Canada Express Entry Draw: অন্য দেশ থেকে গিয়ে থাকতে চান? নাগরিকত্ব দেবে কানাডা

Canada Express Entry Draw: কানাডা সেপ্টেম্বরে এক্সপ্রেস এন্ট্রি ড্র-এর মাধ্যমে ২৪৯ জন বিদেশি নাগরিককে সেদেশে স্থায়ীভাবে বসবাসের আমন্ত্রণ জানিয়েছে।

Canada Express Entry Draw: কানাডা সেপ্টেম্বরে এক্সপ্রেস এন্ট্রি ড্র-এর মাধ্যমে ২৪৯ জন বিদেশি নাগরিককে সেদেশে স্থায়ীভাবে বসবাসের আমন্ত্রণ জানিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Canada Express Entry Draw

Canada Express Entry Draw: কীভাবে পাবেন কানাডায় স্থায়ীভাবে থাকার সুযোগ?

Canada Express Entry Draw: কানাডা আবারও বিদেশি নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিল। ২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে IRCC (Immigration, Refugees and Citizenship Canada) এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমের আন্ডারে ড্র আয়োজন করা হয়েছিল। তাতে মোট ২৪৯ জন প্রার্থীকে কানাডায় স্থায়ীভাবে বসবাসের আমন্ত্রণপত্র (ITA) পাঠানো হয়েছে।

কানাডার নাগরিকত্ব পাওয়ার সুযোগ

Advertisment

এটি ছিল এক্সপ্রেস এন্ট্রির ৩৬৩ নম্বর ড্র। সর্বনিম্ন CRS কাট-অফ স্কোর ছিল ৭৭২। টাই-ব্রেকিং নিয়ম প্রযোজ্য হয়েছে ২৮ আগস্ট, ২০২৫ (১৯:১৯:১৮ UTC)। অর্থাৎ, একাধিক প্রার্থীর স্কোর সমান হলে, যাঁরা আগে প্রোফাইল জমা দিয়েছেন, তাঁরা অগ্রাধিকার পেয়েছেন। এর আগে, ১৮ আগস্ট ২০২৫ তারিখে প্রাদেশিক মনোনীত প্রোগ্রাম (PNP) এর অধীনে একটি ড্র হয়েছিল। সেখানে ১৯২ জন বিদেশি নাগরিক আমন্ত্রণপত্র পেয়েছিলেন। সেই সময় কাট-অফ CRS স্কোর ছিল ৮০০। সেপ্টেম্বরের ড্র-তে CRS স্কোর ২৮ পয়েন্ট কমে ৭৭২ হয়েছে, যা প্রার্থীদের জন্য ইতিবাচক খবর। 

আরও পড়ুন- এবার এক শিফটে পরীক্ষা, ১০০ কিলোমিটারের মধ্যে সেন্টার, আশ্বাস SSC-র

Advertisment

কানাডায় অভিবাসনের সবচেয়ে জনপ্রিয় পথগুলির একটি হল প্রাদেশিক মনোনীত প্রোগ্রাম (Provincial Nominee Program–PNP)। এটি কানাডার প্রতিটি প্রদেশ এবং অঞ্চলকে তাদের শ্রমবাজার এবং অর্থনৈতিক প্রয়োজন অনুযায়ী প্রার্থী বেছে নেওয়ার সুযোগ দেয়। একজন প্রার্থী যদি প্রদেশ থেকে মনোনয়ন পান, তবে তার CRS স্কোরে অতিরিক্ত পয়েন্ট যুক্ত হয়। ফলে, স্থায়ী বসবাসের জন্য নির্বাচিত হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়।

আরও পড়ুন- বানিয়ে ফেলুন কাতলার রাজকীয় পদ, ভাত-পোলাওয়ের সঙ্গে জমে যাবে!

PNP প্রোগ্রামের অধীনে নির্বাচিত প্রার্থীদের সাধারণত কিছু মানদণ্ড পূরণ করতে হয়। সেগুলো হল- কানাডার কোনও প্রদেশ বা অঞ্চলে চাকরির অফার থাকা। চাহিদা অনুযায়ী কোনও দক্ষ পেশায় কাজের অভিজ্ঞতা থাকা। পূর্বে প্রদেশে কাজ বা পড়াশোনার অভিজ্ঞতা থাকা। উদ্যোক্তা বা ব্যবসা শুরু করার সামর্থ্য থাকা। 

আরও পড়ুন- সিএ পরীক্ষা স্থগিত! আলোড়ন ফেলা সিদ্ধান্ত ICAI-এর

একজন স্থায়ী বাসিন্দা (Permanent Resident–PR) হলেন এমন একজন ব্যক্তি, যিনি কানাডায় অভিবাসন করে PR মর্যাদা পেয়েছেন, কিন্তু তিনি কানাডার নাগরিক নন। PR পাওয়ার পর একজন বিদেশি নাগরিক কানাডায়— বসবাস, পড়াশোনা, কাজ করতে পারবেন। এছাড়া নির্দিষ্ট সময় পর কানাডার নাগরিকত্বের জন্য আবেদনও করতে পারবেন। কানাডা সরকার আগামী কয়েক বছরে অভিবাসনের লক্ষ্য আরও বাড়ানোর পরিকল্পনা করছে। দক্ষ কর্মী, শিক্ষার্থী এবং উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, CRS কাট-অফ ধীরে ধীরে আরও কমতে পারে, যা বিদেশি প্রার্থীদের জন্য বড় সুযোগ তৈরি করবে।

আরও পড়ুন- জিএমপির পতনে শঙ্কা, তবুও ব্যাপক চাহিদা আমান্টা আইপিওর

২ সেপ্টেম্বর, ২০২৫-এর Canada Express Entry Draw আবারও প্রমাণ করল যে কানাডা দক্ষ বিদেশি নাগরিকদের চাইছে। যাঁরা কানাডায় বসবাস, কাজ বা পড়াশোনার স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য এক্সপ্রেস এন্ট্রি সিস্টেম নিঃসন্দেহে সবচেয়ে কাজের পথ। এককথায়, কানাডার সর্বশেষ এক্সপ্রেস এন্ট্রি ড্র, বিদেশি নাগরিকদের জন্য নতুন দিগন্ত খুলে দিল। 

Canada Entry