভালই নাম্বার পেয়েছিলাম। কিন্তু হিস্ট্রি আর্টসের বিষয় গুলো পড়তে আমার খুব বিরক্ত লাগত। মোটামুটি যেরকম ভেবেছিলাম আর্টসে সেরকমই পেয়েছিলাম। খারাপ রেজাল্ট আমার হয়নি। আমার মনে আছে, লোকের বাড়িতে বাড়িতে মিষ্টি পাঠানো হয়েছিল রসগোল্লা আনা হয়েছিল।" কিন্তু...

    Madhyamik Result 2025: 'আমার ভয় ছিল এই একটাই..', মাধ্যমিকের রেজাল্ট …



  • May 02, 2025 13:30 IST

    Entertainment Latest News Live Update: কত পেয়েছিলেন তৃণা দশমের পরীক্ষায়?

    কত পেয়েছিলেন তৃণা মাধ্যমিকে? অভিনেত্রী শুটিং ফ্লোর থেকেই হাসতে হাসতে বলেন, আমার তো ইংরেজি মিডিয়াম ছিল। কিন্তু, মনে আছে আমি ৯১% নম্বর পেয়েছিলাম। আর সবথেকে বিরক্ত এবং ভয় লাগত কেমিস্ট্রি এবং ফিজিক্সে। একদম ভাল নম্বর পাইনি। 



  • May 02, 2025 13:04 IST

    Entertainment Latest News Live Update: ৯৪ সালের অনন্য মাধ্যমিকের কথা শোনালেন বিশ্বনাথ

    অভিনেতার কাছে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা তরফে ফোন যেতেই তিনি বললেন, মাধ্যমিকে কত পেয়েছি, সেটা আমি কোনদিন ভুলবো না। ৯০০ এ পরিক্ষা হত, আমি ৫১৫ পেয়েছিলাম। আর ভয়? সব থেকে কোন বিষয়ে তিনি ভয় পেতেন? উদ্বিগ্ন কণ্ঠে অভিনেতার সাফ উত্তর, অঙ্ক! এর থেকে বড় ভয় আর কিছু আছে। আমার মনে আছে যেদিন আমি অংক পরীক্ষা দিয়ে এসেছিলাম, পড়ার ঘরে অংক বই দেখে বলেছিলাম, যে গুডবাই তোমার সঙ্গে আর কোনদিন দেখা হবে না! 

    WBBSE Madhyamik result 2025-Biswanath Basu: 'অঙ্ক পরীক্ষা দিয়ে এসে প…



  • May 02, 2025 12:41 IST

    Entertainment latest Live News Update কার ভরসায় মাধ্যমিক উতরেছেন সায়ক? সত্যিটা ফাঁস করলেন জনপ্রিয় ইউটিউবার-অভিনেতা

    Entertainment latest Live News Update 'স্কুল লাইফে আমার একমাত্র ভরসার পাত্র ছিল গুল্লু। পরীক্ষার আগে ওঁর থেকেই নোট নিতাম। আমি যতই পড়তাম মাথায় কিছুই ঢুকত না। যাকে বলে গবেট মাথা। নিজের বিষয়ে সত্যি বলতে আমার কোনও দ্বিধা নেই। দাদাভাই ছিল আমার বিপরীত। এত ভাল নম্বর পেত। ও পড়াশোনাতেও খুব ভাল ছিল। গুল্লু না থাকলে মাধ্যমিক উৎরাতে পারতাম না। আমি খুব ভাল লিপ রিড করতে পারি। আমি যদি কিছু জিজ্ঞাসা করতাম ও বলে দিত। তখন তো টিক মার্কের উপরও অনেকটা নম্বর থাকত। যেখান থেকে যা হাতড়ে পাওয়া যেত। টুকলি তো আর করতে পারতাম না। আমার মনে গভীর প্রশ্ন মানুষ এত পড়শোনা করে কী ভাবে ভুরি ভুরি নম্বর পায়। আমি যে কেন পেতাম না! আমি তো পড়ে না পড়ে কোনওভাবেই পাইনি।' 



  • May 02, 2025 12:01 IST

    Entertainment Latest News Live Update: কত পেয়েছিলেন মাধ্যমিকে লোপামুদ্রা?

    Lopamudra Mitra Madhyamik Results: কত পেয়েছিলেন শিল্পী তাঁর মাধ্যমিক পরীক্ষায়?  কাছে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা ফোন করতেই তিনি বলেন, একদম মনে নেই তবে ৬০০ এর উপরে পেয়েছিলাম। আমাদের সময় মাধ্যমিক কঠিন ছিল। তখন এই নম্বর পাওয়া বাপরে!ভয় লাগত ইতিহাস। একদম পড়তে ইচ্ছে করত না। আর সবথেকে বেশি পেয়েছিলাম অঙ্কে। ওটা ভাল লাগত। এমনিও আমি সাইন্সের স্টুডেন্ট। 

    Lopamudra Mitra Official | Bengali Singer



  • May 02, 2025 11:41 IST

    Entertainment Latest News Live Update ইকনোমিক্সে মাস্টার্সের জন্য অঙ্কটা প্রয়োজন ছিল তাই পড়তে হয়েছিল: ঊষসী চক্রবর্তী

    Entertainment Latest News Live Update

    মুক্তির অপেক্ষায় 'অঙ্ক কি কঠিন'। এই সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পর্দার জুন আন্টি ওরফে ঊষসী চক্রবর্তী। অঙ্ক নিয়ে তাঁর ভীতি ছিল কিনা সেই নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে কী বললেন অভিনেত্রী?  ঊষসী বলেন, 'অঙ্কের প্রতি আমার একটা ভিতি বরাবরই ছিল। তবে অঙ্ক পারি না তা নয়। কোনওদিনই আমার পছন্দের সাবজেক্ট ছিল না। পড়াশোনার জন্য পড়তে হয়েছিল বলে পড়তাম। ইকনোমিক্সে মাস্টার্সের জন্য অঙ্কটা প্রয়োজন ছিল। সেই জন্যই বাধ্যতামূলকভাবে পড়তে হয়েছিল। তবে সেই পড়াটার সঙ্গে কোনও ভালবাসা বা ভাললাগা জড়িত ছিল না। মাধ্যমিকের সময়ও ব্যাপারটা সেইরকমই ছিল। অন্য বিষয়গুলো ভালবেসে পড়তাম আর অঙ্কটা বাধ্যতামূলক। মাধ্যমিকে আমি অঙ্কে ৯০ শতাংশ নম্বর পেয়েছিলাম।' 



  • May 02, 2025 11:20 IST

    Entertainment News Live Updates: বাবা-মায়েদের বলছি একটু বুঝে শুনে নিন... ঝিলাম

    ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে তার কাছে ফোন গেলে তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেন, "মাধ্যমিকের রেজাল্ট বেরনোর দিন আমার কী হয়েছিল? ভেবেছিলাম আমি পাশ করব না! সত্যি বলছি, আমি এটাই ভেবেছিলাম। কিন্তু কেন? পাশ করবেন না? ইউটিউবারের কথায় আমার সব সাবজেক্ট এর পরীক্ষা খাপার হত, কারণ অঙ্ক শেষদিন ছিল। আর এই অঙ্ক আমার জীবন তছনছ করে দিয়েছিল। এই অঙ্কের জন্য আমার সব পরীক্ষা বাজে হয়েছিল। অঙ্ক ছিল আমার আতঙ্ক। ছোট থেকে আমার বাড়ির লোক যেভাবে অঙ্ক নিয়ে আমার ভয় ধরিয়ে দিয়েছিল- সেই গুরুগম্ভীর স্বরে বলত 'এইবার কিন্তু অঙ্ক'। আমি ভাবতাম যে কী রে বাবাহ! কিন্তু এই অঙ্কের জন্য কিচ্ছু করতে পারিনি। তবে হ্যাঁ, অঙ্ক না থাকলে কিছু একটা ভাল নিশ্চয়ই করতে পারতাম।" 

    Jhilam Gupta on Madhyamik Result: অঙ্ক শিরদাঁড়া ভেঙে দিয়েছিল, মাধ্যম…



madhyamik exam Madhyamik 2025 Result Madhyamik 2025 West Bengal