/indian-express-bangla/media/media_files/2025/10/31/black-cat-2025-10-31-23-20-39.jpg)
Black Cat: কালো বিড়ালের আসল মানে।
Black Cat Meaning: অক্টোবরের শেষ মানেই হ্যালোইনের আবহ। কুমড়োর আলো, জাদুকরের পোশাক, আর সঙ্গে কালো বিড়াল— যেন রহস্যের প্রতীক। কিন্তু ভাবুন তো, এই কালো বিড়াল কেন ভয়ের বা অশুভ ভাবনার প্রতীক হয়ে উঠল? আসলে, কালো বিড়ালের ইতিহাস শুধু কুসংস্কারের নয়, বরং পুরনো সংস্কৃতি, ধর্ম আর বিশ্বাসের গভীর গল্প।
ইউরোপের মধ্যযুগে অনেকেই বিশ্বাস করত, জাদুকররা (witches) তাঁদের আত্মা বিড়ালের শরীরে পাঠাতে পারত। কালো রং অন্ধকার আর রহস্যের প্রতীক হওয়ায়, কালো বিড়ালকে 'অশুভ আত্মার সঙ্গী' হিসেবে দেখা হত। এই ধারণাই পরবর্তীকালে ছড়িয়ে পড়ে আমেরিকা-সহ পশ্চিমের হ্যালোইন সংস্কৃতিতে।
আরও পড়ুন- ঘূর্ণিঝড় মোকাবিলায় দেশের মডেল! ক্ষয়ক্ষতির দিনগুলো পেরিয়ে কোন কৌশলে সফল ওড়িশা?
বিভিন্ন সংস্কৃতিতে কালো বিড়াল
সব সংস্কৃতিতে কিন্তু কালো বিড়ালকে অশুভ বলা হয়নি। ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে কালো বিড়ালকে সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। জাপানে কালো বিড়াল অর্থ সুস্বাস্থ্য ও সম্পদ, এমনকী বলা হয়— কালো বিড়াল থাকা মানে প্রেমে ভাগ্য খোলে! জাহাজেও কালো বিড়াল রাখা হত ঝড় থেকে রক্ষা আর ইঁদুর দমনের উদ্দেশ্যে।
আরও পড়ুন- এসআইআর নিয়ে আতঙ্কে? ভোটার তালিকায় নাম রাখতে কী করবেন, জানুন ধাপগুলো
প্রাচীন মিশরে 'বাস্টেট' দেবী ছিলেন মাতৃত্ব, সংগীত ও আনন্দের রক্ষক। তাঁকে কালো বিড়াল রূপে পূজা করা হত। তাঁর প্রতীক আজও অনেকে বাড়িতে রাখেন সুরক্ষা আর ইতিবাচক শক্তির আশ্রয় পাওয়ার জন্য। কালো রং আসলে জেনেটিক্সের কারণে — একটি বিশেষ বি জেন (B gene) বিড়ালের শরীরে গাঢ় রঙ এনে দেয়। অধিকাংশ কালো বিড়াল পুরুষ, কারণ এই জিনটি এক্স (X) ক্রোমোজোমে থাকে।
আরও পড়ুন- ORS যুদ্ধে ডা. শিবরঞ্জনীর বিরাট জয়! রক্ষা পেল কয়েক কোটি শিশু
এডগার অ্যালান পো-এর বিখ্যাত গল্প 'দ্য ব্ল্যাক ক্যাট' (The Black Cat) কালো বিড়ালের রহস্যকে নতুন মাত্রা দিয়েছে।
আধুনিক কালে কিশোরী তান্ত্রিক সাবরিনা (Sabrina the Teenage Witch), সেইলর মুন (Sailor Moon) এবং টিম বার্টনের চলচ্চিত্রে কালো বিড়ালকে স্বাধীনতা, আত্মবিশ্বাস আর রহস্যময় সৌন্দর্যের প্রতীক হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে। Black Panther সিনেমার পর অনেকেই কালো বিড়াল পোষেন এবং তাদের নাম রাখেন, 'T Challa' বা 'Shuri'। আজকের দিনে কালো বিড়াল হল- এলিগেন্স, রহস্য আর স্বাধীনতার প্রতীক।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us