ICAI exams postponed, news dates: সিএ পরীক্ষা স্থগিত! আলোড়ন ফেলা সিদ্ধান্ত ICAI-এর

ICAI exams postponed, news dates: ICAI সেপ্টেম্বর ২০২৫ সিএ ফাইনাল, ইন্টারমিডিয়েট দুটোই স্থগিত করেছে। বিভিন্ন কারণে পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ICAI exams postponed, news dates: ICAI সেপ্টেম্বর ২০২৫ সিএ ফাইনাল, ইন্টারমিডিয়েট দুটোই স্থগিত করেছে। বিভিন্ন কারণে পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
ICAI exams postponed

ICAI exams postponed, news dates: সিএ পরীক্ষা স্থগিত।

ICAI exams postponed, news dates: ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (ICAI) সেপ্টেম্বর ২০২৫ সালের CA Final এবং Intermediate পরীক্ষা আয়োজনের ঘোষণা করেছিল। কিন্তু পঞ্জাব ও জম্মুর কিছু শহরে অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতির কারণে ৩ ও ৪ সেপ্টেম্বরের নির্ধারিত পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ICAI-এর বিজ্ঞপ্তি

Advertisment

ICAI-র বিজ্ঞপ্তি অনুযায়ী, পাঞ্জাবের নিম্নলিখিত শহরগুলোতে পরীক্ষা স্থগিত করা হয়েছে। শহরগুলো হল- অমৃতসর, ভাতিন্ডা, জলন্ধর, লুধিয়ানা, মান্ডি গোবিন্দগড়, পাঠানকোট, পাতিয়ালা, সাঙ্গরুর। এছাড়াও জম্মু শহরেও ৩ এবং ৪ সেপ্টেম্বর নির্ধারিত ফাইনাল এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা হবে না।

আরও পড়ুন- ভাদ্রর শুক্লপক্ষে পরিবর্তিনী একাদশী, এই ব্রতকথা ছাড়া পালন অসম্পূর্ণ

Advertisment

ICAI জানিয়েছে, সংশোধিত তারিখগুলি খুব শীঘ্রই ঘোষণা করা হবে। এই ব্যাপারে পরীক্ষার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট icai.org-র ওপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অন্য সব পরীক্ষা পূর্বনির্ধারিত সময়েই হবে। বাকি পরীক্ষার সূচি অপরিবর্তিত থাকবে।

আরও পড়ুন- সকালে খালি পেটে দৌড়ন! জানেন আপনার শরীরে কী হচ্ছে?

সেগুলো হল- গ্রুপ ১ (ফাইনাল): ৩, ৬, ৮ সেপ্টেম্বর, গ্রুপ ২ (ফাইনাল): ১০, ১২, ১৪ সেপ্টেম্বর, গ্রুপ ১ (ইন্টারমিডিয়েট): ৪, ৭, ৯ সেপ্টেম্বর, গ্রুপ ২ (ইন্টারমিডিয়েট): ১১, ১৩, ১৫ সেপ্টেম্বর। ফাইনাল পরীক্ষার ৬ষ্ঠ পত্রের সময়কাল ৪ ঘন্টা হলেও বাকি সব পরীক্ষার সময়কাল ৩ ঘন্টা। প্রতিটি পরীক্ষায় শিক্ষার্থীরা প্রশ্নপত্র পড়ার জন্য অতিরিক্ত ১৫ মিনিট সময় পাবেন।

আরও পড়ুন- হাই প্রেশার, এখানে জানুন কী সতর্কতা নেবেন, না-হলে বাড়তে পারে বিপদ!

ICAI ১৬, ১৮, ২০ ও ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সিএ ফাউন্ডেশন পরীক্ষা আয়োজন করবে। ফাউন্ডেশনের ৩য় ও ৪র্থ পত্রে কোনও অতিরিক্ত পড়ার সময় থাকবে না। অন্যান্য পত্রে দুপুর ১টা ৪৫ থেকে ২টা পর্যন্ত ১৫ মিনিট অতিরিক্ত সময় থাকবে। ভারতের পাশাপাশি বিদেশেও এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০২৫ সালের সেপ্টেম্বরে নিম্নলিখিত ৯টি বিদেশি শহরে সিএ পরীক্ষার আয়োজন করা হবে। সেগুলো হল- আবুধাবি, বাহরাইন, থিম্পু (ভুটান), দোহা, দুবাই, কাঠমান্ডু (নেপাল), কুয়েত, মাস্কাট, রিয়াদ (সৌদি আরব)। 

আরও পড়ুন- বর্ষাকালীন স্বাস্থ্য, মেনে চলুন এই সব বিধি, বাঁচুন সংক্রমণ থেকে

পরীক্ষার্থীদের পরীক্ষার প্রবেশপত্র (Admit Card) সঙ্গে রাখতে হবে। বন্যা পরিস্থিতির মধ্যে থাকা শহরগুলিতে পরীক্ষার সংশোধিত তারিখ ঘোষণার জন্য ICAI-র অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত নজর রাখতে হবে। যেসব শহরে পরীক্ষা স্থগিত হয়নি, সেসব স্থানে পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। ICAI CA পরীক্ষা শুধু ভারতে নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও অত্যন্ত মর্যাদাপূর্ণ। তাই এই পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন হলে তা হাজারো পরীক্ষার্থীর ওপর প্রভাব ফেলবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে এই স্থগিতকরণ অনিবার্য ছিল। নতুন তারিখ ঘোষণা হলে পরীক্ষার্থীদের যথাযথ প্রস্তুতি বজায় রাখা জরুরি বলেই জানিয়েছে ICAI।

exam ICAI