/indian-express-bangla/media/media_files/2025/09/06/528615472_10231556160231891_8789847628587436261_n-2025-09-06-17-33-03.jpg)
মুখ্যমন্ত্রী হলে সমাজের কী কী পরিবর্তন করবেন?
Sreelekha Mitra-Chief Minister: বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী শ্রীলেখা মিত্র। যদিও আন্তর্জাতিক স্তরে সমাদৃত তাঁর ছবি হল পায় না। বহু বাধা পেরিয়ে 'মায়ানগর' সিনেমাহলে মুক্তি পেলেও সেই সংখ্যা নিতান্তই নগন্য। ইন্ডাস্ট্রির সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার পরও এই ধরনের ঘটনা নিয়ে এখন আর খুব বেশি ভাবিত নন শ্রীলেখা। অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও হাত পাকিয়েছেন। সব মিলিয়ে জীবন কাটে ব্যস্ততার সঙ্গেই। সামাজিক বয়কটের ডাক দিতেই সুস্থ স্বাভাবিক জীবনের তাল কাটল। আর সেই সূত্রপাত গত ৯ অগাস্ট অভয়া কাণ্ডের বর্ষপূর্তিতে। সেই দিন অভয়া মঞ্চের এক অনুষ্ঠানে হাজির ছিলেন শ্রীলেখা। নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের ফলপ্রকাশের দিন বোমার আঘাতে নিহত তমান্না খাতুনের মাও এসেছিলেন।
অভয়া মঞ্চেই নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন শ্রীলেখা। এরপরই অচেনা নম্বর থেকে ফোন-কুরুচিকর মন্তব্য। অভয়া মঞ্চ এমনকী শ্রীলেখার বাড়ির সামনেও ব্যানার টাঙিয়ে সামাজিক বয়কটের ডাক দেওয়া হয়। পুলিশের কাছে থেকে কোনও সাহায্য না পেয়ে অবশেষে নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতেও শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শ্রীলেখা। শনিবার একটি পোস্ট শেয়ার করে দেখিয়েছন ব্যানার টাঙানোর ২৩ দিন পরও পুলিশ এসে সরায়নি। তবে শনিবার আচমকা বাড়ির নীচ থেকে উধাও সেই পোস্টার। পিটিশন জমা পরার পরই এতটা তৎপরতার সঙ্গে কী ভাবে সরে গেল সেই নিয়ে পুলিশকে খোঁচা মারতেও ছাড়েননি অভিনেত্রী।
এই প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে শ্রীলেখা মিত্র বলেন, 'আমি হাল ছেড়ে দেওয়ার পাত্রী নই, ভীষণ একগুঁয়ে। অভয়া মঞ্চে উপস্থিত হওয়ার পরই আমার উপর নানান দিক থেকে আক্রমণ ধেয়ে আসছে। পুলিশকে দুবার মেল, ফোন করার পরও কোনও সুরাহা হয়নি। টিএমসি-র পুলিশ এসে শুধু ছবি তুলে নিয়ে গিয়েছে। ব্যাস, আর কোনও পদক্ষেপ গ্রহ করেনি। এরপর আমি আইনের পথে পা বাড়াই। গতকাল পিটিশন জমা দিয়েছে। আগামী সপ্তাহে শুনানি।'
আরও পড়ুন 'ভালবেসে আগলে রাখব তোমায়', বিতর্ক ভুলে রুবেলের জন্মদিনে 'আহ্লাদী' শ্বেতা
খানিকটা হেঁয়ালি করেই যোগ করেন, 'পিটিশন জমা পরেছে আর ব্যানার সরে গেল। আমি খুব একটা নীচে নামি না। আজ জিমে গিয়েছিলাম। তখন দেখলাম আমার বাড়ির সামনে ব্যানারটা নেই।' অপরাধীরা কবে পুলিশের জালে ধরা পড়ে সেই অপেক্ষায় শ্রীলেখা মিত্র। সমাজের বর্তমান পরিস্থিতি নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেন অভিনেত্রী। তিনি যদি এই রাজ্য-সমাজব্যবস্থা রক্ষার গুরুদায়িত্ব পান তাহলে কী ভাবে সামলাবেন?
আরও পড়ুন জীবনটা গোলাপের বাগিচা নয়, অনেক কাঁটা ছড়িয়ে থাকে তাই হাসিটা স্মিত থেকে মলিন হয়ে যায়: শ্রীলেখা
সিনেমার পর্দায় মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। যদি বাস্তবে 'নায়ক' ছবিতে অনিল কাপুরের মতো একদিনের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পান তাহলে কী কী পরিবর্তন করবেন? প্রথমেই বললেন, 'আমি এই পদগ্রহণের যোগ্য কিনা জানি না। তবে যদি কোনওদিন সুযোগ আসে তাহলে একদিনে কোনও পরিবর্তন সম্ভব নয়। সিনেমা আর বাস্তবের মধ্যে তো বিস্তর ফারাক। আমি চাইব এই রাজ্য যেন দুর্নীতিমুক্তি হয়, দ্বিতীয় কোনও অভয়া না ঘটে, তামান্নার মতো নিষ্পাপ শিশুর মৃত্যুর সঠিক বিচার হোক। ধর্ষকের এমন শাস্তির ব্যবস্থা করব যাতে ধর্ষণের ভাবনা মাথায় এলেই গায়ের রোম খাড়া হয়ে যাবে। দাগী অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারলে ওই আসনে বসার স্বার্থকতা।'