/indian-express-bangla/media/media_files/2025/09/17/bel-share-price-2025-09-17-15-18-29.jpg)
Bel Share Price: বাজারের নতুন ভরসা এখন বেল।
Bel Share Price: ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL) দেশের প্রতিরক্ষা ইলেকট্রনিক্স ক্ষেত্রে একটি অগ্রগণ্য প্রতিষ্ঠান। নবরত্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা (Navratna PSU)-র মর্যাদা পাওয়া এই সংস্থা সম্প্রতি নতুন করে ৭১২ কোটি টাকার অর্ডার পেয়েছে। এর ফলে ২০২৫ সালের ১ জুলাই পর্যন্ত কোম্পানির মোট অর্ডার বুক দাঁড়িয়েছে ৭৪,৮৫৯ কোটি টাকা।
নতুন অর্ডারের মধ্যে রয়েছে–আইটি ইনফ্রা ও সাইবার সিকিউরিটি সলিউশন, ESM সিস্টেম, ব্লকচেইন প্ল্যাটফর্ম, কমিউনিকেশন ইকুইপমেন্ট, স্পেয়ারস ও সার্ভিসেস। এর আগে কোম্পানি ৬৪৪ কোটি টাকার অর্ডার পেয়েছিল। এর আওতায় ডেটা সেন্টার, শিপ ফায়ার কন্ট্রোল সিস্টেম, ট্যাংক নেভিগেশন সিস্টেম, সিকার্স, জ্যামার, সিমুলেটর, ইলেকট্রনিক ভোটিং মেশিন এবং বিভিন্ন আপগ্রেডেশন অন্তর্ভুক্ত ছিল।
আরও পড়ুন- ইন্দিরা একাদশীতে এই ব্রতকথা পালন বাধ্যতামূলক, মেলে তর্পণের ফল
ত্রৈমাসিক আয়
কোম্পানির চলতি অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকে আয় দাঁড়িয়েছে ৪,৪১৬.৮৩ কোটি টাকা। যা আসলে ৫.১৯% বৃদ্ধি। কর-সহ দিয়ে লাভের পরিমাণ দাঁড়িয়েছে ১,২৮৯.২৪ কোটি টাকা। যা আসলে ২৪.২৮% বৃদ্ধি। কর বাদ দিয়ে লাভের পরিমাণ দাঁড়িয়েছে ৯৬৯.১৩ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ২৪.৮৭% বৃদ্ধি পেয়েছে। এছাড়া কোম্পানির ROE ২৯% এবং ROCE ৩৯%, যা বিনিয়োগকারীদের কাছে বিশেষ আকর্ষণীয়।
আরও পড়ুন- পাশে গুগল, ইচ্ছেমতো ছবি বানিয়ে চমকে দিন!
BEL শেয়ার গত ৫ বছরে ১,১০০% রিটার্ন দিয়েছে। ৩ বছরে এর রিটার্ন দাঁড়িয়েছে প্রায় ২৭৫%। ১৯৯৯ সালে এর শেয়ার যেখানে ছিল মাত্র ০.২৫ টাকা। আজ তা কয়েকশো গুণ বৃদ্ধি পেয়ে বিনিয়োগকারীদের দিয়েছে প্রায় ১,৬৬,৫৪০% রিটার্ন। বর্তমানে কোম্পানির বাজারিকৃত মূলধনের পরিমাণ ৩ লক্ষ কোটি টাকারও বেশি।
আরও পড়ুন- ট্রাম্পের শুভেচ্ছা, মেসির উপহার! ৭৫তম জন্মদিনে মোদী যেন 'বিশ্বগুরু'
নিয়মিতভাবে ৩৯% হেলদি ডিভিডেন্ড পেআউট বজায় রাখছে এই সংস্থা। BEL প্রতিরক্ষা ক্ষেত্রে প্রধান ভূমিকা নিলেও হোমল্যান্ড সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, রেল এবং মেট্রো সলিউশন, সিভিল অ্যাভিয়েশন এবং স্পেস ইলেকট্রনিক্স, মেডিক্যাল ইলেকট্রনিক্স, অ্যান্টি ড্রোন সিস্টেম তৈরির কাজে সমানভাবে সক্রিয়।
আরও পড়ুন- বিশ্বকর্মা পূজায় করুন এই মন্ত্র জপ, আরতি! মিলবে বিরাট সাফল্য
BEL-এর মতো স্টক প্রমাণ করেছে যে দীর্ঘমেয়াদি বিনিয়োগ কতটা লাভজনক হতে পারে। ধারাবাহিক অর্ডার, ভালো আর্থিক ফলাফল এবং সরকারের প্রতিরক্ষা ব্যয়ে অগ্রাধিকারের কারণে BEL আগামী বছরগুলোতেও বিনিয়োগকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্টক হয়ে উঠতে চলেছে। এমনটাই ধারণা বিশেষজ্ঞদের।