Bengali Actress: 'যদি কারও খারাপ লাগে তাহলে...', কেন হাতজোড় করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন কাঞ্চনা? দেখুন ভিডিও

Kanchana Moitra: কয়েকদিন আগেই শিয়ালদহ স্টেশনে পাওনা টাকা আদায় করতে গিয়ে একেবারে তুলকালাম বাঁধিয়েছিলেন। এরপরই প্রকাশ্যে ক্ষমা চেয়ে কী বললেন কাঞ্চনা?

Kanchana Moitra: কয়েকদিন আগেই শিয়ালদহ স্টেশনে পাওনা টাকা আদায় করতে গিয়ে একেবারে তুলকালাম বাঁধিয়েছিলেন। এরপরই প্রকাশ্যে ক্ষমা চেয়ে কী বললেন কাঞ্চনা?

author-image
Kasturi Kundu
New Update
awdwq

ক্ষমা চাইলেন কাঞ্চনা

Kanchana Moitra Viral Video: শিয়ালদহ স্টেশনের বাইরে হুলস্থূল! গালিগালাজ-তোলা আদায়, ভাইরাল বাঙালি অভিনেত্রী কাঞ্চনা মৈত্রর ভিডিও। গত মঙ্গলের সকালে আচমকা শিয়ালদহ স্টেশনের বাইরে অবিন্যস্ত চুল-পোশাকে এক দম্পতির থেকে পাওনা টাকা আদায়ের জন্য তাঁদের দিকে তেড়েফুড়ে আসছিলেন অভিনেত্রী! সঙ্গে আবার অকথ্য ভাষায় গালিগালাজও! জনসমক্ষে রুদ্র মূর্তি ধারণ করেছিলেন কাঞ্চনা। দম্পতি হাত জোড় করে কাকুতিমিনতি করলেও তাঁর হাত থেকে যে রেহাই মেলেনি। তাঁদের চোখের জলেও বরফ গলেনি। রাগের পারদ যখন চড়ছে তখন বেশ কয়েকজন কাঞ্চনার ভিডিও করতে এগিয়ে আসেন। তাঁরাও অভিনেত্রীর রোষের মুখে পড়েন। ছুটে এসে ওঁদের সরিয়ে দেন। এই ঘটনার পরই প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। 

Advertisment

কিন্তু, মজার ব্যাপার হল যাঁদের সঙ্গে সেদিন অভব্য আচরণ করেছিলেন তাঁরাও হাসিমুখে কাঞ্চনার সঙ্গে!! আসলে শিয়ালদহ স্টেশনের বাইরে সেদিনের ঘটনা পুরোটাই তো স্ক্রিপ্টেড। নতুন ছবি 'কপাল'-এর প্রচারের অংশমাত্র। কাঞ্চনা কিন্তু, ওইদিন দম্পতিকে হুঁশিয়ারি দিয়েছিলেন পাওনাগণ্ডা সব ১৯ সেপ্টেম্বরের মধ্যে সুদ সমেত মিটিয়ে দিতে হবে। কারণ আগামী ১৯ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাচ্ছে কাঞ্চনা মৈত্র-র নতুন ছবি কপাল। সেদিন যা ঘটেছে সেটা শুধুমাত্র সিনেমার প্রচারের স্বার্থে। তবুও যদি সেই ঘটনায় কেউ আঘাত পেয়ে থাকেন তাঁদের উদ্দেশে করজোড়ে ক্ষমা চেয়েছেন কাঞ্চনা। একইসঙ্গে বলেছেন কাউকে আঘাত করা তাঁর বা টিমের লক্ষ্য ছিল না। 

Advertisment

আরও পড়ুন শিয়ালদহ স্টেশনের বাইরে হুলস্থূল! গালিগালাজ-তোলা আদায়, ভাইরাল বাঙালি অভিনেত্রীর ভিডিও

ভাগ্যের পরিহাসে কখন কার কপাল বদলে যায় সেই প্রেক্ষাপটে গল্প বুনেছেন পরিচালক শুভেন্দু রাজ বোস। একজন জীবনযোদ্ধার গল্প বলবে কপাল। টাকার জন্য জীবন, না জীবনের জন্য টাকা? সেই প্রশ্নেরও উত্তর রয়েছে এই সিনেমায়। আবেগঘন গল্পের একটি মর্মস্পর্শী ঝলক রয়েছে কপাল-এর ট্রেলারে। কেন্দ্রীয় চরিত্রে কাঞ্চনা ছাড়াও রয়েছেন রাজা সরকার এবং সুকন্যা দত্ত। সংগ্রাম, সততা এবং ভালবাসার একটি হৃদয়গ্রাহী গল্প 'কপাল'। প্রত্যন্ত গ্রামে বসবাসকারী নিম্ন মধ্যবিত্ত টোটো চালকের জীবন কী ভাবে বদলে যাবে তারই ঝলক রয়েছে ট্রেলারে। 

লটারি জিতে কী ভাবে রাতারাতি টাকার পাহাড় তৈরি করে ফেললেও জীবনের এমন এক চক্রব্যূহে আটকে যাবে সেখান থেকে বেরনোই হয়ে উঠবে দুষ্কর। অর্থাভাব পূরণ করতে গিয়ে অত্যন্ত সাধারণ একটা পরিবারের ভাগ্য অন্ধকারে অতল সাগরে তলিয়ে যাবে? সেই উত্তর মিলবে আগামী ১৯ সেপ্টেম্বর। 

আরও পড়ুন বিয়ের দিন হবু স্বামীর সত্যি ফাঁস, সম্প্রচারের আগেই দেখে নিন 'দাদামণি'-র বিবাহ স্পেশাল সপ্তাহের ঝলক

Bengali Cinema Bengali Actress