Payal Rohatgi Surrogacy: 'চিকিৎসাব্যবস্থা কেলেঙ্কারিতে ভরপুর', সারোগেসি পদ্ধতিতে মা হওয়ার সংগ্রাম নিয়ে বিস্ফোরক পায়েলের স্বামী

Payal Rohatgi: সুখী দাম্পত্যে খুদের আগমনের জন্য তোরজোর শুরু করেছেন পায়েল রাহাতোগী ও সংগ্রাম সিং। কিন্তু, সারোগেসি পদ্ধতিতে মা হওয়ার চেষ্টার সেই মুহূর্ত দুজনের কাছেই কেন খুবই কষ্টকর?v

Payal Rohatgi: সুখী দাম্পত্যে খুদের আগমনের জন্য তোরজোর শুরু করেছেন পায়েল রাহাতোগী ও সংগ্রাম সিং। কিন্তু, সারোগেসি পদ্ধতিতে মা হওয়ার চেষ্টার সেই মুহূর্ত দুজনের কাছেই কেন খুবই কষ্টকর?v

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

সারোগেসির সংগ্রাম

Sangram Singh On Payal Rohatgi Surrogacy Struggles: সম্প্রতি সেলিব্রিটি কাপল পায়েল রাহাতোগী ও সংগ্রাম সিংয়ের বিচ্ছেদ হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়ার চর্চিত টপিক। যদিও সেই গুঞ্জনে জল ঢেলে সুখী দাম্পত্যের ঝলক তুলে ধরেছেন নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। এর মাঝেই আবার প্রয়াত অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যু নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে তুমুল কটাক্ষের শিকার হয়েছেন। যদিও সেসব এখন অতীত। এই মুহূর্তে সারোগেসি নিয়ে চর্চায় রয়েছেন সেলেব দম্পতি পায়েল-সংগ্রাম।

Advertisment

আরও পড়ুন 'ফ্লপ' নায়ক অমিতাভের ছবি সহ চারটি হিটের পরও ৯ মাস কর্মহীন জাভেদ-সেলিম, বলিউড নিয়ে বিস্ফোরক গীতিকার-লেখক

২০২২ সালের ৯ জুলাই বৈবাহিকবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ১২ বছর সম্পর্কে থাকার পর স্বামী-স্ত্রী হিসেবে নতুন জীবনে পা দেন। সুখী দাম্পত্যে খুদের আগমনের জন্য তোরজোর শুরু করেছেন পায়েল রাহাতোগী ও সংগ্রাম সিং। কিন্তু, সারোগেসি পদ্ধতিতে মা হওয়ার চেষ্টার সেই মুহূর্ত দুজনের কাছেই খুবই কষ্টকর। সম্প্রতি Zoom/Telly Talk-কে দেওয়া সাক্ষাৎকারে সেই যন্ত্রণাময় দিনগুলো নিয়ে মুখ খুললেন পায়েলের স্বামী সংগ্রাম।

Advertisment

আরও পড়ুন ছবি মুক্তির আগেই তড়িঘড়ি হাসপাতালে, আচমকা কী হল টলিউড অভিনেতা বিজয়ের?

কুস্তিগীর সংগ্রাম বলেন, 'একজন পুরুষের তুলনায় একজন নারীর অনেকক্ষেত্রে সীমাবদ্ধতা থাকে। মাতৃত্বের সুখ উপভোগের জন্য একটা নির্দিষ্ট সময় থাকে। তাই আমি সকলকে একটা কথা বলতে চাই, প্রত্যেক মেয়ের উচিত ডিম্বাণু সংরক্ষণ করে রাখা। ভবিষ্যতে যদি বায়োলজিক্যাল কোনও সমস্যা দেখা দিলেও যাতে মা হওয়ার ইচ্ছেপূরণে কোনও বাধা না আসে।'সারোগেসির সংগ্রামের কথা বলতে চিকিৎসা ব্যবস্থার উপর ক্ষোভ উগরে দিয়েছেন। 

আরও পড়ুন চারবার বিয়েতেও মেলেনি সুখ, হাসপাতালেই সব শেষ! জীবনাবসান কিংবদন্তী সংগীতশিল্পীর

সংগ্রাম সিং বলেন, 'আজকের চিকিৎসাব্যবস্থা খুবই খারাপ, ৯০ শতাংশ কেলেঙ্কারিতে ভরপুর। কেউ টাকা চায় তো কেউ আবার অন্যভাবে মাথা মুড়িয়ে নেওয়ার চেষ্টা করে। আমরা অনেক চেষ্টা করেছি। সারোগেসির মাধ্যমে পায়েলের মা হওয়ার জন্য দুজনেই লড়াই চালিয়ে যাচ্ছি। এখনও আমি একজন সঠিক চিকিৎসকের খোঁজে রয়েছি। যাঁর মাধ্যমে সারোগেসি পদ্ধতিতে সন্তানলাভ করা সম্ভব। ভারতের প্রতিটি কোণে ভাল-মন্দ মানুষ রয়েছে। এমন অনেকে মানুষের সান্নিধ্যে এসেছি যাঁরা প্রকৃত সৎ মানুষ।' 

আরও পড়ুন 'মাঝরাতে মদ্যপ অবস্থায় সলমন-সেলিমের...', নেশার ঘোরে কী করেছিলেন কিরণ? মুখ খুললেন অভিনেতা

বিগ বস প্রতিযোগী পায়েল ডিভোর্স গুঞ্জন প্রসঙ্গে মন্তব্য করেছিলেন, 'যখন আমি প্রথম মুম্বই এসেছিলাম তখন কারও মন্তব্য শুনলে রাতের ঘুম উড়ে যেত। কিন্তু, সময়ের সঙ্গে নিজেকে অনেক বদলে ফেলেছি। আগের তুলনায় মোটা হয়েছি। সেটা নিয়ে অনেকেই অনেক কথা বলেন কিন্তু, আমি গায়ে মাখি না।'

Bigg Boss Payal Rohatgi