Special Intensive Revision: এসআইআর নিয়ে আতঙ্কে? ভোটার তালিকায় নাম রাখতে কী করবেন, জানুন ধাপগুলো

Special Intensive Revision: ৪ নভেম্বর শুরু হচ্ছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন ২০২৫। ভোটার তালিকায় নাম রাখতে কীভাবে ফর্ম পূরণ, যাচাই এবং জমা দেবেন ধাপে ধাপে, বিস্তারিত জানুন।

Special Intensive Revision: ৪ নভেম্বর শুরু হচ্ছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন ২০২৫। ভোটার তালিকায় নাম রাখতে কীভাবে ফর্ম পূরণ, যাচাই এবং জমা দেবেন ধাপে ধাপে, বিস্তারিত জানুন।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Special Intensive Revision: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। (ছবি: ফাইল)

Special Intensive Revision: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। (ছবি: ফাইল)

Special Intensive Revision: ভারতের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন ২০২৫ (Special Intensive Revision 2025)। অর্থাৎ ভোটার তালিকার বিশেষ পুনর্বিবেচনা অভিযান। ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রক্রিয়া, যেখানে প্রায় ৫০ কোটি ভোটারকে নতুন ফর্ম পূরণ করে তাঁদের নাম নিশ্চিত করতে হবে। 

Advertisment

যে রাজ্যগুলোতে এই অভিযান চলবে, সেগুলো হল- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ।

আরও পড়ুন- রক্ষা পেল কয়েক কোটি শিশু, ORS যুদ্ধে বিরাট জয় ডা. শিবরঞ্জনীর

ধাপগুলো কী কী দেখে নিন

Step 1: ফর্ম সংগ্রহ করুন 
৪ নভেম্বর থেকে আপনার এলাকায় বুথ লেভেল অফিসার (Booth Level Officer, BLO) বাড়ি বাড়ি গিয়ে প্রি-প্রিন্টেড এনুমারেশন ফর্ম দেবেন। এই ফর্মে ইতিমধ্যেই থাকবে— আপনার নাম, EPIC নম্বর, ঠিকানা, বিধানসভা কেন্দ্র, পার্ট ও সিরিয়াল নম্বর এবং পুরনো ছবি। যদি BLO না এসে থাকেন, voters.eci.gov.in সাইটে গিয়ে নিজের EPIC নম্বর দিয়ে আপনার BLO-এর নাম ও যোগাযোগ নম্বর খুঁজে নিতে পারেন। অথবা সরাসরি ECINet অ্যাপ থেকেও ফর্ম ডাউনলোড করা যাবে।

Advertisment

আরও পড়ুন- ভারতের ব্যাংক কিনতে উঠেপড়ে লেগেছে বিদেশি সংস্থাগুলো, বিনিয়োগের নামে ভয়ংকর অভিসন্ধি?

Step 2: ফর্মের তথ্য যাচাই ও পূরণ
ফর্মে ছাপা তথ্য ভালোভাবে মিলিয়ে দেখুন। এরপর নিজের জন্মতারিখ, বাবা-মায়ের নাম, EPIC নম্বর (যদি থাকে), মোবাইল নম্বর ও আধার নম্বর (ঐচ্ছিক) যোগ করুন। এইবারের ফর্মে একটি নতুন ধারা যোগ হয়েছে — আপনাকে নিজের বা পরিবারের কারও নাম খুঁজে বের করতে হবে ২০০২–২০০৫ সালের মধ্যে শেষ হওয়া পূর্ববর্তী Special Intensive Revision (SIR) তালিকা থেকে। voters.eci.gov.in–এ গিয়ে আগের বছরের ভোটার তালিকা থেকে নিজের বা পরিবারের নাম খুঁজে নিন এবং সেই Assembly Seat, Part Number, Serial Number ফর্মে লিখুন। যদি আগের তালিকায় নিজের নাম না পান, বাবা-মা বা আত্মীয়ের নাম থাকলেই যথেষ্ট — সেই তথ্য দিলেই হবে।

আরও পড়ুন- বাংলার গুপ্ত বৃন্দাবন, টেরাকোটা আর ভক্তির মিলন! এর ইতিহাসটা কী?

Step 3: ফর্ম জমা দিন
ফর্ম পূরণ হয়ে গেলে BLO-এর হাতে সরাসরি দিন, অথবা অনলাইনে voters.eci.gov.in–এ জমা করুন। BLO এক কপি নিয়ে নেবে এবং আরেক কপি আপনাকে acknowledgement slip হিসেবে দেবে। অনলাইনে করলে, স্ক্রিনশট বা রসিদ সংরক্ষণ করুন। একজন প্রাপ্তবয়স্ক পরিবারের সদস্য অন্য সদস্যদের পক্ষ থেকেও ফর্মে স্বাক্ষর করতে পারবেন।

আরও পড়ুন- দুটোই রক্ষার শপথ! তাহলে রাখিবন্ধনের সঙ্গে ভাইফোঁটার ফারাকটা কোথায়?

Step 4: নথিপত্র তৈরি রাখুন (যদি পুরনো তালিকার তথ্য না মেলে)    
যদি আপনি আগের ভোটার তালিকায় নিজের বা পরিবারের নাম খুঁজে না পান, তাহলে ৯ ডিসেম্বরের পরে আপনাকে নাগরিকত্ব বা বয়স প্রমাণের কিছু নথি দিতে বলা হবে। প্রস্তুত রাখুন এর যে কোনও একটি বা একাধিক নথি— ১) বার্থ সার্টিফিকেট, ২) পাসপোর্ট, ৩) শিক্ষার সার্টিফিকেট (মাধ্যমিক বা সমমান), ৪) সরকারি আইডি কার্ড / পেনশন নথি, ৫) বাসস্থানের প্রমাণপত্র, ৬) ভূমি বা বাড়ির সরকারি নথি, ৭) ফ্যামিলি রেজিস্টার, ৮) এসসি/এসটি/ওবিসি সার্টিফিকেট, ৯) এনআরসি সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), ১০) আধার (পরিচয়পত্রের প্রমাণ হিসেবে)। মনে রাখবেন, শুধু আধার কার্ড যথেষ্ট নয়। এর সঙ্গে বয়স বা নাগরিকত্ব প্রমাণের অন্য নথিও দিতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখগুলো

ধাপসময়সীমা
বাড়ি বাড়ি ফর্ম বিতরণ৪ নভেম্বর – ৪ ডিসেম্বর, ২০২৫
ড্রাফট ভোটার তালিকা প্রকাশ৯ ডিসেম্বর, ২০২৫
দাবি ও আপত্তি গ্রহণ৯ ডিসেম্বর, ২০২৫ – ৮ জানুয়ারি, ২০২৬
যাচাই ও শুনানি৯ ডিসেম্বর, ২০২৫ – ৩১ জানুয়ারি, ২০২৬
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ৭ ফেব্রুয়ারি, ২০২৬

Step 5: ৯ ডিসেম্বর ড্রাফট ভোটার তালিকা দেখুন
৯ ডিসেম্বর প্রকাশ পাবে Draft Electoral Roll। নিজের নাম ও তথ্য ভালোভাবে মিলিয়ে দেখুন। যদি নাম না থাকে বা ভুল থাকে, তাহলে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত Claim বা Objection জানাতে পারবেন। যারা আগের ভোটার তালিকায় নিজের নামের লিংক দিতে পারেননি, তাঁদের ERO (Electoral Registration Officer) নথিপত্র জমা দিতে নোটিস পাঠাবেন।

Step 6: ৭ ফেব্রুয়ারি ২০২৬ — চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সব যাচাই-বাছাই শেষে ৭ ফেব্রুয়ারি প্রকাশ পাবে Final Electoral Roll। যদি কোনো কারণে নাম মুছে যায়, ১৫ দিনের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আপিল করতে পারবেন। 

Revision Intensive special